সাইন্স ফিকশন ফ্রম নোবেল

সাইন্স ফিকশন ফ্রম নোবেল টু নো-বেইল

সাইন্স ফিকশন ফ্রম নোবেল টু নো-বেইল( Science fiction from Nobel to No-Bell)

#Year2041

হঠাৎ করেই ভেজ্ঞে পড়েছে গুগল-বিং এর মত সার্চ ইঞ্জিনের রিলায়েবিলিটি। ইঞ্জিনিয়ার রা কাজ করে যাচ্ছেন ক্রমাগত | কিন্তু এই চাপ সামাল দেয়া অসম্ভব। এক সাথে এভাবে সব গুলো সার্চ ইঞ্জিনের রিলায়েবিলিটি ভেজ্ঞে পড়া কল্পানতীত!

এ বছর উগান্ডার ১৩ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে নোবেল প্রাইজ দেয়া হয়েছিল। সবাই প্রত্যাখ্যান করেছে। এই নিয়ে বিশ্বে তোল-পাড় হয়ে যাচ্ছে। বিশ্ব মিডিয়া ঘন্টায় ঘন্টায় ব্রেকিং নিউজ দিয়ে যাচ্ছে। মার্কিন প্রসিডেন্ট সহ অন্তত ১০ জন প্রেসিডেন্ট উগান্ডার দিকে রওনা দিয়ে দিয়েছেন ইতিমধ্য।

এই চাপ সামাল না দিতে পেরে ভেজ্ঞে পড়েছে অনলাইনের সব কয়টি সার্চ ইঞ্জিনের রিলায়েবিলিটি। ইন্টার্নেট যুগ শুরু হওয়ার পর এরকম ধস আরও কখনও দেখা যায় নি।

**************

কিছুক্ষন পর বোর্ড মিটিং। যেই বিল্ডিংয়ে আমার অফিস, সেটা শহরের সব থেকে ছোট বিল্ডিং। মাত্র ২০ হাজার তলার একটা ছোট্ট বিল্ডিং। আমি বসে আছি ১৭ হাজার তম ফ্লোর এর ৪১৩১ নাম্বার রুমে।

মিটিং এর পরই টেক ওয়ার্ল্ড এ আমাদের অস্তিত্ব জানান দেয়া হবে। আমরা একক ভাবে ইনফরমেশন টেক এ লিড নিব!! স্বপ্ন সত্যি হবে এবার।

২৪ বছর কাজ করেছি। শুরু করেছিলাম একাই। শুন্য থেকে শুরু করাটা সহজ ছিল না। শুধু জানতাম, টেক ওয়ার্ল্ড এ নিরব বিপ্লব হতে যাচ্ছে। আমরা যদি এই বিপ্লবে অংশ নিতে না পারি, আবার আমরা হেড়ে যাব, যেমন হেড়েছিলাম শিল্প বিপ্লবে!

**************

বলা হয়ে থাকে, গুঞ্জন থাকার পরও যারা নোবেল পায় না তারা নো-বেল বিজয়ী। আমাদের সাথে এমন হয়েছে অনেক বার। একবার তো উগান্ডার সবাই ভেবেছিল, প্রধান-মন্ত্রি নোবেল শান্তি পুরস্কার পেতে যাচ্ছে। এমনকি অনেকে অগ্রীম শুভেচ্ছা জানিয়েছিল।

এভাবে বার বার আশা করেও আমরা নোবেল পাই নি। পেয়েছি নো-বেইল। আর তাই এই বার আমরাই নোবেল কমিটিকে নো-বেল দিয়ে দিলাম!!

আর নোবেল নিয়েই বা আমরা কি করব। আমাদের যদি টেক ওয়ার্ল্ড এ লিড নেই, তাহলে আমাদের আর কি লাগে !! ইনফরমেশন ইজ মানি।

**************

দুনিয়ার সমস্ত টেক এর মালিকানা নিয়ে মিটিং চলছে। আর মাত্র কয়েক ঘন্টা। তার পর গুগোল-বিং এর মালিক উগান্ডা। সোস্যাল সাইট আর পেমেন্ট গেটওয়ে উগান্ডার। টেকের সমস্ত যায়ান্ট উগান্ডার হবে।

অর্ধেক মিটিং শেষ! মিটিং এর মাঝেই একটা কল এসেছে। এই কলটি মিটিং এর থেকেও গুরুত্ব পুর্ন। মনিটরে একজন বাচ্চা আর তার মা কে দেখা যাচ্ছে।

২ যুগ আগে এই বাচ্চার মা, আমাকে শিখিয়েছে কিভাবে দিনের পর দিন ইম্প্রেস করার জন্য লেগে থাকতে হয় 😛 কিভাবে লম্বা টাইম নিয়ে অপেক্ষা করতে হয়? আর কিভাবে ক্রিটিক্যাল সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়!

এই ধৈর্য আর অভিজ্ঞতা, আমাকে এত বড় স্বপ্ন দেখার সাহস জুগিয়েছিল। সাহায্য করেছে দিনের পর দিন লেগে থাকার! আর তাই সমস্ত দুনিয়ার মালিকানা বা তাবৎ টেকনলোজির মালিকানার থেকেও তার কল গুরুত্বপুর্ন।

এক্সকিউজ মি, প্লিজ কন্টিনিউ দ্যা মিটিং, কন্ডাক্ট প্রেস কনফারেন্স। আই হ্যাভ এন ইম্পর্টেন্ট কল।

হ্যালো…

#সাইন্সফিকশন_লেখার_অপচেষ্টা 

সাইন্স ফিকশন ফ্রম নোবেল টু নো-বেইল( Science fiction from Nobel to No-Bell) টি লেখা হয়েছিল ৭ই অক্টোবর ২০১৭ সালে। আমি তখন ঢাকার এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, কম্পিউটার সাইন্স এ আন্ডার গ্রেড করছিলাম।

সাইন্স ফিকশন ফর “বাবু খাইছো, বাবু খাইছো?” দেখতে পারেন এখানে। এছাড়া আমার সিরিজ ব্লগ সাইন্স ফিকশন পড়ুন এই লিংক এ ক্লিক করে। ব্লগ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

More From Author

সিভিতে পাঁচটি কমন মিস্টেক

সিভিতে পাঁচটি কমন মিস্টেক এর কারনে চাকরি পাচ্ছেন না!

আন্ডারগ্রাজুয়েট থিসিস

আন্ডারগ্রাজুয়েট থিসিস – কমন কিন্তু গুরুত্বপুর্ন কিছু প্রশ্নের উত্তর

গালিব নোটস বিজ্ঞাপনঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Our Facebook Page

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Our Latest Twit

Subscribe For Last Update



ব্লগ সংক্রান্ত নোটিশঃ

বিজ্ঞাপন দিতে চাইলে, ডিজাইন রেডি করে যোগাযোগ করতে পারেন। আমরা বিজ্ঞাপন চেক করে সাইট এর সাথে ফিট হলে প্রাইস নিয়ে আলোচনা করব। তবে, আমাদের সাইট এর ভিজিটর এবং কনভার্সন রেট বেশী হওয়ায় বিজ্ঞাপনের চার্জ কিছুটা বেশী। বিজ্ঞাপন সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে পারেন এখানে

ব্লগে লিখতে চাইলে, লেখা রেডি করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। লেখা ইউনিক এবং কপি মুক্ত হতে হবে। লেন্থ ১ হাজার ওয়ার্ড এর বেশী হওয়া লাগবে। ব্যাকলিংক পেতে পারেন শর্ত মেনে। লেখা সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে পারেন এখানে।

গালিব নোটস বিজ্ঞাপনঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Tech-Alert-Bangla-Ads-2

আমাদের অন্যান্য উদ্যোগঃ

টেক এলার্ট বাংলা টেকনোলজি ব্লগ। মোস্টলি ফ্রিল্যান্সিং-আউটসোর্সিং, অনলাইন এ আয়, বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে ব্লগ প্রকার করা হয় নিয়মিত। টেক এলার্ট এর ইউটিউব চ্যানেল দেখতে পারেন এখানে।

সিলিকভি  বাংলাদেশি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কোম্পানি। ওয়ার্ডপ্রেস সংক্রান্ত সব ধরনের সার্ভিস যেমন থিম-প্লাগিন ডেভেলপমেন্ট, কোম্পানি সাইট, পার্সনাল সাইট, কাস্টমাইজেশন, ইকমার্স সলুশন ইত্যাদিয়ে দিয়ে থাকে। এর বাইরে সিলিকভি এর সাস প্রডাক্ট রয়েছে।

গ্রিন সফট হচ্ছে টেক ব্লগ যেখানে ইকমার্স এবং উকমার্স নিয়ে বিস্তারিত ব্লগ পাবেন। অনলাইনে ব্যাবসা এর জন্য যা যা জানা দরকার সব পাবেন গ্রিনসফট ব্লগ এ।

ক্যারিয়ার পোর্টাল হচ্ছে বাংলাদেশি প্রথম, সর্বাধুনিক মেশিন লার্নিং প্রযুক্তি নির্ভর জব প্লাটফর্ম । সাইট এর বেটা ভার্শন রিলিজ করা হয়েছে এবং নিয়মিত আপডেট করা হয়ে থাকে।

গালিব নোটস এর ইউটিউব ভিডিওঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ