“সেলফ মেড মিলিয়নিয়ার” অনেক বড় একটা ব্যাপার। আপনার কিচ্ছু নেই, সেখান থেকে শুরু করে আপনি মিলিয়ন ডলার এর মালিক হতে পারলেই কেবল “সেলফ মেড মিলিয়নিয়ার” দাবি করতে পারবেন।
অনেকে মনে করেন, সেলফ মেড মিলিয়নিয়ার সকলের জন্য না। এর জন্য ভাগ্য লাগে, ফ্যামিলি সাপোর্ট লাগে, অলৌকিক শক্তি লাগে। কিন্তু বাস্তবতা হচ্ছে, সেলফ মেড মিলিয়নিয়ার হতে হলে কিছু প্রসেস ফলো করতে হয়। এই লেখায় সে সব বিস্তারিত লেখা হয়েছে।
ইন্টারনেট ঘাটলে আপনি প্রচুর সেলফ হেল্প, ফিন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি পাবেন। যেগুলোর বেশির ভাগ ইংরেজিতে বানানো। আরেকটা সমস্যা হচ্ছে, বই বা ভিডিওতে একটা বিষয়ে নজর দেয়া হয়েছে। যে কারনে অনেকে কনফিউজড হয়ে যায়। অনেকে শুরু করেও হাড়িয়ে যায়। এই বইতে আমি দেখিয়েছি কিভাবে স্টেপ বাই স্টেপ সেলফ মেড মিলিয়নিয়ার হওয়ার পথে এগিয়ে যেতে হয়।
এই বইতে আমি সেগুলোই লিখেছি, যেটা আমার জন্য কাজ করেছে। যেটা আমি পরিক্ষা করতে পারি নি, বা পরিক্ষা করার পর রেজাল্ট আসে নি, সেগুলো নিয়ে লিখি নাই। এখানে মুলত আমার নিজের ফলো করা প্রসেস নিয়ে বিস্তারিত লিখেছি।
বড়লোক হতে চাইলে যা যা করা লাগবে! অর্থাৎ পার্সোনাল ফাইন্যান্স নিয়ে আমরা আজকের ব্লগে বিস্তর আলোচনা করবো। আমাদের সোসাইটিতে যখন কেউ কোন সাবজেক্ট নিয়ে কথা বলে সে ওই সাবজেক্টে ইউনিভার্সিটি...