সোস্যালিজম – পারিবারিক অশান্তির মুল কারন?

লেখাটি একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই! যে মেয়েটার মাসিক খরচ ১০-১৫ হাজার টাকা, বিয়ে হওয়ার সাথে সাথে তার খরচ ৫০-৬০ হাজার হয়ে যাবে কেন? যে মেয়েটার বাবার মাসিক ইনকাম লাখ টাকা নয়, তার বিয়েতে কেন লাখ টাকার ফটোগ্রাফি করতে হবে?

আমাদের দেশের বিয়ের দিকে একটু লক্ষ্য করেন। একটা বিয়েতে যে খরচ হয় সেটা দিয়ে একটা মধ্যম শ্রেনীর ফ্যামিলি ১০-১২ মাস খুব শান্তিতে কাটাতে পারত। কিন্তু শুধু মাত্র সামাজিক স্টাটাস ধরে রাখার জন্যই অবস্থা এমন হয়েছে যে, অনেকে ব্যাংক লোন নিয়ে বিয়ের খরচ বহন করে থাকে। সেলুলাস না? কিন্তু এটাই সত্য কথা!

আমাদের দেশে সোস্যালিজম মারাত্ব ভাবে জেকে বসেছে যেটা বলার মত নয়। আর ৯০% ভাগ পারিবারিক অশান্তির মূল কারন এই সোস্যালিজম। আশে পাশের পরিবার গুলোর দিকে তাকান, অশান্তি দেখতে পারবেন।

০১

এদেশে একজন মেয়ে গ্রাজুয়েশন হতে হতে প্ল্যান করে ফেলে, কোন ফটোগ্রাফার দিয়ে ওয়েডিং শুট করাবেন। ফিক্স করে কোন কমিউনিটি সেন্টারে রিসিপশন হবে। কিন্তু নিজের ক্যারিয়ার, নিজের আইডেন্টিটির কোন খবর থাকে না। উহ, পড়া লেখা অনেক কষ্ট, ঘুম বাদ দিতে পারব না, কার্টুন না দেখলে চলেই না, যাই একটু আড্ডা দিয়ে আসি।

**

০২

এদেশে একটা ছেলে কলেজে পড়ার সময় যে সম্পর্কে জরায়, সেটা না বুঝার আগেই ভেজ্ঞে যায়। ইউনিভার্সিটিতে উঠে তার প্রেমিকার বিয়ে হতে দেখে। ভার্সিটিতে পড়ুয়া শিংহ ভাগ শিক্ষার্থী তাদের স্বপ্নের মানুষটি কে বয়স্ক একজন মানুষের সাথে বিয়ে হতে দেখে। আর এর মুল কারন স্যলারি।

বিশ্ববিদ্যালয়ের গন্ডি পার হয়ে যে ছেলেটা কেবল চাকরিতে জয়েন করল তার বেতন কি ৫০-৬০ হাজার হয়? আর যদি বেকার থাকে, বা ভালো চাকরির প্রস্তুতি নেয়, তাহলে তো তার কথা বলার অধিকারও নেই। সমাজের মধ্য সে শিক্ষিত ডাস্ট ছাড়া কিছুই না।

স্যালারি রেঞ্জ ৫০-৬০ হাজার, সাথে ঢাকায় বাড়ী না থাকলে তো মেয়ের বাবা-মায়ের সাথে কথা বলাও পাপ। এটা শুধু ছেলের দিকে না, মেয়েদের দিকেও এমন হয়। মেয়ে কি করে? বাবার কি বাড়ী আছে? ভাই বোন কি করে?

এদেশে স্যালারি রেঞ্জ ৫০-৬০ হাজার হতে বয়স হয়ে যায় ৩৫, যখন আর রোমান্স থাকে না। মন বলে কিছু থাকে না, কারন সে দেখে নেয় তার প্রেমীকার বিয়ে, তার স্বপ্নের মানুষের অন্যর হয়ে যাওয়া। সে বুঝতে পারে, শুধু বেতন ভালো দেখেই অনার্স প্রথম বর্ষের একটা মেয়ে, যার সাথে বয়সের পার্থক্য ১৫ বছর, তাকেও বিয়ে করা যাচ্ছে।

এভাবেই একটা অসম বয়সের বিয়ে আর পরিবার এর বদলে পারিবারিক অশান্তির গোড়-পত্তন হয়। আমরা সামনে থেকে দেখি না, এমন কি ৯০% বাবা-মা জানেই না, তার মেয়ে ভালো নেই।

স্যালারি ইস্যু

স ওফ

সাপোর্ট

ফ্যামিলির চিন্তা ভাবনা

More From Author

স্যালারি কম হলেই কি চাকরি খারাপ?

অনার্স ডিগ্রি ছাড়াই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং চাকরি?

গালিব নোটস বিজ্ঞাপনঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Our Facebook Page

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Our Latest Twit

Subscribe For Last Update



ব্লগ সংক্রান্ত নোটিশঃ

বিজ্ঞাপন দিতে চাইলে, ডিজাইন রেডি করে যোগাযোগ করতে পারেন। আমরা বিজ্ঞাপন চেক করে সাইট এর সাথে ফিট হলে প্রাইস নিয়ে আলোচনা করব। তবে, আমাদের সাইট এর ভিজিটর এবং কনভার্সন রেট বেশী হওয়ায় বিজ্ঞাপনের চার্জ কিছুটা বেশী। বিজ্ঞাপন সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে পারেন এখানে

ব্লগে লিখতে চাইলে, লেখা রেডি করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। লেখা ইউনিক এবং কপি মুক্ত হতে হবে। লেন্থ ১ হাজার ওয়ার্ড এর বেশী হওয়া লাগবে। ব্যাকলিংক পেতে পারেন শর্ত মেনে। লেখা সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে পারেন এখানে।

গালিব নোটস বিজ্ঞাপনঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Tech-Alert-Bangla-Ads-2

আমাদের অন্যান্য উদ্যোগঃ

টেক এলার্ট বাংলা টেকনোলজি ব্লগ। মোস্টলি ফ্রিল্যান্সিং-আউটসোর্সিং, অনলাইন এ আয়, বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে ব্লগ প্রকার করা হয় নিয়মিত। টেক এলার্ট এর ইউটিউব চ্যানেল দেখতে পারেন এখানে।

সিলিকভি  বাংলাদেশি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কোম্পানি। ওয়ার্ডপ্রেস সংক্রান্ত সব ধরনের সার্ভিস যেমন থিম-প্লাগিন ডেভেলপমেন্ট, কোম্পানি সাইট, পার্সনাল সাইট, কাস্টমাইজেশন, ইকমার্স সলুশন ইত্যাদিয়ে দিয়ে থাকে। এর বাইরে সিলিকভি এর সাস প্রডাক্ট রয়েছে।

গ্রিন সফট হচ্ছে টেক ব্লগ যেখানে ইকমার্স এবং উকমার্স নিয়ে বিস্তারিত ব্লগ পাবেন। অনলাইনে ব্যাবসা এর জন্য যা যা জানা দরকার সব পাবেন গ্রিনসফট ব্লগ এ।

ক্যারিয়ার পোর্টাল হচ্ছে বাংলাদেশি প্রথম, সর্বাধুনিক মেশিন লার্নিং প্রযুক্তি নির্ভর জব প্লাটফর্ম । সাইট এর বেটা ভার্শন রিলিজ করা হয়েছে এবং নিয়মিত আপডেট করা হয়ে থাকে।

গালিব নোটস এর ইউটিউব ভিডিওঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ