শতর্কতাঃ আমি চাই, এই পোস্ট পরে আপনি ডি-মোটিভেট হয়ে যান! তার পর গট বাধা ৫০০-১০০০ টাকার কোর্স এ ভর্তি হন। অনেক অনেক স্টুডেন্ট নয়, ১ জন কে শিখাবো, ১ জন সাক্সেস হবে সেটাই আমার প্রেফারেন্স।
কোর্স ফিসঃ ১০,০০০ টাকা শুধু আপওয়ার্ক
ফাইভারঃ ৩ হাজার
পিপল-পার-আওয়ারঃ ২ হাজার
সর্বমোটঃ ১৫ হাজার টাকা
তবে কারও সমস্যা হলে, শুধু আপওয়ার্ক এর জন্য কোর্স পার্সেজ করা যাবে।
সাধারনত যে কোন মার্কেটপ্লেসে ১০ ঘন্টা কাজ করলে আমি এই পরিমান ইনকাম করতে পারি। প্রচন্ড ব্যাস্ততার মধ্য শুধু মাত্র ব্যাক্তিগত দায় থেকে এই কোর্স চালু করেছি।
এটা শুধু মাত্র ১-১ মেন্টরিং কোর্স। ১৫ টা সেশন হবে। কোণ রেকর্ডিংস থাকবে না। লাইফটাইম এক্সেস থাকবে নাহ। সার্টিফিকেট দেওয়া হবে নাহ।
শুধু মাত্র সিরিয়াস যারা তাদের জন্য এই কোর্স।
ফিস কমানো বা ইনিস্টলমেন্ট এর সুযোগ নেই।
অন্তত একটা কি-স্কিলস আছে এমন কাউকে সুযোগ দিতে চাই।