বিশ্ববিদ্যালয় গুলোর

উগান্ডার বিশ্ববিদ্যালয় গুলোর চরম মানহীনতার দায় কার?

আমাদের দেশের বিশ্ববিদ্যালয় গুলো ইন্টারন্যাশনাল মানের হওয়ার পরও আমরা প্রতিনিয়ত উন্নতি করেই যাচ্ছি। আমাদের আছে প্রাচ্যর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কেমব্রীজ বিশ্ববিদ্যালয়, আমেরিকান স্ট্যান্ডার্ড লোকাল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। আমাদের ভাগ্য ভালো যে, শিক্ষার স্বর্ন যুগে বসবার করছি আমরা!

বিশ্ব এগিয়ে যাচ্ছে ইনোভেশন, আইডিয়া, বিজ্ঞান গবেষণা আর মুক্ত জ্ঞ্যান চর্চার মাধ্যমে! তখন একই সময়ে, উগান্ডার বিশ্ববিদ্যালয় গুলো উলাটা দিকে পন করে হাঁটছে! আসলে হাঁটছে বলার থেকে দৌড়াচ্ছে বলাই শ্রেয়। উগান্ডার বিশ্ববিদ্যালয় গুলোর চরম মানহীনতায় দায় কার?

শুরুতে বলে রাখি, এই ব্লগটি আমার ব্যাক্তিগত রম্য রচনা! এখানে কোন ভাবেই আপনার বিশ্ববিদ্যালয় কে ইন্ডিকেট করা হয় নি। এটা শুধু মাত্র এন্টারটেইনমেন্ট এর জন্য লেখা। এখানে শুধু মাত্র উগান্ডার বিশ্ববিদ্যালয়য় গুলো নিয়ে নগ্ন রম্য করা হয়েছে। লেখাটি ব্যাক্তিগত হওয়াতে এই ব্লগ এর বাকী অংশ পড়তে নিরুৎসাহিত করা হচ্ছে!

উগান্ডার বিশ্ববিদ্যালয় গুলোর চরম মানহীনতা কেন বলছি?

একটা বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর কয়েক হাজার শিক্ষার্থী গ্রাজুয়েশন করে বের হয়। আর জব হয় মাত্র কয়েক ডজন শিক্ষার্থীর। ২০১৬ তে উগান্ডার আমেরিকান স্ট্যান্ডার্ড লোকাল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ১ হাজার শিক্ষার্থী কম্পিউটার সায়েন্স এর গ্রাজুয়েট হন। জব পেয়েছে মাত্র ২০-২২ জন। একই অবস্থা চলছে অন্যান্য ডিপার্টমেন্টে, দিনের পর দিন। বছরের পর বছর।

এই অবস্থা শুধু এখানে তা নয়। সরকারি বেসরকারী সকল বিশ্ববিদ্যালয়ের অবস্থা এটাই। উগান্ডাতে ৭০% গ্রাজুয়েট বেকার। এই অবস্থা পৃথিবীর অন্য কোথাও আছে কি না জানা নেই।

একটু ডিগিং করি, এদেশে কম্পিউটার সায়েন্স থেকে গ্রাজুয়েট করা অনেক ছেলে মেয়ে আছে, যারা কম্পিউটার চালু পর্যন্ত করতে পারে না। কেমিস্ট্রি থেকে পাশ করা অনেক ছেলে মেয়ে বেসিক কেমিস্ট্রি পারে না। চিন্তা করতে পারেন, সিস্টেম এর কি বাজে অবস্থা উগান্ডাতে।

এই রকম গল্প লাখ লাখ, বলে শেষ করা যাবে না।

বিশ্ববিদ্যালয় গুলোর চরম মানহীনতার দায় কি সরকারের?

বিশ্ববিদ্যালয় গুলোর চরম মানহীনতার দায় কার?

কি ভাবে সমাধান করা যেতে পারে এই সমস্যার?

কাওকে না কাওকে এগিয়ে আসতে হবে। ট্রেডিশনের বাইরে গিয়ে, রুলস ব্রেক করে সিস্টেম রিপেয়ার করা লাগবে। এর জন্য সব রকম ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকা লাগবে। অন্যদের থেকে শিক্ষা নিয়ে, বাস্তব সম্মত প্ল্যান বাস্তবায়ন করতে হবে।

উগান্ডার বিশ্ববিদ্যালয় গুলোর অনেক গুলো আছে, যাদের রুট সিলেবাস আমেরিকান স্টাইলের। কিন্তু তারা আমেরিকান স্টান্ডার্ড ধরে রাখতে ব্যার্থ হয়েছে। যেমন ধরেন, আমেরিকান স্কুল গুলোতে ১৯৯০ সালে যেই সিলেবাস ছিল সেটা কিন্তু ২০২০ সালে নেই। প্রয়োজন অনুসারে আপডেট করা হয়েছে। আর উগান্ডার বিশ্ববিদ্যালয় গুলোতে চলছে ৩০ বছর আগের সেই সিলেবাস আর সেই সিস্টেম।

এই ট্রেডিশন ভাংতে হবে! যদি বিশ্ববিদ্যালয়ের সিলেবাস বদলানো না যায় তাহলে এডিশনাল ট্রেইনিং চালু করতে হবে। তবে সেই এডিশনাল কোর্স যেন শিক্ষার্থীদের বার্ডেন না হয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখা লাগবে। এডিশনাল কোর্স গুলোর জন্য আলাদা কোর্স ফিস নেয়া যাবে না। দরকার হলে, রেগুলার অপ্রয়োজনীয় কোর্স এর ক্লাস কমিয়ে দিতে হবে।

শেষ কথা

উগান্ডার বর্তমান যেই অবস্থা, তাতে আমার এই ব্লগ থেকে কোন রকম পরিবর্তন আসবে না। উলটা এই ব্লগ যদি কোন বিশ্ববিদ্যালয়ের কোন চামচার সামনে পরে, দেখা যাবে আমার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হতে পারে। আফটার অল, উগান্ডার ডিপার্টমেন্ট গুলোতে চাটুকারদের জয় জয়কার সময় এখন।

একটা ডিপার্টমেন্ট এ কিছু সমস্যা থাকতে পারে। দুনিয়ার সকল দেশের বিশ্ববিদ্যালয় গুলোতে সমস্যা থাকে। সকল প্রতিষ্ঠানে কিছু সমস্যা থাকে। কিন্তু উগান্ডার ব্যাপার সম্পুর্ন উলটা। এখানে কিছু লোক ভালো আছেন, বাদ বাকি সব সমস্যা। সবাই চাটুকার, এমনকি লেখক নিজেও।

এমন হতে পারে, ডিপার্টমেন্ট এর কোন টিচার এই ব্লগের স্ক্রিনশর্ট নিয়ে, কো-অর্ডিনেটর কে দেখাবেন। কান ভারি করবেন যে, আমি বিয়াদব, বিশ্ববিদ্যালয় গুলোর বিপক্ষে লিখে সমস্যা তৈরি করছি। তাদের রেপুটেশন নষ্ট করছি। অথচ টিচার এর দায়িত্ব ছিল, এই সমস্যা গুলোর সমাধান নিয়ে কাজ করা। ইনোভেশনে আরও জোর দেয়া যাতে আমার মত অন্য কেউ তাদের নিয়ে প্রশ্ন না তুলতে পারে। যাতে করে ইন্ডাস্ট্রি গুলো কর্মীর অভাবে না ভুগেন।

Ops! আমি তো ভুলেই গেছিলাম, ইনোভেশন বা সমস্যার সমাধানের যোগ্যতা লাগে। উনাদের তো আবার চাটুকারিতার বাইরে আর যোগ্যতাই নেই!

More From Author

কম্পিউটার প্রোগ্রামিং শেখানোর দায়িত্ব কি বিশ্ববিদ্যালয়ের নাকি শিক্ষার্থীর?

কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট গুলো যেভাবে আপডেট করা যেতে পারে!

গালিব নোটস বিজ্ঞাপনঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Our Facebook Page

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Our Latest Twit

Subscribe For Last Update



ব্লগ সংক্রান্ত নোটিশঃ

বিজ্ঞাপন দিতে চাইলে, ডিজাইন রেডি করে যোগাযোগ করতে পারেন। আমরা বিজ্ঞাপন চেক করে সাইট এর সাথে ফিট হলে প্রাইস নিয়ে আলোচনা করব। তবে, আমাদের সাইট এর ভিজিটর এবং কনভার্সন রেট বেশী হওয়ায় বিজ্ঞাপনের চার্জ কিছুটা বেশী। বিজ্ঞাপন সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে পারেন এখানে

ব্লগে লিখতে চাইলে, লেখা রেডি করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। লেখা ইউনিক এবং কপি মুক্ত হতে হবে। লেন্থ ১ হাজার ওয়ার্ড এর বেশী হওয়া লাগবে। ব্যাকলিংক পেতে পারেন শর্ত মেনে। লেখা সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে পারেন এখানে।

গালিব নোটস বিজ্ঞাপনঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Tech-Alert-Bangla-Ads-2

আমাদের অন্যান্য উদ্যোগঃ

টেক এলার্ট বাংলা টেকনোলজি ব্লগ। মোস্টলি ফ্রিল্যান্সিং-আউটসোর্সিং, অনলাইন এ আয়, বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে ব্লগ প্রকার করা হয় নিয়মিত। টেক এলার্ট এর ইউটিউব চ্যানেল দেখতে পারেন এখানে।

সিলিকভি  বাংলাদেশি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কোম্পানি। ওয়ার্ডপ্রেস সংক্রান্ত সব ধরনের সার্ভিস যেমন থিম-প্লাগিন ডেভেলপমেন্ট, কোম্পানি সাইট, পার্সনাল সাইট, কাস্টমাইজেশন, ইকমার্স সলুশন ইত্যাদিয়ে দিয়ে থাকে। এর বাইরে সিলিকভি এর সাস প্রডাক্ট রয়েছে।

গ্রিন সফট হচ্ছে টেক ব্লগ যেখানে ইকমার্স এবং উকমার্স নিয়ে বিস্তারিত ব্লগ পাবেন। অনলাইনে ব্যাবসা এর জন্য যা যা জানা দরকার সব পাবেন গ্রিনসফট ব্লগ এ।

ক্যারিয়ার পোর্টাল হচ্ছে বাংলাদেশি প্রথম, সর্বাধুনিক মেশিন লার্নিং প্রযুক্তি নির্ভর জব প্লাটফর্ম । সাইট এর বেটা ভার্শন রিলিজ করা হয়েছে এবং নিয়মিত আপডেট করা হয়ে থাকে।

গালিব নোটস এর ইউটিউব ভিডিওঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ