সবাই তো স্বার্থপর আমাদের আশেপাশে যত মানুষ জন রয়েছে আপনি-আমি এবং আমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। 

আমাদের পরিচিতি মানুষজন বা অপরিচিত মানুষজন সবাই আমরা স্বার্থপর।

আমরা যখন কোন কাজ করি তখন অবশ্যই আমরা আমাদের স্বার্থে দিকটা বিবেচনা করি।

এই যে কোন একজন মানুষ আমার জন্য কোন কিছু করছে তারমানে এখানে তার স্বার্থ রয়েছে।

যখন তার স্বার্থ শেষ হয়ে যাবে সে আর আমার জন্য কাজ করবে না।

যত আমার ফ্রেন্ড সার্কেল রয়েছে যারা আমার সাথে স্বার্থের জন্য ফ্রেন্ডশিপ রেখেছে অথবা আমার আত্মীয়-স্বজন যারা রয়েছে,

তারা আমার সঙ্গে তাদের স্বার্থের জন্য কথা বলছে এই জিনিসটা আমি ভাবতে ভাবতে একসময় আমি ডিপ্রেশনে চলে গেছিলাম।

 যখন তাদের স্বার্থ চলে যাবে তখন তারা আমার সঙ্গে মিশবে না।

এখানে আরেকটি কারণ ছিল যে আমি বেশ কয়েকটি প্রজেক্ট রান করে থাকি এবং একই সাথে আমি কয়েকটি বিজনেস এর সাথে ইনভল্ড একইসাথে কিন্তু আমি জব ও করে থাকি।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ৫টি সেরা সাবজেক্ট 

তো সব জায়গায় আমার মনে হতো এইযে আমার আশেপাশের মানুষজন যাদের সঙ্গে আমি কাজ করছি এরা মূলত স্বার্থের জন্য কাজ করছে।

যখন তাদের স্বার্থ শেষ হয়ে যাবে তখন কিন্তু তারা চলে যাবে।

 এবং আমরা যে প্রত্যেকে স্বার্থপর এই কথাটি অস্বীকার করার কিন্তু কোনো সুযোগ নেই।

এটি ভাবতে ভাবতে আমি খুবই হতাশ হয়ে গিয়েছিলাম এবং আমি অনেকদিন এটি নিয়ে চিন্তা করেছি।

চিন্তা করতে করতে আমি একটা জিনিস আইডেন্টিফাই করেছি এবং সে জিনিসটি আইডেন্টিফাই করার পরেই আমার হতাশা অনেকটাই কমে গিয়েছে।

আমি পার্সোনালি মনে করি আমরা যদি এই আইডেন্টিফিকেশন টা বুঝতে পারি এবং এই ক্যাটাগরিতে বুঝতে পারি তাহলে আমাদের সবার জন্যই লাইফটা অনেক ইজি হয়ে যাবে। 

এই ব্লগে আমি স্বার্থপরতা নিয়ে কথা বলবো কাদের সঙ্গে আপনার মেশা উচিত তাদের ব্যাপারে কথা বলব।

তাদেরকে অবহিত করা উচিত তাদেরকে নিয়ে কথা বলবো

তবে সম্পূর্ণ ব্লগ টি আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে বলার চেষ্টা করব।

 তাই আপনি চাইলে  এই ব্লগ কি এখন থেকেই ইগনোর করতে পারেন।

কোনটা আপনার জন্য? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং

অনেকে রয়েছেন কম্পিউটার সায়েন্সে ভর্তি হতে চান অথবা কম্পিউটার সায়েন্স এ পড়াশোনা করতে চান অথবা কম্পিউটার সাইন্স ক্যারিয়ারে অনেক কিছু নিয়ে হতাশায় রয়েছেন।

তাদের জন্য আমি একটি ফেসবুক গ্রুপ খুলেছি যে গ্রুপের লিংক দেয়া থাকবে ডেসক্রিপশন বক্সে।

সেখান থেকে জয়েন করলে আপনি আমাকে সরাসরি কোশ্চনস করতে পারবেন। 

আর আপনার প্রশ্ন থেকে আপনার উপকার হতে পারে আপনার বন্ধুদের উপকার হতে পারে।

আমরা আমাদের আশেপাশের মানুষজনদের মোটাদাগে প্রধান দুই ভাগে ভাগ করতে পারি।

 যদিও সবাই আমরা স্বার্থপর তারপরেও এই স্বার্থপর মানুষগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি।

  • একদল মানুষ রয়েছে যারা কার্টেসি মেইনটেইন করে চলে
  • আরেকদল মানুষজন রয়েছে যারা কার্টেসিঃ মেনটেন করে চলে না।

 যারা কার্টেসিঃ মেনটেন করে চলে তারা গিভ অ্যান্ড টেকার দুইটাই করে থাকে

কোনটি আপনার জন্য আদর্শ “ফ্রিল্যান্সিং করবেন নাকি জব করবেন?”

 আর যারা কার্টেসিঃ মেনটেন করে না তারা অনলি টেকার।

এই যে কারা কার্টেসিঃ মেইন টেইন চলে অন্যদিকে কারা কার্টেসিঃ মেনটেন করে চলে না,

এটি আমি আপনাদেরকে কয়েকটি এক্সাম্পল এর মাধ্যমে ভিন্ন ভিন্ন দিক থেকে আপনাদেরকে প্রথম থেকেই বুঝিয়ে দিচ্ছি।

 তারপরে আমি বলছি কাদের সঙ্গে আমাদের মেশা উচিত কেন মেশা উচিত।

ফ্যামিলি কি স্বার্থপর ?

প্রথম কথা হচ্ছে লেটস টক অ্যাবাউট দা ফ্যামিলি।

যদি আপনি আপনার ফ্যামিলি মেম্বার দের কথা চিন্তা করেন ধরেন আপনি আপনার ফ্যামিলির বাইরে গিয়ে কোন একটি কাজ করছেন।

আপনার ফ্যামিলি আপনাকে পড়াশোনা করতে করছে ভালোভাবে ভালোভাবে পড়াশোনা করলে না বা ফ্যামিলি আপনাকে জব করতে বলছে আপনি বললেন না।

এই যে আপনি তাদের বাইরে চলে গেলেন তারা কিন্তু আর আপনাকে ফ্যামিলিতে পজিটিভ ভাবে নিবে না।

কিন্তু এর পরেও আপনি যখন কোন বিপদে পড়বেন অথবা কোনো সমস্যায় পড়বেন তখন কিন্তু এ ফ্যামিলি আপনার কাছে এগিয়ে আসবে ফ্যামিলি আপনাকে সহায়তা করবে।

 সেটি কার্টেসিঃ মেনটেন করার জন্য হলেও, সৌজন্যতা মেইনটেইন করার জন্য হলেও।

ফ্রেন্ড সার্কেল এর মধ্যো কারা স্বার্থপর ?

ভাইবা অভিজ্ঞতা আমার ইন্টারভিউ এক্সপেরিয়েন্স”

একইভাবে আপনার ফ্রেন্ড সার্কেল সিনিয়র-জুনিয়র যারা রয়েছে তাদের মধ্যে দুই ধরনের মানুষ পাবেন।

এক ধরনের মানুষ আছে যারা কার্টেসিঃ মেনটেন করে চলে, সৌজন্যতা মেইনটেইন করে চলে,আরেকজন মানুষ রয়েছে যারা এটির ধার ধারে না।

যেমন ধরেন আপনার কোন একটি কাজ দরকার আপনার ইউনিভার্সিটি তে।

আপনি যদি জুনিয়রদের কে ফোন দেন। একদল স্টুডেন্ট পাবেন,একদল জুনিয়র পাবেন যারা আপনার ফোন পেয়ে তারা তাদের ইচ্ছা থাকা না থাকা সত্বেও শুধুমাত্র সৌজন্যতা দেখানোর জন্য হলেও আপনার জন্য কাজটা করবে।

 অথবা আপনার কাছে এটলিস্ট এক্সপ্লেইন করবে তাদের অন্য কোন কাজ রয়েছে।

আর একজন মানুষ পাবেন যারা যখন বুঝতে পারবে তাদের সঙ্গে কোন কাজের জন্য ফোন দিয়েছেন,কোন কাজের জন্য যোগাযোগ করছেন,তারা কিন্তু আপনাকে নানানভাবে  এভোয়েড করবে।

এরপরে তারা আপনাকে এক্সপ্লেইন পর্যন্ত করবে না।

তো এই যে যে দল হচ্ছে এক্সপ্লেইন ও করবেনা তারা হচ্ছে অনলি টেকার আর যারা কার্টেসিঃ মেনটেন করার জন্য হলেও আপনাকে এক্সপ্লাইন করবে এটলিস্ট তারা যে ব্যস্ত এটি আপনাকে ইনফর্ম করবে এ ধরনের মানুষ হচ্ছে গিভ এন্ড টেকার।

আবার ধরেন আপনি যদি ইউনিভার্সিটি সিনিয়র হন তাহলে কিন্তু অনেক জুনিয়র স্টুডেন্টের সাথে আপনার পরিচয় থাকবে।

এখন কোন একটি কারণে আপনি ইউনিভার্সিটি তে গেলেন ইউনিভার্সিটি তে যাওয়ার পরে কি হলো দেখা গেল হয়তো জুনিয়রদের সঙ্গে বললেন যে আপনি ইউনিভার্সিটি তে যাবেন।

কিছু জুনিয়র আছে যারা আছে আপনার সঙ্গে দেখা করবে অথবা দেখা করতে না পারলেও এক্সপ্লেইন করবে তার অন্য একটি কাজ রয়েছে।

 আর কিছু জুনিয়র সিম্প্লে আপনাকে ইগনোর করবে।

এখন কোন একটি কাজ মানুষের থাকতে পারে, কিন্তু যেই মানুষ আপনাকে এক্সপ্লাইন করবে বা বলছে অথবা কার্টেসিঃ মেনটেন করছে সৌজন্যতা দেখাচ্ছে তারাই হচ্ছে গিভ এন্ড টেক।

কিন্তু যারা আপনাকে সম্পূর্ণ এভোয়েড করছে তারা হচ্ছে অনলি টেকার।

আপনার আশেপাশের সব ধরনের মানুষ জনের মধ্যে এই দুই ক্যাটাগরির মানুষ আপনি পাবেন।

একটা হচ্ছে গিভ অ্যান্ড টেকার  যারা কার্টেসিঃ মেনটেন করে চলে, সৌজন্যতা দেখায়।

আরেকজন মানুষ আছে যারা অনলি টেকা যখন তাদের কোন কিছু দরকার হবে তখন আপনাকে নানানভাবে কনভেন্স করার চেষ্টা করবে।

 কিন্তু যখন আপনার দরকার হবে তখন তাদেরকে  খুঁজে পাবেন না।

 এখন আসা যাক আপনি কাদের সঙ্গে মিশবেন আর কাদের সঙ্গে মিশবেন নাঃ

একোর্ডিং টু মাই নলেজ এন্ড এক্সপ্লেনেশন যারা গিভ অ্যান্ড টেক কেয়ার যারা স্বার্থের জন্য হলেও সৌজন্যতা দেখানোর জন্য হলেও আপনার কাজটি করে দেয় আপনাকে রেসপন্স করে

তারাই হচ্ছে আলটিমেটলি সেই পারশন  যাদেরসঙ্গে আপনার নেশা উচিত।

একটা অফিস তৈরি করবেন এখন আপনার কিন্তু এম্প্লই দরকার হবে।

এটলিস্ট এডুকেশন দরকার হবে,লোকাল এজেন্ট দরকার হবে ,নেক ধরনের মানুষই দরকার হবে।

এখন ওই দুই দল মানুষের মধ্যে একটু কম্পেয়ার করেন

একদল হচ্ছে গিভ এন্ড টেক যারা আপনার থেকে টাকা পয়সা নেবে এবং কাজটি ঠিকঠাক করে দিবে, সৌজন্যতা দেখানোর জন্য হলেও কাজটি করে দিবে।

আরেকদল হচ্ছে শুধুমাত্র তাদের স্বার্থের জন্য আপনার সাথে যোগাযোগ করবে। এখানে কিন্তু আপনি শুধুমাত্র গিভেন টাকা দিয়েই আপনার কাজটি করিয়ে নিতে পারবেন।

যারা শুধু স্বার্থের খাতিরে তাদের স্বার্থের কারণে প্রয়োজনে শুধুমাত্র আপনার সঙ্গে যোগাযোগ করে তাদের কে দিয়ে কিন্তু আপনি করিয়ে নিতে পারবেন না।

আপনার আশেপাশে যেসব মানুষ জন রয়েছে তাদের দিকে যদি আপনি তাকান কথা বলেন আপনি খুব সিম্পলি সহজেই বুঝতে পারবেন যে কারা আসলে অনলি টেকার আর কারা গিভ এন্ড টেকার।

গিভ অ্যান্ড টেক শব্দটি খারাপ হলেও  শব্দটি কিন্তু রিয়েল লাইফের জন্য  খুবই খুবই ইফেক্টিভ একটি শব্দ

আপনার লাইফে যে সমস্ত মানুষ গিভ অ্যান্ড টেক এর মাধ্যমে হলেও তাদের স্বার্থের জন্য হলেও আপনার সঙ্গে যোগাযোগ করে তারাই হচ্ছে আলটিমেটলি সেই পারসন যাদের সঙ্গে আপনার যোগাযোগ রাখা উচিত,কমিউনিকেশন করা উচিত বিভিন্ন প্রজেক্ট করা উচিত।

 যদি আপনি কখনো বুঝতে পারেন যদি একজন পারসন শুধুমাত্র টেকার।

তাদেরকে আপনি সিম্প্লে আপনার লাইফ থেকে কিক আউট করে দিবেন। মনে রাখবেন শুধুমাত্র অনলি টেকার দাঁড়া আপনার লাইফের কখনো কোনদিন উপকার হতে পারে না।

স্বার্থপর মানুষদের নিয়ে আমাদের সমাজ ।

আমি নিজেও কিন্তু স্বার্থপর। এমনকি আমার যেই ব্লগ এবং ইউটিউব চ্যানেলটি আমি রান করেছি এখানে আমার স্বার্থ রয়েছে।

আপনি এইযে ব্লগটি পড়ছেন এখানে কিন্তু আপনার স্বার্থ রয়েছে।

তো এই যে মানুষজনের মধ্যেও এইযে ক্যাটাগরাইজ, এই টা যদি আপনি বুঝতে পারেন,এবং যদি আপনি ধরতে পারেন এবং আপনি যদি এক্সিকিউশন করতে পারেন রিয়েল লাইফে তাহলে কিন্তু রিয়েল লাইফে।

এতে আপনার প্রথম থেকে ভালো হতে পারে, আপনার ক্যারিয়ার গ্রো করতে পারবেন।

আপনার ফিউচার ভালো হতে পারে এবং আপনি যে প্ল্যান করছেন সেটিও।

তো স্বার্থপর দের নিয়ে এই ছিল আজকের  ব্লগ। যদি আপনার কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।

0Shares
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ৫টি সেরা সাবজেক্ট  Previous post ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ৫টি সেরা সাবজেক্ট 
WordCamp Nepal, Galib Notes Next post প্রথম বিদেশ ভ্রমন, নেপাল ওয়ার্ডক্যাম্প আর পাহাড়ে ভয়ের গল্প…

One thought on “সবাই তো স্বার্থপর তাহলে মিশবেন কার সাথে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

গালিব নোটস এর ইউটিউব ভিডিওঃ