যেভাবে আমি ইংরেজিতে কথা বলতে শিখেছি এই সমস্যাটির সমাধান করার আগে আপনাদেরকে একটু ব্যাখ্যা করি যে এই সমস্যাটির সমাধান করার পরে কথা যেভাবে আমি ফ্রিতে ইংরেজিতে কথা বলতে শিখেছি তখন থেকে আমি কি ধরনের অ্যাডভান্টেজ পেয়েছি।

সবথেকে বেশি  অ্যাডভান্টেজ পেয়েছি মানুষের সাথে কমিউনিকেশনের ক্ষেত্রে।

আমার অনেক সময়ই ফরেন ক্লায়েন্টদের সাথে কথা বলতে হয় ফ্রিল্যান্সিং পারপাস এ । 

আবার এখন যেহেতু আমি ইউনিভার্সিটি তে অ্যাডমিশন প্রসেস করছি আমার কিন্তু অনেক সময় ফরেন প্রফেসর দের সাথে ইংরেজিতে কথা বলতে হয়।

যেহেতু আমি ইংরেজিতে অনেকদিন ধরে কথা বলে থাকি ।  তাই কখনো এই ধরনের ব্যক্তিদের সাথে কথা বলতে আমার হেজিটেট ফিল হয়নি আমি তাদেরকে কোন কিছুর কোশ্চেনস করতে  অ্যাফ্রেড ফিল করিনি।

আবার আমি যখন কোন ইন্টারভিউ দিয়েছি অথবা ইন্টারভিউ নিয়েছি, কখনোই আমার ইংরেজিতে কথা বলতে সমস্যা হয়নি। যেহেতু আমি আমার স্পিকিং আবিলিটি বৃদ্ধি করেছিলাম।

যদি আপনি ইংরেজিতে কথা বলতে পারেন এর বাইরেও  অনেকগুলো অ্যাডভান্টেজ পেতে পারেন

ইংরেজিতে কথা বলতে পারলে বাইরে কি কি যে এডভান্টেজ পাবেনঃ

  • যেমন আপনি অনেক সময় কনফিডেন্টলি কথা বলতে পারবেন
  • অনেক মানুষের মধ্যে যেয়ে  কথা বলতে পারবেন
  • আরো সমসাময়িক কিছু এডভান্স তো রয়েছেই।

এবারে তাহলে দেখা যাক আমি কিভাবে আমার প্রবলেমটা সলভ করেছি, এবং এই প্রবলেম সলিউশন বলার পরে

আমি আপনাদেরকে একটি গল্প বলবো যেই গল্প জানলে আপনি খুবই অবাক হবেন এবং আপনিও চেষ্টা করবেন আমার মত।

কোনটি আপনার জন্য “ফ্রিল্যান্সিং নাকি জব”

ইংরেজিতে তে কথা বলা নিয়ে আমার ব্যাক্তিগত গল্পঃ

ইউনিভার্সিটি লাইফে আমাদের একটি কোর্স ছিল সেটি হচ্ছে  পাবলিক স্পিকিং

এই কোর্স এ কোন লিখিত পরীক্ষা থাকেনা।  এখানে শুধুমাত্র প্রেজেন্টেশনের মাধ্যমে এই কোর্সটি শেষ করা হয়ে থাকে।

তো ফাইনাল প্রেজেন্টেশনের সময় যেটি হয়েছিল যে আমাদের যে টপিক  ছিল, আমার গ্রুপের অন্যদের তাদের জন্য এই টপিকটি অজানা ছিল

আর আমার জন্য এই টপিকটি নন ছিল

আমি অনেকদিন  যাবত ওই টপিকে কাজ করছিলাম। 

সুতরাং ওই টপিকের উপরে আমার কাছে অনেক ইনফরমেশন ছিল এবং আমি  ওই টপিকে একটা অভার্ভিউ অরগানাইজ দিতে পারতাম। 

ফাইনাল প্রেজেন্টেশন এর দিন আমার  কি হল?

আমার ফ্রেন্ড যারা ছিল আমার গ্রুপে  তারা কিন্তু খুবই ভালো করলো যদিও ওদের কাছে এনাফ ইনফর্মেশন ছিল না

 তার পরেও ওরা ইংরেজিতে কথা বলতে পারতো এবং ওরা কিন্তু ওই পাবলিক স্পিকিং কোর্স এর ফাইনাল প্রেজেন্টেশনটি খুব সুন্দরভাবে শেষ করে

অপরদিকে আমার অবস্থা কি হলো?

আমি ওই সময়ে ইংরেজিতে কথা বলতে পারতাম না তাই আমার কাছে এনাফ ইনফর্মেশন থাকার পরেও মাত্র কয়েকটি সেন্টেন্স বলার পরেই আমি থেমে যাই

এবং টিচার যখন আমাকে বারবার জিজ্ঞেস করে, তখন আমাকে বলতে হয় আমি আসলে পারি না

যদিও ওই ব্যাপারে আমার কাছে অনেক অনেক বেশি ইনফর্মেশন ছিল।

আপনার জন্য কোনটি? নেটওয়ার্কিং নাকি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং

এই ঘটনার পরে আমি বুঝতে পারি, শুধুমাত্র ইংরেজিতে কথা বলতে না পারার কারণে এই কোর্সে আমার একটি খারাপ রেজাল্ট আসলো 

এবং যদি আমি ইংরেজিতে কথা বলতে না পারি ভবিষ্যতে আমার এ ধরনের প্রবলেম আরো ফেস করতে হবে।

তখন থেকেই আমি ডেসপারেটলি ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে থাকি।

ইংরেজিতে কথা বলতে শেখার জন্য আমি কি করেছিলাম?

মাত্র দুইটি স্টেপ ফলো করেছিলাম

ইংরেজিতে কথা বলার জন্য প্রথম স্টেপ হচ্ছেঃ

যখন আমি বাড়ি থেকে বের হয়েছি 

প্রথমে ডিটারমাইন্ড করে নিয়েছি আমি যার সঙ্গে দেখা করতে যাচ্ছি সে কি আমার ফ্রেন্ড নাকি এই টাইপের কোন পারসন নাকি অন্য কোন পারসন

যদি ফ্রেন্ড হও তাহলে আমি মনে মনে ধরে নিয়েছি এই ব্যক্তির সঙ্গে আমি যে কোনো মূল্যে ইংরেজিতে কথা বলব

সেক্ষেত্রে সে যদি মন খারাপ করে, সে যদি রাগারাগি করে তাতে আমি কোনোভাবেই কর্ণপাত করবো না। 

আমি ইংরেজিতে কথা বলে যাব যেহেতু সে আমার ফ্রেন্ড লেভেলের একজন পারসন।

এক্ষেত্রে আমি আমার ইউনিভার্সিটি ফ্রেন্ডদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি।

তো ওই সময়ে যেটা হতো

আমি যখন ইউনিভার্সিটি তে যেতাম শুরুতেই আমি ডিটারমাইন্ড করতাম কারো সঙ্গে দেখা হলেই আমি কি কি বলবো।

ইউনিভার্সিটি ফ্রেন্ডদের সাথে ইংরেজিতে কথা বলার চেষ্টা করতাম যেভাবেঃ

কিভাবে কি বলবো সেটি একটু অরগানাইজ করে নিতাম বাংলাতে,

এরপরে আমি তাদের সাথে সাক্ষাত করার আগেই আমি রাস্তাতে সেগুলো মনে মনে ট্রান্সলেট করে ফেলতাম নিজের মত করে।

ট্রান্সলেট করার শুরুর দিকে যে প্রবলেমগুলো হত, শুরুতে আমি এনাফ ভোকাবুলারি পারতাম নাঅনেক ট্রান্সলেশন পারতাম না।

তখন আমি ওই ট্রানসলেশন গুলোর অল্টারনেটিভ ওয়ার্ড খুঁজে বের করতাম।

একটা ওয়ার্ড যদি আমি ট্রান্সলেট করতে না পারতাম,

তাহলে বাকি  সেন্টেন্স এর পুরাটা ট্রান্সলেট করে  ওয়ার্ডটা আমি ডিকশনারি অথবা অন্য কারো হেলপ নিয়ে ট্রান্সলেট করে ফেলতাম পরবর্তী সময়ে।

ব্যাক্তিগত ভাবে ইংরেজিতে কথা বলতে নিয়ে শুরুতে যে সমস্যা ফেস করতামঃ

যখন ইউনিভার্সিটি তে গিয়ে অথবা ঐ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতো আমি শুরুতেই ইংরেজিতে কথা বলা শুরু করতাম।

তারপরে যদি এমন হতো,

কথা বলা শুর মাঝখানে আমি আর না পারতাম  অথবা বলতে পারছিলাম না এমন অবস্থায় কোন একটি ওয়ার্ড এর সেন্টেন্স আমি ট্রান্সলেট করতে পারছিনা।

আমি ওই পার্টিকুলার সেন্টেন্স অথবা ঐ পার্টিকুলার বাংলায় বলে বাকিটা আবার ইংরেজিতে কন্টিনিউ করতাম।

শুরুর দিকে যেতে হতো আমি অর্ধেক বাংলা বলতাম  আর বাকিটা ইংরেজিতে বললাম

কিন্তু আমি নোটিস করলাম

কয়েক মাস এভাবে চেষ্টা চালানোর পরে আমার ইংরেজির ইমপ্রুভমেন্ট হচ্ছে এবং ফাইনালি ছয়-সাত মাস পরে আমি দেখলাম অনর্গল ইংরেজিতে কথা বলতে পারছি।

তাহলে আপনি যদি ইংরেজিতে কথা বলতে চেষ্টা করতে চান তখন কি করবেন?

প্রথমতঃ আপনি ডিটারমাইন্ড করবেন যে কাদের সঙ্গে আপনি মিট করতে যাচ্ছেন, বা কার সঙ্গেই আপনি এই মুহূর্তে কথা বলতে  যাচ্ছেন।

দ্বিতীয়তঃ সে যদি আপনার ফ্রেন্ড সার্কেলের কেউ হয় অথবা সমবয়সী কেও হয় এডুকেটেড পারসন হয়,

তাহলে তার সঙ্গে আপনি কি কি কথা বলতে পারেন সেগুলো আপনি প্রথমে একটু বাংলায় অরগানাইজ করে নিবেন

তৃতীয়তঃ সেটি আপনি ট্রান্সলেট করবেন এবং যখন আপনি ওই ব্যক্তির সঙ্গে মীট করবেন অবশ্যই অবশ্যই ইংরেজিতে কথা বলবেন।

তো প্রথম দিকে যখন আমি ইংরেজিতে কথা বলতাম বা চেষ্টা করতাম

যেহেতু আমি ভালোভাবে বলতে পারতাম না। আমার ফ্রেন্ড সার্কেলে যারা ছিল তারা প্রচুর বিরক্ত ও তো আমার উপর

ইউনিভার্সিটি ফ্রেন্ডদের সাথে ইংরেজিতে কথা বলতে চেষ্টা করার সময়ে যে সমস্যা ফেস করতামঃ

একটা স্টোরি বলে যেটা আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম;

একদিন আমি আমার ইউনিভার্সিটি’তে গিয়েছি, যার পর দেখে আমার ফ্রেন্ডরা বসে আছে।

আমি গিয়ে ওখানে বসলাম, বসার পরে আমি নোটিশ করলাম একজন একজন করে উঠে চলে যাচ্ছে।

ফাইনালি আমি একেবারে লাস্টের দিকে একজনকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোরা সবাই চলে যাচ্ছিস কেন?

তো সে মুখ ফসকে বলে ফেলল যে, তোর সঙ্গে দেখা হলে তুই তো সব সময় ইংরেজিতে বলার চেষ্টা করিস কিন্তু ইংরেজি বলতে পারিস না

এ কারণে আমরা খুবই বিরক্ত তাই তুই যখন চলে এসেছিস এবং এখানে বসেছিস তাই সবাই আস্তে আস্তে চলে গেছে।

তাই তুই এ ধরনের চেষ্টা করা বাদ দিয়ে  শুধু বাংলায় বললে সবার জন্যই ভালো হবে।

কিন্তু আমি ডিটারমাইন্ড ছিলাম,

আমার মনে হয়েছে যে আমি ইংরেজিতে কথা বলা শিখেই ছাড়বো। আমি ইংরেজিতে অনর্গল কথা  বলে বলেই যাবো।

        তাই সেদিন আমি দমে না গিয়ে  বড়ং আমি কথা বলার চেষ্টা চালিয়ে গেছি। 

ওই সময় আমার কিছু ফ্রেন্ড ছিল যারা আমাকে অনেক বেশি  হেল্প করেছে  ডেফিনেটলি আমি তাদের প্রতি থ্যাংকস ফুল।  কারণ একমাত্র তাদের জন্যই আমি এখন  ইনফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারি।

এখন মজার ব্যাপার হচ্ছে

ওই যে ফ্রেন্ড সার্কেল যারা খুবই বিরক্ত ছিল, যারা আমার সঙ্গে কথা বলছো না বা আমাকে দেখলে সরে যেতো তাদের অনেকেই রয়েছেন যারা এখনো ভালোমতো ইংরেজিতে কথা বলতে পারেন না।

কিন্তু মাশাল্লাহ আমি এখন ইনফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারি

সুতরাং আপনি যদি ইংরেজিতে কথা বলতে  চান তাহলে আপনাকেও চেষ্টা করতে হবে।

এখানে আমি কিন্তু টেকনিক্যাল কোনকিছুই এক্সপ্লেইন করিনি।

আমি বলেছি আপনি স্টেড ফরোয়ার্ড ইংরেজি ট্রান্সলেট টা করার চেষ্টা করবেন

যদি না পারেন বেসিক জিনিসগুলো আপনার আশেপাশের কারো কাছ থেকে শিখে নিবেন।

আপনার যে ফ্রেন্ড ভালো পারে তাকে জিজ্ঞেস করে নেন।

একটা সেন্টেন্স কে অথবা একটি ওয়ার্ড কে যদি আপনি ট্রান্সলেট না করতে পারেন আপনার পাশের ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে নেন।

ডেফিনেটলি কেউ না কেউ আপনাকে অবশ্যই সহায়তা করবে। 

এভাবে আপনি যদি  ছয় থেকে সাত মাস অনর্গল ইংরেজিতে কথা বলার চেষ্টা করে যান। 

যদি আপনি না পারার সত্ত্বেও চেষ্টা করে যান।তাহলে অবশ্যই অবশ্যই আপনার ইংরেজিতে ইমপ্রুভ হবে এবং

আমার বিশ্বাস আপনিও আমার মত এক সময় ইনফ্লুয়েন্টিলি ইংরেজিতে কথা বলতে পারবেন। 

ইংরেজিতে কথা বলার টিপস নিয়ে এই ছিল আজকের ্বিস্তারিত । 

দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়। 

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নাকি নেটওয়ার্কিং? Previous post সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নাকি নেটওয়ার্কিং?
কম্পিউটার সায়েন্স পড়লেও যা যা করতে পারবেন না! Next post কম্পিউটার সায়েন্স পড়লেও যা যা করতে পারবেন না!

2 thoughts on “যেভাবে আমি ফ্রিতে ইংরেজিতে কথা বলতে শিখেছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

গালিব নোটস এর ইউটিউব ভিডিওঃ