আপনি যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ না দেখে থাকেন বা এখান থেকে যদি আপনি বাউন্স করেন তাহলে কম্পিউটার সাইবার সিকিউরিটি প্রফেশনাল ক্যারিয়ার আপনার জন্য না।

সাইবার সিকিউরিটি প্রফেশনাল ডিমান্ড প্রতিনিয়ত বাড়ছে,খুব দ্রুত এটি সিক্স ট্রিলিওনের মার্কেট পেতে যাচ্ছে। 

কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট দের মধ্যে যারা কম্পিউটার সিকিউরিটি স্পেশালিস্ট হতে চায়,কম্পিউটার  সিকিউরিটি প্রফেশনাল হতে চায়। তারা আমার  কাছে অনেকেই কম্পিউটার সিকিউরিটির রোডম্যাপ চেয়েছেন।

আপনারা যারা কম্পিউটার সিকিউরিটির জন্য অপেক্ষা করছেন,তাদের জন্য সুখবর হচ্ছে আমরা খুব দ্রুতই  আগামী ব্লগে কম্পিউটার সিকিউরিটি এক্সপার্ট হওয়ার জন্য,কম্পিউটার সিকিউরিটি প্রফেশনাল হওয়ার রোডম্যাপ ব্লগে প্রকাশ  করব।

তবে আজকের ব্লগে সাইবার সিকিউরিটি প্রফেশন সম্পর্কিত। 

যদি আপনি একজন ভাল কম্পিউটার সিকিউরিটি এক্সপার্ট হতে চান তাহলে আপনার মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকতে হবে।

ইংরেজিতে কথা বলতে চান? আমি যেভাবে ইংরেজিতে কথা বলা শিখেছি

আপনাকে  বেশ কিছু ক্যারেক্টারাইজেশন অর্জন  করতে হবে।

তাহলেই কেবলমাত্র আপনি একসময় কম্পিউটার সিকিউরিটি এক্সপার্ট হতে পারবেন।

সাইবার সিকিউরিটি প্রফেশন হওয়ার জন্য সবার প্রথমে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ  বিষয় হচ্ছে আপনার মধ্যে প্রচন্ড পরিমানে  ধৈর্য থাকতে হবে। 

 আপনি যদি আজকের এই ব্লগটি সম্পূর্ণ না দেখে থাকেন অথবা এই ব্লগ থেকে বাউন্স করে থাকেন তাহলে কম্পিউটার সিকিউরিটির ক্যারিয়ার আপনার জন্য না।

সাইবার সিকিউরিটি স্পেশালিষ্ট হওয়ার জন্য আমাদের মধ্যে আরো বেশ কিছু বৈশিষ্ট্য থাকা উচিত অথবা যেগুলো নেই সেগুলো অর্জন করা উচিত।

এগুলো আমরা বিস্তারিত দেখবো, তবে আজকের ভিডিওটি এংকারিং করেছেন নাইফা ইসলাম

যিনি ক্যারিয়ার পোর্টালের জুনিয়র  কনটেন্ট ডেভেলপার হিসেবে কর্মরত রয়েছেন। 

চলুন আমরা নাইফা ইসলাম থেকে জেনে নেই সাইবার সিকিউরিটি স্পেশালিষ্ট হওয়ার জন্য আপনার মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকা লাগবে। 

তবে মূল স্ক্রিপ্ট তৈরি করেছেন রিহাব রহমান,যিনি ইতোমধ্যেই সিকিউরিটি হিসেবে গবেষণা শুরু করেছেন।

চলুন আমরা মূল লেখা শুরু করি,

আপনার জন্য কোনটি? নেটওয়ার্কিং নাকি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং

গালিব নোটস এর  আরো একটি ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি নাইফা ইসলাম। 

বাই দ্যা ওয়ে আমার সোশ্যাল মিডিয়ার একাউন্ট লিংক রয়েছে ডেসক্রিপশন বক্সে, যারা ফলো করতে চান ফলো করতে পারেন।

সাইবার সিকিউরিটি প্রফেশনাল হতে হলে প্রথমে কি লাগবে?

সাইবার সিকিউরিটিতে প্রফেশনাল হতে হলে সবার আগে আপনার দরকার হবে কম্পিউটার ও আইটি স্ক্রীল। 

কম্পিউটার আইটি প্রফেশনাল হতে হলে খুব ভালোভাবে থাকতে হবে। 

নেটওয়ার্কিং সিস্টেম প্রটোকল এর সাথে  যুক্ত  কাজ করার জন্য  আইটি দক্ষতার বিকল্প নেই।

বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম ইন্সটল করতে জানা, সিএমডি এর ব্যবহার জানা সাইবার সিকিউরিটিতে অতীব জরুরী বিষয়।

তাই সাইবার সিকিউরিটি স্পেশালিষ্ট হতে চান, তাহলে সবার আগে কম্পিউটার স্কিলড হতে হবে।

সাইবার সিকিউরিটি প্রফেশনাল হতে হলে প্রোগ্রামিং লাগবে?

সাইবার সিকিউরিটিতে প্রফেশনাল হতে হলে প্রোগ্রামিং করতে যা লাগবে। 

এক্ষেত্রে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এর মত প্রোগ্রামিং এর গুরুত্ব বেশি।

অনেকে বলে থাকে নেটওয়ার্কিং-এ প্রোগ্রামিং লাগেনা, সেটা সত্য নয়। তাই সাইবার সিকিউরিটিতে প্রফেশনাল হতে হলে অবশ্যই প্রোগ্রামিং করতে জানা লাগবে। 

এরপরে দরকার হবে প্রবলেম সল্ভিং শেখাকারণ সিকিউরিটিতে আপনাকে কিন্তু কাজ করতে হবে  সমস্যা নিয়েই।

এক্ষেত্রে  প্রাথমিকভাবে প্রোগ্রামিং প্রবলেম, বাস্কেট অভার ফ্লো সমস্যাগুল দেখতে পারেন। 

সাইবার সিকিউরিটি প্রফেশনাল হওয়ার পরবর্তী রিকোয়ারমেন্ট কি?

এনালাইটিক স্কিলস হচ্ছে সাইবার সিকিউরিটি পরবর্তী রিকোয়ারমেন্ট।

যে কোন প্রবলেম ডিবাগ করা,ব্রাঞ্চ ধরে ধরে গোড়ায় পৌঁছানো, প্রবলেম সলভিং এর জন্য এনালাইটিক স্কিলস খুবই জরুরী।

সাইবার সিকিউরিটি স্পেশালিষ্ট এ ডিসিশন মেকিং কতোটুকু লাগবে?

এরপরে দরকার হবে স্ট্রং ডিসিশন মেকিং স্কিলস কারণ যেকোন সমস্যায় ঠান্ডা মাথায় ডিসিশন নিতে হবে বা কোন সাইবার অ্যাটাক হলে দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে হবে। 

এক্ষেত্রে ডিসিসন নিতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ। 

সাইবার সিকিউরিটি ভবিষ্যতে কি কি কাজের সুযোগ রয়েছে সেটি নিয়ে আমরা আগে একটি  ব্লগে পাব্লিশ করেছি। লিংক রয়েছে ডেসক্রিপশন বক্সে চাইলে দেখে আসতে পারেন।

এবার চলুন জেনে নেই আপনার কি কি থাকতে হবে সাইবার সিকিউরিটি প্রফেশনাল হতে হলে।

 প্রথমত আপনার একটি কম্পিউটার থাকতে হবে

একটি পার্সোনাল কম্পিউটারের কনফিগারেশন যত ভালো হবে ততোই বেটার।কারণ অনেক রকম টুলস এবং  অনেক ডিফারেন্স ও এস নিয়ে নিয়ে কাজ করতে হবে। 

এরপরে নেটওয়ার্কিং।সাইবার সিকিউরিটি পুরোটাই নেটওয়ার্কিং এর সাথে যুক্ত।  

যদি ইন্টারনেট না থাকে নেটওয়ার্ক আসবে কোথা থেকে

তাই সাইবার সিকিউরিটি শেখা শুরু থেকেই নেটওয়ার্ক কানেকশন লাগবে

এছাড়াও  বিভিন্ন রিসোর্স পড়া, ডাউনলোড করা এবং কোর্স করাতেও  ইন্টারনেট লাগবে।

থার্ড ওয়ান ইজ উইলিং টু লার্ন। সিএসসি ইজ নট এ ম্যাটার অফ ওয়ানডে ইউ হ্যাভ টু ইনভেস্ট লং টাইম। 

আপনাকে দিনের পর দিন লেগে থাকতে হবে। কমপ্লেক্স সিস্টেমের  মধ্য দিয়ে যেতে হবে।

অনেক সময় ঠিক ঠাক আউটপুট নাও আসতে। তাই ডিটারমাইন্ড হতে হবে।

সাইবার সিকিউরিটি প্রফেশনাল হতে হলে এর বাইরে কি কি লাগবে?

এর বাইরে অ্যাডভান্স সিকিউরিটি কোর্স,সিএসসি সার্টিফিকেট থাকতে হবে। 

এগুলো জব পেতে খুবই সহায়তা করবে।

সাইবার সিকিউরিটি ডিমান্ড প্রতিনিয়ত বাড়ছে,খুব দ্রুতই এটি সিক্স ট্রিলিয়ন এর মার্কেট পেতে যাচ্ছে। 

তাই যারা সাইবার সিকিউরিটি স্পেশালিষ্ট হতে চান, তাদের উচিত এখন থেকেই প্রস্তুতি নেওয়া।

আজ এই পর্যন্তই, ফিরে যাচ্ছি গালিবের কাছে।

এই ব্লগের মূল স্ক্রিপ্ট তৈরি করেছেন রিহাব রহমান, যিনি ইতোমধ্যেই সাইবার সিকিউরিটি নিয়ে রিসার্চ করছেন।

অনেক ধন্যবাদ নাইফা ইসলাম কে,একইসাথে রিহাব রহমানকে।

কারণ এই লেখার মূল স্ক্রিপ্ট  তৈরি করেছেন। ডেসক্রিপশন বক্সে  রয়েছে রিহাব রহমানের ডিটেইলস। 

এছাড়া আমাদের আজকের এয়াংকার নাইফা ইসলামের সকল সোশ্যাল মিডিয়ার লিংক দেয়া আছে ডেসক্রিপশন বক্সে। আপনারা চাইলে তাদেরকে ফলো করতে পারেন।

এই ছিল আজকের ব্লগে,কম্পিউটার সিকিউরিটি  প্রফেশনাল রোডম্যাপ সম্পর্কিত লেখাটি দ্রুত প্রকাশ করা হবে।

ততক্ষণ পর্যন্ত ভাল থাকুন, সুস্থ থাকুন, ততক্ষন পর্যন্ত  আপনারা আমার  সাথেই থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। 

0Shares
Previous post কিভাবে কম্পিউটার প্রোগ্রামিং এ ভালো করা যায়?
লারাভেল এর জব পেতে কি কি শিখতে হবে Next post লারাভেল এর জব পেতে কি কি শিখতে হবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

গালিব নোটস এর ইউটিউব ভিডিওঃ