কম্পিউটার সায়েন্স পড়লে, কম্পিউটার প্রোগ্রামার হতেই হবে?

আমাদের দেশিয় বিশ্ববিদ্যালয় গুলোর দুর-অবস্থা নিয়ে আমার একটা ব্লগ কিছুদিন আগে বেশ জনপ্রিয় হয়েছিল। সেই ব্লগের রিভিউতে অনেকে বলেছেন, কম্পিউটার সায়েন্স পড়লেই, কম্পিউটার প্রোগ্রামার হতেই হবে এমন কোন কথা নেই! কম্পিউটার প্রোগ্রামিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ছাড়া আরও অনেক প্রফেশন আছে! আজকের ব্লগে আমি সেটা নিয়েই কথা বলব!

আচ্ছা, একটা প্রশ্ন করি, ডাক্তারি পরে ডাক্তার হওয়াই লাগবে এমন কোন কথা নাই! আপনার কাছে এই স্টেটমেন্ট কেমন লাগছে? বা যদি বলি, ফুড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পড়ে, ফুড ইঞ্জিনিয়ারই হতে হবে এমন কোন কথা নেই! মানতে পারবেন?

আসলে স্পেশালাইজ ডিগ্রি বা অনার্স লেভেল এর সব ডিগ্রি স্পেসিফিক ফিল্ড কে কেন্দ্র করে ডিজাইন করা। যাতে আপনার আগ্রহ অনুসারে আপনি একটা দিকে শিখে, প্রফেশনাল লাইফে সেদিকে যেতে পারেন। সেটা কম্পিউটার সায়েন্স হোক বা মেডিকেল সায়েন্স।

কম্পিউটার সায়েন্স আলাদা কেন?

এখন অন্যান্য আলোচনা বাদ দিয়ে আমরা শুধু কম্পিউটার সায়েন্স এর দিকে তাকাই। এই সাবজেক্টটা একটু আলাদা, অন্যান্য সকল সাবজেক্ট থেকে। এখানে ইন্ডাস্ট্রি বা একাডেমিয়াতে যে দিকেই যেতে চান না কেন, কম্পিউটার প্রোগ্রামিং আপনার লাগবেই। ডিজাইনে প্রোগ্রামিং লাগে না টাইপ কমেন্ট করে আপনি চিনল্লাইতে পারেন ই, কিন্তু জব পোস্ট গুলো ভালো করে পড়ে দেখবেন। আর হ্যা, এক্সসেপশন কেইস কে এক্সাম্পল হিসাবে ব্যাবহার করবেন না।

More From Author

কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখব ?

যে ১১ টি কারনে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার কে বিয়ে করা উচিৎ!

গালিব নোটস বিজ্ঞাপনঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Our Facebook Page

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Our Latest Twit

Subscribe For Last Update



ব্লগ সংক্রান্ত নোটিশঃ

বিজ্ঞাপন দিতে চাইলে, ডিজাইন রেডি করে যোগাযোগ করতে পারেন। আমরা বিজ্ঞাপন চেক করে সাইট এর সাথে ফিট হলে প্রাইস নিয়ে আলোচনা করব। তবে, আমাদের সাইট এর ভিজিটর এবং কনভার্সন রেট বেশী হওয়ায় বিজ্ঞাপনের চার্জ কিছুটা বেশী। বিজ্ঞাপন সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে পারেন এখানে

ব্লগে লিখতে চাইলে, লেখা রেডি করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। লেখা ইউনিক এবং কপি মুক্ত হতে হবে। লেন্থ ১ হাজার ওয়ার্ড এর বেশী হওয়া লাগবে। ব্যাকলিংক পেতে পারেন শর্ত মেনে। লেখা সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে পারেন এখানে।

গালিব নোটস বিজ্ঞাপনঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Tech-Alert-Bangla-Ads-2

আমাদের অন্যান্য উদ্যোগঃ

টেক এলার্ট বাংলা টেকনোলজি ব্লগ। মোস্টলি ফ্রিল্যান্সিং-আউটসোর্সিং, অনলাইন এ আয়, বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে ব্লগ প্রকার করা হয় নিয়মিত। টেক এলার্ট এর ইউটিউব চ্যানেল দেখতে পারেন এখানে।

সিলিকভি  বাংলাদেশি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কোম্পানি। ওয়ার্ডপ্রেস সংক্রান্ত সব ধরনের সার্ভিস যেমন থিম-প্লাগিন ডেভেলপমেন্ট, কোম্পানি সাইট, পার্সনাল সাইট, কাস্টমাইজেশন, ইকমার্স সলুশন ইত্যাদিয়ে দিয়ে থাকে। এর বাইরে সিলিকভি এর সাস প্রডাক্ট রয়েছে।

গ্রিন সফট হচ্ছে টেক ব্লগ যেখানে ইকমার্স এবং উকমার্স নিয়ে বিস্তারিত ব্লগ পাবেন। অনলাইনে ব্যাবসা এর জন্য যা যা জানা দরকার সব পাবেন গ্রিনসফট ব্লগ এ।

ক্যারিয়ার পোর্টাল হচ্ছে বাংলাদেশি প্রথম, সর্বাধুনিক মেশিন লার্নিং প্রযুক্তি নির্ভর জব প্লাটফর্ম । সাইট এর বেটা ভার্শন রিলিজ করা হয়েছে এবং নিয়মিত আপডেট করা হয়ে থাকে।

গালিব নোটস এর ইউটিউব ভিডিওঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ