আমি যখন বলেছি, এদেশের বেসরকারী বিশ্ববিদ্যালয় গুলো আদতে কোন কোয়ালিটি গ্রাজুয়েট তৈরি করছে না, অনেকে অনেক কথা বলেছে। আমি বলেছি, ২০৩০ সাল নাগাদ বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে উৎপাদিত গ্রাজুয়েটদের ফুট পয়সার দাম থাকবে না, অনেকে উলটা পালটা অনেক কিছু বলেছে। তো চলেন আজকে দেখে নেই, এদেশের ভার্সিটি গুলো টাকার বিনিময়ে কিভাবে সার্টিফিকেট বিক্রি করছে!
স্কিল শিখতে আলাদা কোর্স করতে হয়
হায়ার স্টাডি আলাদা প্রেপ নিতে হয়
গভ চাকরি লবিং লাগে
ফ্যাকাল্টি হতে চামচা হতে হয়
তাহলে আদতে কি দিচ্ছে ভার্সিটি?
এখন তো আমি কাওকে রেফার করতে ভয় পাই। যাকে রেফার করব, কয় দিন পর সে বলবে, কিছুই শিখে নি।