চাকরি খোজার অনেক সাইট রয়েছে তার মধ্য রিমোট জব খোঁজার সেরা ১১ টি ওয়েবসাইট নিয়ে আজকের ব্লগে কথা বলবো।

আজকে আমি আমার জানামতে রিমোট জবের পাওয়ার জন্য সেরা যে ওয়েবসাইট গুলো রয়েছে কথা বলবো

এবং এই ব্লগের বিস্তারিত লেখার শেষে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আপনি কিভাবে সেফ ভাবে রিমোট জবের সার্কুলার খুজে বের করবেন।

এর সাথে,কিছু টিপস দেওয়ার চেষ্টা করব যেগুলো অ্যাপ্লাই করে আপনি সহজেই নিজেকে ফ্রড জব থেকে বাঁচিয়ে রাখতে পারেন।

কম খরচে কম্পিউটার সায়েন্স পড়তে চান?

রিমোট জব এর জনপ্রিয়তা কবে থেকেঃ

এখন রিমোট জব জনপ্রিয়তা পাওয়ার সঙ্গে সঙ্গে অনেক রিমোট জব সাইট গড়ে উঠেছে। যেগুলো কিছু সাইট অবশ্যই ভাল রয়েছে আবার এর মধ্যে কিছু খারাপ রয়েছে।

বর্তমান সময়ে অনেকেই রিমোট জবের জন্য আগ্রহী বিশেষ করে কোভিড ১৯ আউটব্রেক এর পরে রিমোট জব অনেক বেশি পপুলার হয়েছে।

দেশীয় কোম্পানির অনেক কোম্পানি রয়েছে যারা পুরোপুরি রিমোট হয়ে গেছে এবং অনেক কোম্পানি যারা রয়েছে তারা হাইলি রিমোট হয়েছে।

পাশাপাশি ম্যাক্সিমাম কোম্পানিগুলোর রিমোটে চলে যাওয়ার চেষ্টা করছে।

এছাড়াও টেকনোলজির মাধ্যমে হ্যান্ডওভার করা যায় এমন সব কাজ কিন্তু এখন রিমোটে চলে যাচ্ছে। রিমোট হয়ে যাবে এটাই বাস্তবতা।

এখন আমাদের মধ্য অনেকে রয়েছেন এই রিমোট যাবে আগ্রহী হয়েছেন। অনেকেই জিজ্ঞাসা করেছেন রিমোট জবের ব্যাপারে।

এখন আমি আগে কিভাবে রিমোট জব পাওয়া যাবে,কি স্টেজ ফলো করতে হবে সেগুলো নিয়ে কথা বলেছি।

সেগুলোর বিস্তারিত ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে চাইলে দেখে আসতে পারেন।

কম্পিউটার সায়েন্সে পড়তে ম্যাথ,ইংরেজি নিয়ে চিন্তিত!

যাই হোক চলুন আমরা রিমোট জব মূল ব্লগের বিস্তারিত শুরু করিঃ

ওয়েবসাইটগুলো নিয়ে কথা বলার শুরুতে আপনাদেরকে বলে রাখি যে,সব সময় যে রিমোট জব সাইট এর উপর ডিপেন্ড করতে হবে এমন কোন কথা নেই।

এখন পপুলার যে কোম্পানি গুলো রয়েছে এবং বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে,

যে কোম্পানিগুলোর রিমোটে চলে গেছে সেগুলো কিন্তু তাদের ক্যারিয়ার পেজে রিমোট জব ডিরেক্ট অফার করে।

তাই আপনি যদি সেই কোম্পানিগুলো অথবা সেই কোম্পানির সাইটের ক্যারিয়ার পেজ নিয়মিত ঘাটাঘাটি করেন তাহলে আপনি সেখান থেকেই কিন্তু রিমোট জব নিউজ গুলো পেতে পারেন।

এর বাইরে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলো রয়েছে যেগুলো অনেক আগে থেকে রিমোট জব এর একটি সোর্স হিসেবে বিবেচিত হয়ে আসছে।

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলো থেকে কিন্তু অনেক ফ্রিল্যান্সার রয়েছে যারা,ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ার শুরু করেছে। পরে তারা সম্পূর্ণ রিমোট যাবে চলে গেছে।

রিমোট জবের জন্য পরিচিত হতে ওয়েবসাইট অর্থাৎ আমি যে ওয়েবসাইটগুলো ব্যবহার করি এই ওয়েবসাইটগুলোতে কথা বলব।

কম্পিউটার সায়েন্সে পড়তে ম্যাথ,ইংরেজি নিয়ে চিন্তিত!

ওই ওয়ার্ক রিমোটলি We Work Remotelyঃ

রিমোট জবের কথা মাথায় আসলে সবার প্রথমে আমার মাথায় যে ওয়েবসাইটের কথা চলে আসে সেটি হচ্ছে ওই ওয়ার্ক রিমোটলি।

ব্যক্তিগতভাবে এটি আমার অনেক ফেভারিট একটি ওয়েবসাইট। যে সাইটে আপনি রিমোট জবের সব ধরনের কাজ পেতে পারেন।

যে কাজগুলো রিমোটে পসিবল সেই কাজগুলো কিন্তু ওই ওয়ার্ক রিমোটলি এই ওয়েবসাইটে পাওয়া যেতে পারে।

ওয়েবসাইট এর আরেকটি বিশেষ সুবিধা হচ্ছে নিউজলেটার অপশন রয়েছে।

যেখানে সাইন আপ করার মাধ্যমে দিবে কি উইক্লি অথবা ডেইলি তাদের জব সার্কুলার রয়েছে সেগুলো আপনি আপনার ইমেইলে পেয়ে যেতে পারেন।

২০১ সালে কানাডা থেকে শুরু হওয়া ওই ওয়ার্ক রিমোটলি রিমোটলি জব সাইট টি বর্তমান ট্রাফিক কিন্তু ২.৫ মিলিয়ন এর উপরে।

যেটা দেখে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে এই ওয়েবসাইটটি রিমোট জবের জন্য কতটা জনপ্রিয়।

অভিজ্ঞতা ছাড়াই চাকরি পাওয়া যায় যেভাবে!

রিমোটিভ Remotiveঃ

রিমোট জবের জন্য এর পরেই আমার যে রিকমেন্ডেশন রয়েছে সেটা নাম হচ্ছে রিমোটিভ।

এই সাইটটিতে আপনি সফটওয়্যার কোম্পানিতে দরকার হয় এ ধরনের সব ধরনের জব সার্কুলার পাবেন।

যেমন সফটওয়্যার ডেভলপার,ওয়েব ডেভলপার,ইউআইইউ এক্স ডিজাইনার,প্রোডাক্ট ডিজাইনার অথবা সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার।

২০১৪ সালে আমেরিকান একজন ভদ্রলোক এই ওয়েবসাইটটি শুরু করেন। যেটি এখনকার সময়ে বর্তমানে একটি পপুলার জব ওয়েবসাইট।

আমেরিকান এই ভদ্রলোক শুধুমাত্র এই ওয়েবসাইটটি শুরু করেই থেমে থাকেননি রিমোট জব পপুলার করার পেছনে তিনি কাজ করে গেছেন।

শিখবেন কোন ট্রেনিং সেন্টার থেকে?

রিমোট ওকে – Remote OK

রিমোট জবের জন্য পরবর্তী সাজেশন হচ্ছে এর রিমোট ওকে। এই ওয়েবসাইটটি এর মাধ্যমে আপনি চাইলে রিমোট জব পেতে পারেন।

এবার সাইটের বেস্ট পার্ট আমার কাছে মনে হয়েছে যে বিভিন্নভাবে শরট করতে পারবেন।

স্কিলস অনুযায়ী শর্ট করতে পারবেন, লোকেশন অনুযায়ী শর্ট করতে পারবেন, আপনার ব্যক্তিগত যে এক্সপেরিয়েন্স রয়েছে সেটি অনুযায়ী ওসট করতে পারবেন।

এরকম নানানভাবে আপনি শর্ট করে জব খুজতে পারবেন। এর সাইটে অনেক ক্যাটাগরি জব রয়েছে।

যে যার প্রয়োজন সেই জবটি খুঁজে পেতে যাতে বেগ পোহাতে হয় সেজন্য সর্টিং অপশন রয়েছে।

এছাড়া এ ওয়েবসাইট এ যে সার্চ রয়েছে যেটি একেবারেই ম্যান্ডেটরি ফিচারস। যেকোনো ওয়েবসাইটের জন্যই।

কাজেই রিমোট ওকে এই ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি চাইলে কিন্তু রিমোট জব খুঁজে পেতে পারেন।

কম্পিউটার সায়েন্স এ ভার্সিটি ম্যাটার করে?

রিমোট কো – Remote Coঃ

আমাদের পরবর্তী রিকমেন্ডেশন হচ্ছে রিমোট ডট কো। ওয়েবসাইটটি ইউজ করা খুবই সহজ এখানে অনেক প্রকার জব রয়েছে।

ইউএসআইডি দেখে আপনার প্রথমত মনে হতেই পারে এটা কি নতুন জব সাইট। কিন্তু আমি ভেরিফাই করে দেখেছি এখানে অনেক ক্যাটাগরি জব রয়েছে।

এখান থেকেই আপনি আপনার স্কিলস অনুযায়ী আপনার স্বপ্নের রিমোট জব কি খুঁজে পেতে পারেন।

রিমোট ডট কো নামের আমেরিকান সোসাইটি সহজেই সর্টিং এবং সার্চিং এর মাধ্যমে আপনার জব করতে অনেক টাইম সেট করে দিতে পারে।

তাই আপনি যদি রাশিয়া ও থেকে থাকেন তাহলে এই ওয়েবসাইটটি ব্যবহার করে আপনি আপনার স্বপ্নের চাকরি সার্কুলার টি খুঁজে পেতে।

আমাদের এত বেকার কেন? জাভাস্ক্রিপ্ট চাকরি!

জাস্ট রিমোট – Just Remote

রিমোট জবের জন্য এর পরবর্তী সাইট হচ্ছে জাস্ট রিমোট।

এখন জাস্ট রিমোট এই ওয়েবসাইটটি নতুন হলেও এখানে অনেক জব সার্কুলার হয়ে থাকে। তারা কিন্তু প্রতিনিয়ত তাদের কার্যক্রম বৃদ্ধি করছে।

এই সাইটের বেস্ট পার্ট হচ্ছে এই সাইটের মাধ্যমে শুধুমাত্র টেক নয় এর বাইরেও অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ রয়েছে বা টেকনোলজির মাধ্যমে হ্যান্ডওভার করা যায় এমন অনেক কাজ রয়েছে।

এর পাশাপাশি অন্যান্য ক্যাটাগরির যে জব রয়েছে সেগুলো আপনি এখান থেকে খুজে বের করতে পারবেন এবং করতে পারবেন।

কাজেই জাস্ট রিমোট সাইটটি আপনার জন্য বেস্ট হতে পারে যদি আপনি টেকনোলজির বাইরে থেকে খুঁজতে চেষ্টা করেন।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জব খেয়ে দিবে?

ফ্লেক্স জব – Flex job

রিমোট জব নিয়ে যখন থেকে কথা বলছি ওয়েবসাইট গুলোর নাম কিন্তু রিমোট থাকছেই ।

কিন্তু এবারে ওয়েবসাইটের নাম কিন্তু রিমোট থাকছে না নাম হচ্ছে ফ্লেক্স জব।

এটি ২০০৭ সালে শুরু হওয়া কানাডিয়ান একটি ওয়েবসাইট। যেটির বর্তমান সময়ে পপুলারিটি রিমোট জব ওয়েবসাইট নামে পরিচিত।

এই ওয়েবসাইটে জবের পাশাপাশি আপনি আপনার রিমোট ক্যারিয়ার রিলেটেড অনেক রিসোর্স পেয়ে যাবেন।

যেটি ব্যক্তিগতভাবে ভাবে আমার কাছে বেস্ট পার্ট মনে হয়েছে এই ওয়েবসাইটের জন্য।

এই ওয়েবসাইট এর আরেকটি এর বিশেষত্ব হচ্ছে এখানে আপনি সরাসরি রিমোট ছাড়াও যে হাইব্রিড জব গুলো রয়েছে সেগুলো খুঁজে পেতে পারেন।

কাজেই আপনারা যারা ইনস্ট্যান্ট অথবা কাছাকাছি প্লেস এর মধ্যে হাইব্রিড জব খুজছেন এটি একটি আদর্শ ওয়েব সাইট হতে পারে।

ইঞ্জিনিয়ারিং এ সবচেয়ে সহজ সাবজেক্ট কোনটি?

ভার্চুয়াল ভোকেশনVIRTUAL VACATION

এরপরের ওয়েবসাইটটি হচ্ছে ভার্চুয়াল ভোকেশন। নাম দেখেই বোঝা যাচ্ছে এটি একটি ভার্চুয়াল জব সাইট যেখানে আপনার ভার্চুয়াল রিমোট জব খুঁজে পেতে পারেন।

রিমোট জব কি ভালো নাকি খারাপ?

স্ক্রিপ দ্যা ড্রাইভ – SkipTheDrive

পরবর্তী রিমোট যা পরিস্থিতি হচ্ছে স্ক্রিপ দ্যা ড্রাইভ। নাম দেখেই বোঝা যাচ্ছে এটি একটি ভার্চুয়াল ভোকেশনাল মত রিমোট জব সাইট।

এখান থেকে আপনি আপনার কাঙ্খিত রিমোট যতই খুঁজে পেতে যেতে।

সার্চ রিমোটলি – Search Remotely

রিমোট জবের জন্য পরবর্তী এই ওয়েবসাইটে আবারো নামের সাথে রিমোট নামটি রয়েছে।

এবারের ওয়েবসাইটের নাম হচ্ছে সার্চ রিমোটলি। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি আপনার রিমোট জব পেতে পারেন।

এখান অনেক ধরনের জবাব রয়েছে সব ক্যাটাগরি জব রয়েছে । পাশাপাশি এই সাইটের বেস্ট অপশন হচ্ছে নিউজলেটার অপশন রয়েছে।

যেখানে আপনি সাইন আপ করার মাধ্যমে লেটেস্ট গুলোর সার্কুলার আপনার ইমেইলে পেতে পারেন।

স্টাক অভেরফ্লও – Stack Overflow

চলুন এবারে আমরা অন্য আরেকটি রিমোট ওয়েবসাইটের নাম নিয়ে কথা বলি। যেটি দেখে আপনারা সারপ্রাইজড হতে পারেন।

এটার নাম হচ্ছে স্টাক অভেরফ্লও। এর সাইডে নতুন করে বলার কিছুই নেই।

যারা ডেভলপার রয়েছে যারা টেকনিক্যাল ভার্সন রয়েছে তারা কিন্তু এই সাইট নিয়ে ভালো ধারণাই রাখে।

বিশেষ করে কারও যখন কোন ধরনের সমস্যা হয়। আমরা যখন গুগলে সার্চ দেই তখন কিন্তু সবার আগে এই স্টক ওভারফ্লো সেটি খুঁজে পাওয়া যায়।

এই ওয়েবসাইটটি আমাদের সাথে সবসময়ই ওতপ্রোতভাবে জড়িত।

কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনি কিন্তু সার্চ ব্যবহার করে রিমোট জব পেতে পারেন।

যদি আপনি টেকনোলজি অথবা ডেভলপমেন্ট রিলেটেড খুঁজে থাকেন তাহলে স্ট্রোক হবার হলো যে জপেজ জব পেজ রয়েছে সেখান থেকে আপনি সহজেই খুঁজে পেতে পারেন।

আরেকটি ব্যাপার হচ্ছে এর সাইটে যদি আপনার ভালো পয়েন্ট থাকে তাহলে কিন্তু এখানকার ইমপ্লয়ই সবাই আপনাকে রিচ করার চেষ্টা করবে।

তাই আপনি এই ওয়েবসাইট ইউজ করার মাধ্যমে আপনার কাঙ্খিত রিমোট জব কি খুঁজে পেতে।

প্রোব্লগার – ProBlogger

রিমোট জবের জন্য আরেকটি বোনাস ওয়েবসাইট সেটি হচ্ছে প্রোব্লগার।

আপনারা যারা টেকনিকাল রাইটিং অথবা রাইটিং রিলেটেড রিলেটেড কোন জব খুজছেন।

রিমোট জব তাদের জন্য প্রোব্লগার যে জব পেজ রয়েছে সিটি অনেক বেশি হেল্পফুল হতে পারে।

কারণ এখানে শুধু ডেডিকেটেড রাইটিং রিলেটেড রিমোট জব পাওয়া যেতে পারে।

এখান থেকে আপনি আপনার রাইটিং রিলেটেড অথবা টেকনিকেল রাইটিং অথবা আপনার যেকোনো ধরনের রাইটিং রিলেটেড জব আপনি খুঁজে পেতে চান তাহলে প্রোব্লগার জব পেজে খুজে পেতে পারেন।

দেশের মধ্য রিমোট জবঃ

এছাড়াও আপনি যদি লোকাল আমাদের দেশকেন্দ্রিক চিন্তা করেন তাহলে,

আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে ইন্টার্নশিপ এন্ড জবস ইন বাংলাদেশ এই গ্রুপের কিন্তু আমরা রেগুলার রিমোট জব পাবলিশ করে থাকি।

কাজেই আপনি কিন্তু ইন্টার্নশিপ এন্ড জবস ইন বাংলাদেশ এই ফেসবুক গ্রুপে জয়েন করে রিমোট জবের ব্যাপারে আপডেট পেতে পারে।

রিমোট জবের ক্ষেত্রে সতর্কতাঃ

এবার এই ব্লগের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট।

আপনি যখন রিমোট জব খুজছেন তখন কিন্তু আরেক শ্রেণীর লোকজন রয়েছে যারা আপনাকে ঠকানোর জন্য বসে রয়েছে।

তারা কিন্তু চেষ্টা করবে আপনার সঙ্গে ফ্রড কার্যক্রম চালিয়ে,আপনার টাকা পয়সাও অর্থ-সম্পদ অথবা আপনাকে দিয়ে কাজ করিয়ে নেয়ার জন্য।

কাজেই রিমোট জবের ক্ষেত্রে আপনাকে সবসময় সতর্ক অবস্থানে থাকতে হবে।

মানি ডিমান্ড করবে নাঃ

প্রথমত কথা রিমোট জব করার জন্য আপনার এক্সট্রা টাকার কোন প্রয়োজন নেই। এরা কখনোই কিন্তু আপনার কাছে মানি ডিমান্ড করবে না।

সুতারাং যদি কেউ আপনার কাছে টাকা চেয়ে থাকে রিমোট জব দেয়ার জন্য অথবা রিমোট জব ম্যানেজ করার জন্য।

তাহলে আপনি সেটি নিঃসন্দেহে ফ্রড ধরে নিতে পারেন এবং সেটি অবশ্যই অবশ্যই এভয়েড করে যাওয়ার চেষ্টা করবেন।

সেনসিটিভ ইনফরমেশনঃ

রিমোট জব করার ক্ষেত্রে আপনার মোস্ট অফ দা টাইম কিন্তু সেনসিটিভ ইনফরমেশন শেয়ার করতে হবে।

যেমন আপনার কার্ডের ইনফর্মেশন,আপনার ব্যাংক ডিটেলস,আপনার পাসওয়ার্ড। ইত্যাদি

কাজেই যদি কোন জব এপ্লিকেশনের জন্য এম্প্লইয়ার বা কোন ওয়েবসাইটে যদি দেখেন এ ধরনের ইনফরমেশন গুলো আপনার লাগছে নিউ সে গুলো থেকে আপনি দূরে থাকার চেষ্টা করবে।

ব্যাংক ডিটেইলসঃ

মনে রাখবেন কোন জবে শুরুতেই আপনার ব্যাংক ডিটেলস লাগবে না।

যদি আপনি কোন কোম্পানিতে জব কনফার্ম করে থাকেন তাহলে জব কনফার্ম করার পরে হয়তো আপনার ব্যাংক ডিটেলস লাগতে পারে।

তবে কখনই কিন্তু কোন এম্প্লইয়ার আপনার ব্যাঙ্ক ডিটেলস চাইবে না অথবা আপনার যে কার্ড রেখে সেটা আরো ডিটেইলস চাইবে না।

তাই যদি এরকম কোন সেনসিটিভ ইনফর্মেশন কোন ওয়েবসাইট থেকে চাওয়া হয়ে থাকে তাহলে সেই সাইট থেকে আপনি দূরে থাকবেন।

তাদের ওয়েবসাইট রিসার্চ করবেনঃ

আরেকটি ব্যাপার হচ্ছে রিমোট জব যখন আপনি কোন ওয়েবসাইট থেকে অথবা জব সাইট থেকে আপনি সার্চ করবেন তখন লক্ষ রাখবেন যে ওই কোম্পানি ওয়েবসাইটটি এক্সিস্ট করে কিনা।

যদি কোম্পানির ওয়েবসাইট ই এক্সিস্ট না করে তাহলে সম্ভাবনা রয়েছে সেইসব জবটি ফ্রেড হতে পারে।

আপনি যেই ওয়েবসাইটের মাধ্যমে রিমোট জব সার্চ করবেন এই সাইটটি অবশ্যই অবশ্যই ইস্টাবলিশ ওয়েবসাইট হওয়া উচিত।

সেই ওয়েবসাইটটি কোনভাবেই একেবারে ভাঙাচোরা কোন ওয়েবসাইট হওয়া উচিত না। সেই ওয়েবসাইটের ইউআইইউ এক্স দেখে যেন আপনার আনপ্রফেশনাল মনে না হয়।

কারণ অথেন্টিক ওয়েবসাইটে কিন্তু মোটামুটি ঠিক এবং প্রফেশনাল থাকে

স্যালারি ব্যালেন্স থাকা জরুরিঃ

আরেকটি ব্যাপার হচ্ছে আপনার সেলারি যেনো ব্যালেন্স থাকে।

ধরেন আপনি বাংলাদেশের কাজ করেন এক লক্ষ টাকা স্যালারি দেয়। তাহলে একই কাজের জন্য কেউ যদি আপনাকে ২০ লক্ষ টাকা সেলারি অফার করে সেটি ফ্লপ হওয়ার চান্স রয়েছে।

কাজেই আপনি যেই জবটা করবেন সে জব টির এক্সপেক্টেড স্যালারি রয়েছে,ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। সেই স্ট্যান্ডার্ডের থেকে যদি দুই তিন গুণ বেশি হয় সেটি ফ্রড হতে পারে।

রিমোট জবের ক্ষেত্রে আরেকটি সতর্কতামূলক পরামর্শঃ

একেবারেই ইজিলি যদি কোন রিমোট জব অফার করে থাকে আপনার কিছুই করতে হবে না। আপনি শুধু টাকা পাবেন অথবা আপনার একেবারে মিনিমাম কাজ করতে হয়।

তাহলে এগুলোই আপনি ফ্রড ধরে রাখতে পারেন। মনে রাখবেন ইজি কাজের মাধ্যমে কোন ইমপ্লোয়ার আপনাকে টাকা দিবে না।

ইজি কাজের জন্য লোকাল অনেক লোকজন রয়েছে তাদেরকে হায়ার করা যেতে পারে। কঠিন কাজের জন্য কিন্তু নরমাল এর রিমোট জবের যে এমপ্লোয়ার রয়েছে তাদেরকে হায়ার করে থাকে।

মোটামুটি এইসকল টিপ্স যদি আপনি ফলো করেন,ফিল্টার করেন বা কেয়ারফুল থাকেন তাহলে আপনি ফ্রড থেকে সেফ থাকতে পারবেন।

রিমোট জব নিয়ে মোটামুটি এই ছিল আজকের বিস্তারিত ব্লগ। এ ব্যাপারে যদি আপনার আরো কোন ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।

এছাড়া আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপ ইন্টার্নশিপ এন্ড জবস ইন বাংলাদেশ গ্রুপে আমাকে সরাসরি প্রশ্ন করতে পারেন।

0Shares
লো-বাজেটে কম্পিউটার সায়েন্স পড়তে চান? Previous post কম খরচে কম্পিউটার সায়েন্স পড়তে চান?
ইউনিভার্সিটিতে পড়া কি খুব জরুরী? Next post ইউনিভার্সিটিতে পড়া কি খুব জরুরী?

One thought on “রিমোট জব খোঁজার সেরা ১১ টি ওয়েবসাইট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

গালিব নোটস এর ইউটিউব ভিডিওঃ