স্পাগ্রিন কোম্পানিতে ইন্টারভিউ

স্পাগ্রিন ইন্টারভিউ এক্সপেরিয়েন্স

স্পাগ্রিন কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম ২০১৯ সালের জুলাই মাসে। এন্ড্রয়েট এপ্লিকেশন ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এ এন্ট্রি-লেভেল পজিশনের জন্য আবেদন করেছিলাম বিডি জবস থেকে।

ইন্টারভিউ থেকে বাদ পরার অভিজ্ঞতা নিয়েই আজকের ব্লগ-

ভুমিকাঃ

গ্রাজুয়েশন শেষ হওয়ার অনেক বাকি। কিন্তু মাথায় ভুত চাপায়, চাকরির আবেদন শুরু করি। স্পাগ্রিন কোম্পানিতে ইন্টারভিউ ছিল, বিডিজবস থেকে কল পাওয়া প্রথম ইন্টারভিউ।

প্রথমে স্পাগ্রিন থেকে কেউ একজন কল করে কনফার্ম হলেন। তার পর বিডিজবস থেকে মেসেজ পেলাম। সম্ভবত মেইল ও পেলাম। সুপার এক্সাইটেড হয়ে স্পাগ্রিন নিয়ে ওয়েব রিসার্চ শুরু করলাম।

রিসার্চ করে দেখলাম, এটা একটা ছোট্ট ফার্ম। সম্ভবত এনভাটো-বেইজ কাজ করে থাকেন। গুগোল ম্যাপ এ লোকেশন দেখে নিলাম। এর আগেই যেহেতু ৩০০ ফিট গিয়েছিলাম তাই চিনতে অসুবিধা হলো না।

স্পাগ্রিন কোম্পানিতে ইন্টারভিউ ছিল শুক্রবার ১৯ তারিখ। শুক্রবার ভার্সিটি বন্ধ থাকায় ইন্টারভিউ দিতে সমস্যা ছিল না। আগের রাতে সিভি প্রিন্ট করে একটা ফাইলে রেখে ঘুমাতে গেলাম। সেই সাথে, লোকেশন নিয়ে ১-২ জনের সাথেও কথা বলে রাখলাম।

স্পাগ্রিন কোম্পানিতে ইন্টারভিউ অভিজ্ঞতাঃ

শুক্রবার সকালে উঠে ফ্রেস হয়ে, কিছু খেয়ে বাস ধরে খিলখেত নামলাম। সেখান থেকে রিক্সাতে গেলাম ৩০০ ফিট এর কাছে। স্পাগ্রিন কোম্পানির সেই নাম্বার থেকে কনফার্ম এর জন্য কল দিয়েছিল।

স্পটে গিয়ে কিছুটা সমস্যা হচ্ছিল। অনেক ঘুরা-ঘুরি করে, ফোন কলের সাহায্যে খুজে বের করলাম। অফিস একটা বাড়ির টপ ফ্লোরে, যে কারনে খুজে পেতে কিছুটা সমস্যা হচ্ছিল। ৭ম তলায় উঠতে উঠতে সামান্য ভয়ও হচ্ছিল।

ওয়েটিং রুমে বসলাম। আমার সাথে আরও একজন ইন্টারভিউই যুক্ত হলো। হালকা কথা বার্তা বললাম উনার সাথে। আমার কোর্স শেষ হইনি বলায়, উনি শেষ করার উৎসাহ দিলেন। কিছুক্ষন পর আমাকে ভিতরে নিয়ে যাওয়া হলো।

বোর্ডে অভিজ্ঞতাঃ

ইন্টারভিউ বোর্ড এ যার সাথে কথা হচ্ছিল উনি আমাকে ফোন করেছিল। উনি মুলত স্পাগ্রিন এর সিইও, যেটা পরে জেনেছিলাম। যাই হোক সিভি সামনে এগিয়ে দিয়ে, অনুমতি নিয়ে বসলাম।

নরমালি কথা-বার্তা শুরু হলো। মুলত আমার সিভির বিভিন্ন ব্যাপারে কথা বলছিল। উনার সাথে একটু পর আরও একজন ইন্টারভিউয়ার যুক্ত হল। সম্ভবত উনি মোবাইল এপ ডিপার্টমেন্ট এর ইঞ্জিনিয়ার।

কোম্পানির ওভারভিউ দেয়ার পর, মুল প্রশ্ন-উত্তর পর্ব শুরু হলো। যেখানে আমার কাছে বেশিরভাগ প্রশ্ন কমন মনে হলো। উনি বার বার কম্পিউটার মনিটরের দিকে তাকাচ্ছিলেন, তাই মনে হচ্ছিল গুগোল থেকে প্রশ্ন করা হচ্ছে।

অনেকেই জানেন, আমার ক্যারিয়ার পোর্টাল নামের একটা ভেঞ্চার্স আছে। যেখানে আমি হর-হামেশাই ইন্টারভিউ নিয়ে থাকি। আমি নিজেই নরমালি প্রচুর ইন্টারভিউ নিয়ে থাকি! যে কারনে ইন্টারভিউ বোর্ড এ, আমার মধ্য কোন ভীত কাজ করছিল না।

আর পড়া তো শেষ হয় নি, তাই চাকরি না হলে কি হবে বা না হলে বিপদ হবে এমনও মনে হয় নি।

শেষের দিকে আমরা এপিআই নিয়ে কথা বলছিলাম। বলাই বাহুল্য, এপিআই তে আমার অভিজ্ঞতা ছিল না তখন। যতটুকু বিল্ড-ইন এপিয়াই নিয়ে কাজ করেছি যেটা ব্যাখ্যা করলাম।

রেস্ট-এপিআই এর ডিসকাশনের সময়ে, আমি জানতাম কিছুই পারি না। উনারা আমাকে লাইভ কোডিং করতে বললেন । আমি যেহেতু পারি না তাই আমি সেটা মানা করে দিলাম।

ওই সময়ে আমার সিভিতে একবারে শুরুতে লেখা ছিল, আই এম নট এভেলেবেল ফর কোডিং ইন্টারভিউ। ইফ ইউ আর লুকিং ফর এ প্রবলেম সলভার, উই ক্যান ডিসকাস। ইফ ইউ নিড কোডার, ফাইন্ড সামওয়ান এলস! (LOL)

কোডিং না করার কারন হিসাবে দেখালাম এটাই। যদিও মুল কারন ছিল, আমি পারি না।

এভাবে সরাসরি মানা করায় অন্য ইন্টারভিউই অনেকটা রেগে গেলেন মনে হচ্ছিল। আর সিইও সাহেব অসুন্তস্ট হলেন। শেষ দিকে সিইও স্যার আমাকে এপিআই নিয়ে কাজ করার পরামর্শ দিলেন।

ফলাফল এবং অভজার্ভেশনঃ

স্পাগ্রিন থেকে হার্ড রিজেক্ট আসে। চাকরি হয় নি সেখানে।

উনাদের অফিস একেবারে নতুন ছিল। তবে সিইও ইন্টারভিউ এর সময়ে খুব সাপোর্টিভ ছিলেন। উনারা কর্মী নেয়ার জন্যই ইন্টারভিউ তে ডাকেন বলেই মনে হলো। যেমন আমাকে বলছিল আমি কি ডেটা ফেইচ করতে পারব কি না?

ইন্টেরিওর তেমন হাই-ফাই না হলেও নতুন অফিস হিসাবে যথেষ্ট ভালো ছিল। আমাকে চা এর অফার করেছিল, আমি এ রকম বাজে ব্যাবহার এর পরেও!

রিজেকশন এর কারনঃ

মুলত এপিআই নিয়ে কাজ না করতে পারার কারনে স্পাগ্রিন কোম্পানিতে ইন্টারভিউ থেকে বাদ পরতে হয়। এর সাথে সাথে, লাইভ কোড করতে রাজি না হওয়া কারন হতে পারে।

ব্যাক্তিগত ভাবে মনে হয়, আপনি যদি বেসিক রিকোয়ার্মেন্ট ফুল-ফিল করতে পারেন তাহলে স্পাগ্রিন কোম্পানিতে ইন্টারভিউ পার হতে সক্ষম হবেন।

  • এখানে বায়াস্ট কোন কিছু হয় না বলেই মনে হয়। এনভাটো-কেন্দ্রীক প্রজেক্ট করায় তাই কোডিং স্ট্যান্ডার্ড মেইন্টেইন করতে হবে।

গালিব নোটস এর ইন্টারভিউ সেকশনের ব্লগ গুলো মুলত আমার নিজের এক্সপেরিয়েন্স করা জব ইন্টারভিউ নিয়ে। এখানে আমি আমার অভিজ্ঞতা শেয়ার যেটা থেকে বিভিন্ন কোম্পানি এর ইন্টারভিউ নিয়ে অনেকে জানতে পারবে।

More From Author

টেকনো-হ্যাভেন কোম্পানিতে ইন্টারভিউ

টেকনো-হ্যাভেন ইন্টারভিউ এক্সপেরিয়েন্স

উইডেভস কোম্পানিতে ইন্টারভিউ

উইডেভস ইন্টারভিউ এক্সপেরিয়েন্স ২০২০

গালিব নোটস বিজ্ঞাপনঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Our Facebook Page

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Our Latest Twit

Subscribe For Last Update



ব্লগ সংক্রান্ত নোটিশঃ

বিজ্ঞাপন দিতে চাইলে, ডিজাইন রেডি করে যোগাযোগ করতে পারেন। আমরা বিজ্ঞাপন চেক করে সাইট এর সাথে ফিট হলে প্রাইস নিয়ে আলোচনা করব। তবে, আমাদের সাইট এর ভিজিটর এবং কনভার্সন রেট বেশী হওয়ায় বিজ্ঞাপনের চার্জ কিছুটা বেশী। বিজ্ঞাপন সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে পারেন এখানে

ব্লগে লিখতে চাইলে, লেখা রেডি করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। লেখা ইউনিক এবং কপি মুক্ত হতে হবে। লেন্থ ১ হাজার ওয়ার্ড এর বেশী হওয়া লাগবে। ব্যাকলিংক পেতে পারেন শর্ত মেনে। লেখা সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে পারেন এখানে।

গালিব নোটস বিজ্ঞাপনঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Tech-Alert-Bangla-Ads-2

আমাদের অন্যান্য উদ্যোগঃ

টেক এলার্ট বাংলা টেকনোলজি ব্লগ। মোস্টলি ফ্রিল্যান্সিং-আউটসোর্সিং, অনলাইন এ আয়, বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে ব্লগ প্রকার করা হয় নিয়মিত। টেক এলার্ট এর ইউটিউব চ্যানেল দেখতে পারেন এখানে।

সিলিকভি  বাংলাদেশি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কোম্পানি। ওয়ার্ডপ্রেস সংক্রান্ত সব ধরনের সার্ভিস যেমন থিম-প্লাগিন ডেভেলপমেন্ট, কোম্পানি সাইট, পার্সনাল সাইট, কাস্টমাইজেশন, ইকমার্স সলুশন ইত্যাদিয়ে দিয়ে থাকে। এর বাইরে সিলিকভি এর সাস প্রডাক্ট রয়েছে।

গ্রিন সফট হচ্ছে টেক ব্লগ যেখানে ইকমার্স এবং উকমার্স নিয়ে বিস্তারিত ব্লগ পাবেন। অনলাইনে ব্যাবসা এর জন্য যা যা জানা দরকার সব পাবেন গ্রিনসফট ব্লগ এ।

ক্যারিয়ার পোর্টাল হচ্ছে বাংলাদেশি প্রথম, সর্বাধুনিক মেশিন লার্নিং প্রযুক্তি নির্ভর জব প্লাটফর্ম । সাইট এর বেটা ভার্শন রিলিজ করা হয়েছে এবং নিয়মিত আপডেট করা হয়ে থাকে।

গালিব নোটস এর ইউটিউব ভিডিওঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ