পৃথিবীটা কাঁপিয়ে দেবার জন্যই তুমি জন্মেছিলে ! কাঁপিয়ে দিয়েই যাও ! এটাই হোক তোমার পণ…
তুমি যাকে ভালবাসতে, যাকে নিয়ে অনেক গুলো সুন্দর সময় কেটেছে অথবা অনেক গুলা স্বপ্ন দেখে ফেলেছ, হুট করে মানুষটা চলে গেলে খুব কষ্ট লাগবে । বুকটা দুমড়ে মুচড়ে যাবে । বুক ফেটে কান্না আসবে । সেটাই স্বাভাবিক! কিন্তু তাই বলে পৃথিবীটা কাঁপিয়ে দেবে না?
কাউকে ভালোবাসা ভুল নয় ! ভুল মানুষটাকে মনের ভুলে মনের আকাশের চাঁদ বানিয়ে ফেলাটাই ভুল! সেই আকাশকে ক্যানভাস বানিয়ে তুমি স্বপ্নের আঁকিবুকি করবে ! হুট করে একদিন অন্য কারও আকাশে তোমার চাঁদটাকে আবিষ্কার করবে তুমি !
হয়তো নতুন একটা চাঁদ দিয়ে তুমি সেই হারিয়ে যাওয়া চাঁদকে রিপ্লেস করবে ঠিকই । কিনতু মাঝে মাঝেই তোমার মনের আকাশে সেই হারিয়ে যাওয়া চাঁদ উকি দিয়ে যাবে । জীবনানন্দ দাসের মরা চাঁদের মত উঁকি দিবে । তোমাকে কাঁদিয়ে দিয়ে চলে যাবে ! এক আকাশে দুইটা চাঁদ । জীবনটা এমনই হয় ।
তারপরেও এই পৃথিবীতে প্রতিনিয়ত কেউ কাউকে না কাউকে খুঁজে নিচ্ছে । মনে রেখ, আজ যে মেয়েটার বিয়ে হিয়ে গেল । সেই মেয়েটারও ফার্স্ট চয়েজ তার স্বামী ছিল না ! ছিল অন্য কেউ … ছেলেটারও ফার্স্ট চয়েজ ছিল অন্য কোন মেয়ে !
হয়তো দু’ দিন পর এই মেয়েটাই ছেলেটার বুকে মাথা রেখে একটু সুখ খুঁজে নিবে ! কিনতু কেউ না জানলেও মেয়েটা ঠিকই জানবে এই বুক-টা তার ফার্স্ট চয়েজ ছিল না । ছিল সেকেন্ড চয়েজ । জীবনটা এমনই ! অদ্ভুত আর কঠিন । এভাবে কম্প্রোমাইজ করেই বাঁচতে শিখতে হয় । বাঁচতে হলে যুদ্ধ করাটা শিখতেই হবে। হেরে যাবার জন্য ।
এভাবে অন্য কারও জন্য মরে যাবার জন্য তুমি এই পৃথিবীতে আস নাই । পৃথিবীটা কাঁপিয়ে দেবার জন্যই তুমি জন্মেছিলে । কাঁপিয়ে দিয়েই যাও। এটাই হোক তোমার পণ…