সিএসই এর ক্লাস শুরুর আগে কি কি শিখবেন?

সিএসই এর ক্লাস শুরুর আগে কি কি শিখবেন?

সিএসই তে যারা ইতিমধ্য ভর্তি হয়েছেন অথবা যাদের ভর্তি হওয়ার ইচ্ছা আছে, তাদের অনেকে আমার কাছে জানতে চান অনেক কিছু! অনেকে নক দেন আমার পেইজ এ। কম্পিউটার সাইন্স এর ক্লাস শুরুর আগে কি কি শেখা উচিৎ বা কি করা উচিৎ?

যদি আপনি মনস্থির করেই ফেলেন যে, সিএসই তে পড়া লেখা করবেন, তাহলে প্রথমেই আপনাকে সিএসই এর এমিউজিং ওয়ার্ল্ড এ স্বাগতম।


ক্লাস শুরুর আগে, সবার প্রথম কাজ হচ্ছে, যে কোন একটি প্রোগ্রামিং ভাষা খুব ভালো করে শিখে ফেলবেন। সি প্রোগ্রামিং বা পাইথন দিয়ে শুরু করতে পারনে। যেহেতু, লোকালি এই ২টি ভাষা অনেক জনপ্রিয়। আর তাছাড়া পাইথন সিনটেক্স তুলনা মুলক সহজ অন্য ল্যাংগুয়েজ থেকে।

ক্লাস শুরুর আগে সামান্য প্রচেষ্টা অন্যদের থেকে অনেক এগিয়ে নিবে আপনাকে – গালিব নোটস

যে কোন ভাষা শেখার জন্য গুগোল-ইউটিউবে প্রচুর রিসোর্স আছে। এগুলা দেখে স্টেপ বাই স্টেপ শেখা শুরু করুন। বেসিক সিন্টেক্স দিয়ে শুরু করে শেষ পর্যন্ত শিখুন। একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ যদি সম্পুর্ন শিখতে পারেন, তাহলে ভার্সিটির পুরো লাইফে অনেক এডভান্টেজ পাবেন। ক্লাস শুরু করার পর দেখবেন অন্যদের থেকে অনেক এগিয়ে আছেন। আবার সিএস এর মুল কোর্স এ লেকচার সহজে বুঝতে পারবেন।

প্রশ্ন হচ্ছে, একটি ল্যাংগুয়েজ কি সম্পুর্ন শেখা সম্ভব বা এই অল্প সময়ে বিস্তারিত শেখা সম্ভব? এখানে, সম্পুর্ন শেখা বলতে সেই ল্যাংগুয়েজ এ মাস্টার হতে হবে এমন না। ব্যাসিক সিন্টেক্স, লাইব্রেরি ফাইল, আইও, ওওপি কনসেপ্ট শিখুন। কিভাবে এপ্লাই করতে হয় সেটা জানুন। কিছু বেসিক প্রবলেম সলভ করার চেষ্টা করুন।

এখানে কিন্তু পাশ করার জন্য পড়ছেন না। এটা পড়ছেন শেখার জন্য। যত বেশী শিখবেন ততই ভালো হবে আপনার জন্য। তাই, সিএসই এর ক্লাস শুরুর আগে, একটি ল্যাংগুয়েজ শিখতে থাকুন যত সময় পারেন।

যে ৭ ধাপে একজন সিএসই শিক্ষার্থীর পতন ঘটে!

এর সাথে সাথে, ২নাম্বার এ চেষ্টা করবেন, এইচটিএমএল-সিএসএস শিখে ফেলার। যদি আপনি এইচটিএমএল শিখে ফেলেন তাহলে ওয়েব ওয়ার্ল্ড এর স্কেলিটন বুঝতে পারবেন। পরবর্তীতে যখন ভার্সিটি লাইফ এ বিভিন্ন প্রজেক্ট করতে যাবেন, বা কোন সাইট ব্রাউজ করবেন তখন তার পিছনের কাজ কিভাবে হয় সেটা বুঝতে পারবেন। আবার কোন ওয়েব এপ্লিকেশন ব্যাবহার করার সময় বুঝবেন কিভাবে কাজ হচ্ছে।

যদিও একেবারে সব কিছু বুঝবেন না, কিন্তু ফ্রন্ট এন্ড এ কিভাবে কাজ করছে সেটা বুঝতে পারবেন। আর ভার্সিটির প্রজেক্ট গুলোতে এই সাধারন নলেজ, অনেক অনেক এগিয়ে রাখবে আপনাকে।

এর পর যদি সময় থাকে, তাহলে গনিতে দক্ষতা অর্জন করুন। এর জন্য অনলাইন কোর্স গুলো দেখতে পারেন। এখন অনলাইন এ বিভিন্ন প্লাটফর্ম এ প্রচুর কোর্স আছে, যেগুলাতে অংশ নিয়ে নিজের ম্যাথ স্কিল উপরের লেভেল এ নিয়ে যেতে পারেন সহজেই। ম্যাথ ছাড়া সিএসই তে ভালো করা যায়- এ ধরনের পরামর্শ থেকে দূরে থাকার চেষ্টা করবেন।

যে ১৪টি কারনে প্রোগ্রামার মেয়ের সাথে ডেট করা উচিৎ!

যদি সিএসই এর ক্লাস শুরুর আগে সব গুলো শিখতে নাও পারেন,এক বা একাধিক টপিক কাভার করতে পারেন, তাহলেও সেটা আপনাকে অনেক বেশী এগিয়ে রাখবে। প্রতিযোগিতার এই সময়ে এটা খুবই গুরত্বপুর্ন আমাদের জন্য।


সবশেষে একটি পরামর্শঃ আমরা যখন সিএসই তে ভর্তি হই বা হতে চাই, সিনিয়র রা অনেক সময় অনেক পরামর্শ দেন। তাদের মধ্য অনেকে নানান লিমিটেশন দেখায় আবার অনেকে তাদের নিজেদের লিমিটেশন ঢেকে রাখার জন্য অনেক পরামর্শ দেয়া থেকে বিরত থাকে। আবার যারা কোন ভাবে সিএসই গ্রাজুয়েট হয়ে বের হচ্ছেন, তারা কিন্তু স্বাভাবিক ভাবেই সঠিক পরামর্শ দিতে পারবে না।

যে কারনে কম্পিউটার সাইন্স এ ভর্তি হওয়া উচিৎ নয় – পার্ট১

তাই, যদি আপনি পরামর্শ নিতেই চান, এমন কারও কাছ থেকে পরামর্শ নিবেন যিনি আসলেই একচুয়াল ক্যাপাবল, ইন্ডাস্ট্রি বা একাডেমিক ওরিয়েন্টেড, যিনি সিএসই কে ভালোবাসে। যে কোন বিষয়ে পরামর্শ নেয়ার আগে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, “একটি ভালো পরামর্শ যেমন আপনাকে অনেক দুর এগিয়ে নিতে পারে, তেমনি একটি বাজে পরামর্শ অনেক নিচে নামিয়ে দিতে পারে।”

তাই সিএসই এর ব্যাপারে, যার তার থেকে পরামর্শ নিয়ে নিজের ক্ষতি করবেন না।  যে কোন সমস্যাতে আমাদের ইমেইল করতে পারেন অথবা ফেজবুকে নক দিতে পারেন।

More From Author

কম্পিউটার সাইন্স কি শুধুই শখের সাবজেক্ট

কম্পিউটার সাইন্স কি শুধুই শখের সাবজেক্ট ?

সিএসই স্টুডেন্ট রা কি সব জান্তা সমীপেশু, galib notes

সিএসই স্টুডেন্ট রা কি সব জান্তা সমীপেশু ?

গালিব নোটস বিজ্ঞাপনঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Our Facebook Page

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Our Latest Twit

Subscribe For Last Update



ব্লগ সংক্রান্ত নোটিশঃ

বিজ্ঞাপন দিতে চাইলে, ডিজাইন রেডি করে যোগাযোগ করতে পারেন। আমরা বিজ্ঞাপন চেক করে সাইট এর সাথে ফিট হলে প্রাইস নিয়ে আলোচনা করব। তবে, আমাদের সাইট এর ভিজিটর এবং কনভার্সন রেট বেশী হওয়ায় বিজ্ঞাপনের চার্জ কিছুটা বেশী। বিজ্ঞাপন সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে পারেন এখানে

ব্লগে লিখতে চাইলে, লেখা রেডি করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। লেখা ইউনিক এবং কপি মুক্ত হতে হবে। লেন্থ ১ হাজার ওয়ার্ড এর বেশী হওয়া লাগবে। ব্যাকলিংক পেতে পারেন শর্ত মেনে। লেখা সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে পারেন এখানে।

গালিব নোটস বিজ্ঞাপনঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Tech-Alert-Bangla-Ads-2

আমাদের অন্যান্য উদ্যোগঃ

টেক এলার্ট বাংলা টেকনোলজি ব্লগ। মোস্টলি ফ্রিল্যান্সিং-আউটসোর্সিং, অনলাইন এ আয়, বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে ব্লগ প্রকার করা হয় নিয়মিত। টেক এলার্ট এর ইউটিউব চ্যানেল দেখতে পারেন এখানে।

সিলিকভি  বাংলাদেশি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কোম্পানি। ওয়ার্ডপ্রেস সংক্রান্ত সব ধরনের সার্ভিস যেমন থিম-প্লাগিন ডেভেলপমেন্ট, কোম্পানি সাইট, পার্সনাল সাইট, কাস্টমাইজেশন, ইকমার্স সলুশন ইত্যাদিয়ে দিয়ে থাকে। এর বাইরে সিলিকভি এর সাস প্রডাক্ট রয়েছে।

গ্রিন সফট হচ্ছে টেক ব্লগ যেখানে ইকমার্স এবং উকমার্স নিয়ে বিস্তারিত ব্লগ পাবেন। অনলাইনে ব্যাবসা এর জন্য যা যা জানা দরকার সব পাবেন গ্রিনসফট ব্লগ এ।

ক্যারিয়ার পোর্টাল হচ্ছে বাংলাদেশি প্রথম, সর্বাধুনিক মেশিন লার্নিং প্রযুক্তি নির্ভর জব প্লাটফর্ম । সাইট এর বেটা ভার্শন রিলিজ করা হয়েছে এবং নিয়মিত আপডেট করা হয়ে থাকে।

গালিব নোটস এর ইউটিউব ভিডিওঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ