Galib Notes Advertise

গালিব নোটস বিজ্ঞাপনঃ

ব্যাবসা,পন্য বা সার্ভিস যেটাই হোক না কেন, প্রচারেই প্রসার! গালিব নোটস ব্লগ এবং গালিব নোটস ইউটিউব চ্যানেলের বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার এর সুযোগ নিয়ে এসেছে। আমাদের ব্লগ এবং ইউটিউব চ্যানেলে, মুলত কম্পিউটার সাইন্স এবং টেকনোলজি নিয়ে কনটেন্ট বানিয়ে থাকি।

টেকনোলজি সম্পর্কিত ব্লগ টেক এলার্ট বাংলা এবং ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারেন, টেক পন্যর বিজ্ঞাপন দেয়ার জন্য।

বিজ্ঞাপনের ধরনঃ

ইউটিউব চ্যানেলের এর জন্যঃ আমাদের চ্যানেলের ভিডিওতে অনেক ধরনের বিজ্ঞাপন দেয়া যেতে পারে।

১। সাধারন স্পন্সরশীপঃ কোম্পানি,পন্য বা সেবা অন্য কোন মার্কেটিং এর জন্য, সাধারনত ২ ধরনের বিজ্ঞাপন দেয়া যেতে পারে স্পন্সর হিসেবে।

  • *১ম ক্যাটাগরিঃ যে কোন ভিডিও এর শুরুতে ১০-৩০ সেকেন্ড এর ইন্ট্রডাকশন, আপনার কোম্পানি,পন্য বা সেবা অন্য কোন মার্কেটিং এর উপর। এবং ভিডিও এর শেষে কোন স্পেসিফিক অফার বা ইনফরমেশন বলা।
  • *২য় ক্যাটাগরিঃ যে কোন ভিডিও এর শুরুতে ৩০ সেকেন্ড থেকে ১মিনিট এর ইন্ট্রডাকশন, আপনার কোম্পানি,পন্য বা সেবা অন্য কোন মার্কেটিং এর উপর। সাধারনত, ১ম ক্যাটাগরি থেকে ২য় ক্যাটাগরির মুল্য কম হয়ে থাকে।

২। কাস্টম ভিডিওঃ সার্ভিস, কোম্পানি, অফার বা ক্যাম্পেইন নিয়ে কাস্টম ডেডিকেটেড ভিডিও। যেখানে কোম্পানির পরিচয় থেকে সব কিছু সহ, মুল ক্যাম্পেইন কে ফোকাস করে কনটেন্ট বানানো হবে।

গালিব নোটস ব্লগের জন্যঃ গালিব নোটস ব্লগে কাস্টম বিজ্ঞাপন দেয়া যাবে। এ ক্ষেত্রে নুন্যতম ১মাস এর জন্য প্রতিটি বিজ্ঞাপন ডিল হয়ে থাকে।

  • *১ম ক্যাটাগরিঃ ব্যানার এড এর জন্য ব্যানার প্লেস ফিক্স করে যোগাযোগ করতে হবে। সাধারনত, মুল পাতার হেড, সাইডবার, কন্টেন্টট ইন্সাইড এ ব্যানার বিজ্ঞাপন দেয়া যাবে। ব্যানার ডিজাইন করে দিলে, মুল্য কম হয়ে থাকে।
  • *২য় ক্যাটাগরিঃ কাস্টম ডেডিকেটেড আর্টিকেল বিজ্ঞাপন দেয়া যেতে পারে। এ ক্ষেত্রে, নির্ধারিত ক্যাটাগরির কনটেন্ট এর সাথে লিংক, ব্যানার সহ পোস্ট করা হয়। ব্লগের সাধারন্সাইজ ১০০০ ওয়ার্ড তবে আলোচনা সাপেক্ষে কম বেশী হতে পারে।
  • *৩য় ক্যাটাগরিঃ ব্যাক-লিংক হিসাবে ব্লগে বিজ্ঞাপন দেয়া যাবে। আমাদের কোন এক্সিস্টিং কনটেন্ট এর মধ্য কোন লিংক বসাতে পারবেন। সাধারনত, এই ক্যাটাগরির বিজ্ঞাপন এর মুল্য সব চেয়ে কম হয়ে থাকে।

বিজ্ঞাপনের মুল্যঃ

আমাদের ব্লগ বা ইউটিউব এ বিজ্ঞাপন দিতে আগ্রহী হলে আমাদের কে ইমেইল করতে পারেন। ইমেইল এ বিস্তারিত লিখবেন। আমরা আপনাকে রিপ্লাই করব এবং বিজ্ঞাপনের মুল্য নিয়ে আলোচনা করব। আমাদের কে চাইলে, ফেজবুক পেইজ এ রিচ করতে পারেন।

আমাদের ফেজবুক এবং ইমেইলঃ

১। ads@galibnotes.com (Use this email for business purpose only )

২। mdasadullah893@gmail.com

৩। facebook.com/galibnotes

উল্লেখ্য, আমাদের সব স্পন্সার কনটেন্ট ২ বার আমাদের ফেজবুক সহ, সব সোস্যাল মিডিয়া একাউন্ট থেকে শেয়ার করা হয় এবং এর জন্য আলাদা কোন চার্জ নেয়া হয় না।

বর্তমানে আমাদের পেইজ এ ১২০০ এক্টিভ মেম্বার, গ্রুপ এ ৫০০ মেম্বার এবং অন্য একাউন্ট গুলোতে একই রকম মেম্বার রয়েছে। আমাদের ফলোয়ার প্রতিনিয়ত বাড়ছে।

গালিব নোটস বিজ্ঞাপনঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Our Facebook Page

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Our Latest Twit

Subscribe For Last Update



ব্লগ সংক্রান্ত নোটিশঃ

বিজ্ঞাপন দিতে চাইলে, ডিজাইন রেডি করে যোগাযোগ করতে পারেন। আমরা বিজ্ঞাপন চেক করে সাইট এর সাথে ফিট হলে প্রাইস নিয়ে আলোচনা করব। তবে, আমাদের সাইট এর ভিজিটর এবং কনভার্সন রেট বেশী হওয়ায় বিজ্ঞাপনের চার্জ কিছুটা বেশী। বিজ্ঞাপন সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে পারেন এখানে

ব্লগে লিখতে চাইলে, লেখা রেডি করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। লেখা ইউনিক এবং কপি মুক্ত হতে হবে। লেন্থ ১ হাজার ওয়ার্ড এর বেশী হওয়া লাগবে। ব্যাকলিংক পেতে পারেন শর্ত মেনে। লেখা সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে পারেন এখানে।

গালিব নোটস বিজ্ঞাপনঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Tech-Alert-Bangla-Ads-2

আমাদের অন্যান্য উদ্যোগঃ

টেক এলার্ট বাংলা টেকনোলজি ব্লগ। মোস্টলি ফ্রিল্যান্সিং-আউটসোর্সিং, অনলাইন এ আয়, বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে ব্লগ প্রকার করা হয় নিয়মিত। টেক এলার্ট এর ইউটিউব চ্যানেল দেখতে পারেন এখানে।

সিলিকভি  বাংলাদেশি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কোম্পানি। ওয়ার্ডপ্রেস সংক্রান্ত সব ধরনের সার্ভিস যেমন থিম-প্লাগিন ডেভেলপমেন্ট, কোম্পানি সাইট, পার্সনাল সাইট, কাস্টমাইজেশন, ইকমার্স সলুশন ইত্যাদিয়ে দিয়ে থাকে। এর বাইরে সিলিকভি এর সাস প্রডাক্ট রয়েছে।

গ্রিন সফট হচ্ছে টেক ব্লগ যেখানে ইকমার্স এবং উকমার্স নিয়ে বিস্তারিত ব্লগ পাবেন। অনলাইনে ব্যাবসা এর জন্য যা যা জানা দরকার সব পাবেন গ্রিনসফট ব্লগ এ।

ক্যারিয়ার পোর্টাল হচ্ছে বাংলাদেশি প্রথম, সর্বাধুনিক মেশিন লার্নিং প্রযুক্তি নির্ভর জব প্লাটফর্ম । সাইট এর বেটা ভার্শন রিলিজ করা হয়েছে এবং নিয়মিত আপডেট করা হয়ে থাকে।

গালিব নোটস এর ইউটিউব ভিডিওঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ