বার এ এক দিন । ড্যান্স দেখে যা রিয়েলাইজ করেছিলাম…

আমার ভাগ্য হয়েছিল একবার বার এ যাওয়ার। সেখানে ড্যান্স হচ্ছিল। সেটা থেকে আমার একটা রিয়েলাইজেশন আসছিল আমার। সেটা নিয়ে লেখার ইচ্ছা ছিল। তবে মাঝে আমি ভুলেই গেছিলাম। মনে পড়ার সাথে সাথে আমি লিখতে বসে গেলাম!

প্রথমেই বলে নেই, আমি নিজে মদ খাই না। আর আমি যেদিনের কথা বলছি সেদিন মদ খাচ্ছিলাম নাহ। আমি একজনের সাথে গিয়েছিলাম বারে। আমার লাইফের প্রথম বার ছিল। যা হোক, এগুলা আসলে মুল বিবেচ্য বিষয় না, তার পরও যাতে আপনাদের কনফিউশন না হয়, তাই আমি পরিষ্কার বলে দিলাম।

আমি যে বারে গিয়েছিলাম, সেটা একটা পশ-টাইপ বার ছিল। আমার সাথে জিনি ছিলেন, উনি সমভবত হুইস্কি টাইপ মদ কিনলেন ৬-৭০০ টাকা (ঐ দেশের মুদ্রা) বিল দিয়ে। উনি যখন খাচ্ছিল, বারে তখন সম্ভবত ১০-১২ জন মানুষ ছিল। সাথে বারের কর্মীরা ছিল।

বারে লাইভ ড্যান্স ছিল, যেটা আমার আজকের আলচ্য বিষয়। ২ জন মেয়ে ড্যান্স করছিল। একবারে পার্ফেক্ট ভাবে। কখনও কখনও তাদের সাথে ২ জন ছেলে যুক্ত হচ্ছিল। তাদের ড্যান্স ছিল খুবই পার্ফেক্ট। আমি উগান্ডায় অনেক অনেক ড্যান্স দেখেছি, যা দেখে মেজাজ চরম গরম হয়। অথচ এই বারে, একবারে দর্শক নেই বললেই চলে, এম ন যায়গা তারা কি পার্ফেক্ট ড্যান্স করছেন।

আমার সাথের লোকটি যখন ড্রিংক্স করছিল, কমপ্লিমেন্টারি পপ-কর্ন ছিল। আমি ভাবছিলাম, এই ড্যান্সার রা কত পায়? খুব কম পাওয়ার কথা। আমার মনে হচ্ছিল, খুব বেশি নাহ। (আই ক্যান বি রং, বাট কিপ ইন মাইন্ড, ইট ওয়াজ এ বার, নট ড্যান্স ক্লাব)।

দর্শক নেই, টাকাও বেশি পায় না, কেউ দেখেও না তাদের বলতে গেলে। এই রকম অবস্থায় কাজ মানুষ কখন করেন? যখন আসলে উপায় থাকে না, তখন করে। কারও লাইফ কোন অবস্থায় গেলে, এমন হতে পারে? মানুষ কত বিপদে পরলে এমন ভাবে বারে ড্যান্স এর কাজ করে!!

আমি উঠে আসার সময়ে আমার কথা ভাবছিলাম। আল্লাহ পাক কতই না ভাল রেখেছেন আমাকে। গ্রাজুয়েশন শেষ করার আগেই আমি চাকরি পেয়ে গেছি। টেক সেক্টরে চাকরি করছি। কোভিডের মত মহামারি আমাদের সেক্টরে খুব একটা প্রভাব ফেলে নি। অন্তত আমি ফেইস করি নি। স্যালারি ব্যাংক এ ক্রেডিট হয়ে যায় ৫ তারিখ এর মধ্য।

এর পরেও কত অজুহাতে আল্লাহর শুকরিয়া আদায় করি নাহ। অথচ বার এর ড্যান্সারদের তুলনায় আল্লাহ আমাকে কতই ভাল রেখেছেন।

[লেখাটি সংক্ষিপ্ত আকারে প্রকাশিত। সময় পেলে পরিমার্জিত বিস্তারিত লেখা হবে]

More From Author

সফল স্টার্টআপ শুরু করার আগে সেরা ৫টি টিপস

ফ্রিল্যান্সিং করবেন নাকি জব করবেন?

গালিব নোটস বিজ্ঞাপনঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Our Facebook Page

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Our Latest Twit

Subscribe For Last Update



ব্লগ সংক্রান্ত নোটিশঃ

বিজ্ঞাপন দিতে চাইলে, ডিজাইন রেডি করে যোগাযোগ করতে পারেন। আমরা বিজ্ঞাপন চেক করে সাইট এর সাথে ফিট হলে প্রাইস নিয়ে আলোচনা করব। তবে, আমাদের সাইট এর ভিজিটর এবং কনভার্সন রেট বেশী হওয়ায় বিজ্ঞাপনের চার্জ কিছুটা বেশী। বিজ্ঞাপন সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে পারেন এখানে

ব্লগে লিখতে চাইলে, লেখা রেডি করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। লেখা ইউনিক এবং কপি মুক্ত হতে হবে। লেন্থ ১ হাজার ওয়ার্ড এর বেশী হওয়া লাগবে। ব্যাকলিংক পেতে পারেন শর্ত মেনে। লেখা সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে পারেন এখানে।

গালিব নোটস বিজ্ঞাপনঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Tech-Alert-Bangla-Ads-2

আমাদের অন্যান্য উদ্যোগঃ

টেক এলার্ট বাংলা টেকনোলজি ব্লগ। মোস্টলি ফ্রিল্যান্সিং-আউটসোর্সিং, অনলাইন এ আয়, বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে ব্লগ প্রকার করা হয় নিয়মিত। টেক এলার্ট এর ইউটিউব চ্যানেল দেখতে পারেন এখানে।

সিলিকভি  বাংলাদেশি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কোম্পানি। ওয়ার্ডপ্রেস সংক্রান্ত সব ধরনের সার্ভিস যেমন থিম-প্লাগিন ডেভেলপমেন্ট, কোম্পানি সাইট, পার্সনাল সাইট, কাস্টমাইজেশন, ইকমার্স সলুশন ইত্যাদিয়ে দিয়ে থাকে। এর বাইরে সিলিকভি এর সাস প্রডাক্ট রয়েছে।

গ্রিন সফট হচ্ছে টেক ব্লগ যেখানে ইকমার্স এবং উকমার্স নিয়ে বিস্তারিত ব্লগ পাবেন। অনলাইনে ব্যাবসা এর জন্য যা যা জানা দরকার সব পাবেন গ্রিনসফট ব্লগ এ।

ক্যারিয়ার পোর্টাল হচ্ছে বাংলাদেশি প্রথম, সর্বাধুনিক মেশিন লার্নিং প্রযুক্তি নির্ভর জব প্লাটফর্ম । সাইট এর বেটা ভার্শন রিলিজ করা হয়েছে এবং নিয়মিত আপডেট করা হয়ে থাকে।

গালিব নোটস এর ইউটিউব ভিডিওঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ