বই হচ্ছে জ্ঞান এবং অভিজ্ঞতার চুরান্ত প্রতিফল্লন। এর জন্য দেখবেন, যারা ফিন্যান্সিয়ালি সফল তারা প্রচুর বই পড়ে। এঞ্জেল ইনভেস্টর হিসাবে কাজ করার সুবাদে আমার কিছু অভিজ্ঞতা আছে!
এই অভিজ্ঞতার আলোকে বই লেখাই যায়। কিন্তু বই লিখে সেটা বিক্রি করে অনেক ধনী হবো বা প্রচুর অর্থ কামাবো, এমন চিন্তা আমার নাই। আর তাছাড়া অপরিচিত মানুষের জন্য উগান্ডাতে বই প্রকাশ করা অনেক অনেক কঠিন।
তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার লেখা গুলো সাইট এ সিরিজ আকারে প্রকাশ করব। এতে করে যার যখন ইচ্ছা পড়ে ফেলতে পারবে। “আমার বই” মেনুর নাম দেয়ার কারন হচ্ছে, এই সিরিজে আলাদা টপিকে কয়েকটা পর্বে লেখা আসবে। এটা ডিজিটাল বই ভাবতে পারেন। প্রকাশিত সমস্ত লেখা আমার অভিজ্ঞতা, জ্ঞান থেকে লেখা। সব যে আপনার ভালো লাগবে বা পছন্দ হবে এমন কোন কথা নেই।
আপনি চাইলে “আমার বই” এর সমালোচনা করতে পারেন কমেন্ট বক্সে। চাইলে আমাকে সোস্যাল প্রফাইলে নক করতে পারেন। আশা করছি পাশেই থাকবেন।
আমার বই গুলো আপনি যে কোন যায়গা প্রকাশ করতে পারেন। চাইলে আমাকে ক্রেডিট দিবেন, না চাইলে নাই। এমনকি আপনি চাইলে, আপনার নিজের নামে চালিয়ে দিতে পারেন। ক্রেডিট চাই না, আমি চাই এই লেখা গুলো সবার কাছে পৌছে যাক। সবার সেলফ ডেভেলপমেন্ট হোক।