Galib Notes Science Fiction

সিবি ল্যাবে রোবট এর সাথে এক দিন…

#Year2041

রাত ৩ টা বেজে ৩৬ মিনিট। ল্যাবে কাজ করছি! বাংলাদেশ তো বটেই, বিশ্বের অন্যতম সেরা কম্পিউটেশনাল বায়োলজি ল্যাব এর (323574366b37)16 নং রুমে আমি! ২০৪১ সাল থেকে লিখছি। আমি লিখতেছি আর “SAF-57” নামের একটি রোবট আমাকে খাওয়ায় দিচ্ছে চামচ দিয়ে।

“SAF-57” নামের রোবটি অন্যান্য রোবট থেকে আলাদা। বলা হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(AI) এর অন্যতম সেরা একটি প্রডাক্ট হল “SAF-57”। এখনকার সব রোবট স্বাভাবিক কথা বলতে পারে। কিন্তু আমার পাশের রোবটি এক ধাপ এগিয়ে! নিজস্ব বুদ্ধি ব্যাবহার করে, কাকে কখন ঘুম থেকে ডেকে তুলতে হবে, কার কখন কি খাবার দিতে হবে এ রকম ব্যাক্তিগত ব্যাপার ধরতে পারে।

একটু পর আমার কনফারেন্স। সেখানে টক দিতে হবে আমার! টেবিলে রিলেটেড পেপার প্রিন্ট করে রেখে, আমাকে ডেকে তুলেছে। খারাব রেডি করেছিল আগেই। আর খাওয়ানো শেষ করে আমার পোশাক লন্ড্রি করবে এটি!!

******

ল্যাব এর গবেষক দের চা-কফি খাওয়ানোর জন্য, হিউম্যান পাওয়ার ব্যাবহার করা আমাদের কাছে অপচয় মনে হয় একবার। আমাদের কথা ছিল যে, মানুষ কাজ করবে ইনভেটিভ সকল প্রজেক্টে, তারা কেন চা কফি বানিয়ে সময় নষ্ট করবে। মুলত তখনই ১ মিলিয়ন ডলার এর একটি ছোট্ট ফান্ডিং করা হয়েছিল একটা রোবটের জন্য। সেই ফান্ডিং দিয়েই আমাদের ছেলেরা “SAF-57” রোবট তৈরি করে।

খেতে খেতে লিখছি। সময়ের মুল্য অনেক!! লেখাটা তার প্রিন্ট করে আনার কথা কিন্তু আমি হাতে লিখব বলে কমান্ড দেওয়া ছিল। “SAF-57” কনফারেন্স এ কি কি বলা উচিত, সেই ব্যাপারে ব্রিফ করছে আমাকে!! আমি লেখার সাথে সাথে খাচ্ছি। টুক টাক অন্য কথাও হচ্ছে!!

রোবট(SAF): ফোনের ওয়াল পেপার হাসি খুব সুন্দর!!

আমিঃ এই হাসি ই তো আমাকে এত বড় ল্যাব আর মস্ত বড় বিজ্ঞানীদের লিড দেয়ার চালিকা শক্তিআমি যখন লোকাল অক্সফোর্ড এর শিক্ষার্থী ছিলাম, ডাম্প একজন মানুষ ছিলাম। কিভাবে কিভাবে যেন এই সুহাসিনীর সাথে পরিচয় হয়। বাকিটা তো দেখতেই পারছ। পরক্ষ ভাবে বলতে গেলে, তোমার ইনভেনশন কিন্তু এই মহিলার কারনেই!

প্রশ্নঃ এই যে বিলিয়ন ট্রিলয়ন ডলার এর প্রজেক্ট, ল্যাব সব কিছুর পিছনে আপনি তার ক্রেডিট দিবেন?

আমিঃ হ্যা! না দেওয়ার কি আছে। আসলে আমি ফ্রন্ট লাইনে কাজ করলেও আমার ব্যাক-এন্ড তো সে ই। শুধু আমি নাহ, দুনিয়ার মস্ত বড় যত কোম্পানি, ল্যাব আছে তার মালিকদের দিকে তাকালে দেখতে পাবেন, সবাই তাদের ওয়াইফ কে কৃতিত্ব দেয়। কেউ কেউ তাদের বিবিদের ম্যানেজিং ডিরেক্টর বানায়, কেউ আবার সিইও।

রোবটঃ আচ্ছা একটা প্রশ্ন, এই ব্যাক্তি আর ল্যাব! কোনটি বেশী ইম্পর্টেন্ট ??

আমিঃ কয়েক হাজার বিজ্ঞানী যেখানে গবেষনা করে, যেখানে কয়েক বিলিয়ন ডলার এর কাজ হয় প্রতি মাসে, সেটা তো যে কারও কাছে ইমপর্টেন্ট। কিন্তু আমার কাছে এই সব কিছুই ভ্যালুলেস, তার সাথে তুলনা করতে গেলে!!!

রোবটঃ আমরা তো সবই পারি তাহলে আমাদের কেন রোবট বলা হয়? মানুষ নই কেন আমরা?

আমিঃ মানুষের মাঝে ভালবাসা আছে, শ্রদ্ধাবোধ আছে। তারা এক সময় জীবন সঙ্গী বেছে নেয়। তারা বিবিদের কে ভালোবাসে। তারা বিবেক দিয়ে সমাজের উন্নতি করে। আবার তাদের অনেকে আবার মেধা-মনন, ক্রিয়েটিভিটি ব্যাবহার করে সমাজ কে ধ্বংস করে দেয়। তোমাদের মাঝে তো এর কিছুই নাই। কাল প্রোগ্রাম লিখি নাই দেখে আজ আমার এক্সট্রা নোট লিখ নাই। এত কিছু বাদ থাক, তোমরা কি ক্রাস খাও?

******

রোবট কিছু বলতে চাচ্ছিল। একটা কল এসেছে আমার। ফোনের মনিটরে পুরাতন এক কলিগের ছবি দেখা যাচ্ছে। রোবট বুঝে ফেলেছে, আজ আমি কনফারেন্স এ টক দিচ্ছি না। এই টক বাদ দেওয়াতে, ল্যাব এর কত বিলিয়ন ডলার ক্ষতি হবে সেটার ক্যালকুলেশন প্রসেস করছে। আর আমি-

হ্যালো, হ্যা আমি আসছি, ঘুরতে নিয়ে যাবো তো, কনফারেন্স, ল্যাব, বিলিয়ন ডলার কিছুই না, আমি আসছি…

#CB #AI #Lab #Dream
#সাইন্সফিকশন_লেখার_অপচেষ্টা😛

সায়েন্স ফিকশনটি ২০১৮ সালের জানুয়ারিতে ফেজবুকে পোস্ট করেছিলাম। তখন আমি উগান্ডার লোকাল অক্সফোর্ড ইউনিভার্সিটির ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলাম। আমার বান্ধুবির নামের শর্ট ফর্ম এর সাথে এফ যুক্ত করে এটা লেখা হয়েছিল।

ওই সময়ে আমি কেবল মাত্র বায়োইনর্মেটিক্স এর ব্যাপার জানতে শুরু করেছিলাম। লেখাটি সামান্য পরিবর্তন করা হয়েছে।

সাইন্স ফিকশন ফর “বাবু খাইছো, বাবু খাইছো?” দেখতে পারেন এখানে। সাইন্স ফিকশন ফ্রম নোবেল টু নো-বেইল পড়তে পারেন! এছাড়া আমার সিরিজ ব্লগ সাইন্স ফিকশন পড়ুন এই লিংক এ ক্লিক করে। ব্লগ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

More From Author

নাটক বড় ছেলে টু কম্পিউটার সায়েন্স এর নোবেল

Uganda's University

উগান্ডার বেসরকারী বিশ্ববিদ্যালয় গুলো কি টাকার বিনিময়ে সার্টিফিকেট বিক্রি করছে না?

গালিব নোটস বিজ্ঞাপনঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Our Facebook Page

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Our Latest Twit

Subscribe For Last Update



ব্লগ সংক্রান্ত নোটিশঃ

বিজ্ঞাপন দিতে চাইলে, ডিজাইন রেডি করে যোগাযোগ করতে পারেন। আমরা বিজ্ঞাপন চেক করে সাইট এর সাথে ফিট হলে প্রাইস নিয়ে আলোচনা করব। তবে, আমাদের সাইট এর ভিজিটর এবং কনভার্সন রেট বেশী হওয়ায় বিজ্ঞাপনের চার্জ কিছুটা বেশী। বিজ্ঞাপন সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে পারেন এখানে

ব্লগে লিখতে চাইলে, লেখা রেডি করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। লেখা ইউনিক এবং কপি মুক্ত হতে হবে। লেন্থ ১ হাজার ওয়ার্ড এর বেশী হওয়া লাগবে। ব্যাকলিংক পেতে পারেন শর্ত মেনে। লেখা সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে পারেন এখানে।

গালিব নোটস বিজ্ঞাপনঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Tech-Alert-Bangla-Ads-2

আমাদের অন্যান্য উদ্যোগঃ

টেক এলার্ট বাংলা টেকনোলজি ব্লগ। মোস্টলি ফ্রিল্যান্সিং-আউটসোর্সিং, অনলাইন এ আয়, বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে ব্লগ প্রকার করা হয় নিয়মিত। টেক এলার্ট এর ইউটিউব চ্যানেল দেখতে পারেন এখানে।

সিলিকভি  বাংলাদেশি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কোম্পানি। ওয়ার্ডপ্রেস সংক্রান্ত সব ধরনের সার্ভিস যেমন থিম-প্লাগিন ডেভেলপমেন্ট, কোম্পানি সাইট, পার্সনাল সাইট, কাস্টমাইজেশন, ইকমার্স সলুশন ইত্যাদিয়ে দিয়ে থাকে। এর বাইরে সিলিকভি এর সাস প্রডাক্ট রয়েছে।

গ্রিন সফট হচ্ছে টেক ব্লগ যেখানে ইকমার্স এবং উকমার্স নিয়ে বিস্তারিত ব্লগ পাবেন। অনলাইনে ব্যাবসা এর জন্য যা যা জানা দরকার সব পাবেন গ্রিনসফট ব্লগ এ।

ক্যারিয়ার পোর্টাল হচ্ছে বাংলাদেশি প্রথম, সর্বাধুনিক মেশিন লার্নিং প্রযুক্তি নির্ভর জব প্লাটফর্ম । সাইট এর বেটা ভার্শন রিলিজ করা হয়েছে এবং নিয়মিত আপডেট করা হয়ে থাকে।

গালিব নোটস এর ইউটিউব ভিডিওঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ