আমি আমার লাইফে অনেক চাকরিতে আবেদন করেছি। সাপোর্ট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সিইও পজিশনে চাকরির আবেদন করতে গিয়ে কিছু মজার অভিজ্ঞতা হয়েছে। সেগুলো শেয়ার করার জন্যই আজকের ব্লগ-

মজার ঘটনা-১

একটা জবে ১,৮০,০০০ টাকা স্যালারি ডিমান্ড করে আবেদন করেছিলাম! HR থেকে ফোন দিয়ে জিজ্ঞেস করল, আমি কি ভুলে এত টাকা মান্থলি স্যালারি চেয়েছি??
আমি বললাম নাহ! আমি জেনে শুনে এইটা লিখেছি!!
HR আকাশ থেকে পড়ল! উনার ধপাশ করে পরে যাওয়ার শব্দ আমি ফোনের ভিতর দিয়ে স্পষ্ট শুনতে পেলাম।

HR জানতে চাইল, আমি কি জুনিয়র ডেভেলপার পজিশনে ১ লাখ ৮০ হাজার বেতন চেয়েছি? জুনিয়র পোস্টে??

আমি নির্বিকার বললাম, হ্যা! আমি জুনিয়র পোস্ট এর জন্যই এটা ডিমান্ড করেছি!
ফ্রেশ ইঞ্জিনিয়ারের যদি ৩ বছর অভিজ্ঞতা, লারাভেল, সিম্ফনি, কোড ক্যানিয়ন এ দক্ষতা, সাথে নোড না হলে চলবে না!! এই সব এনালাইসিস করে আমি স্যালারি ডিমান্ড করেছি।
HR কিছু না বলে ফোন রেখে দিলেন। বুঝলাম না, চাকরি টা হবে কি না!! ফিলিং কনফিউজড 😉

মজার ঘটনা-২

চাকরি শুরু করার একটু আর্জেন্সি ছিল। তাই প্রচুর চাকরিতে আবেদন করেছিলাম। শুধু জব সাইট থেকেই ৬০ এর অধিক চাকরিতে আবেদন করেছিলাম।

এত আবেদন এর পরেও খুব একটা সারা পাচ্ছিলাম না। কিছুটা হতাশ ছিলাম আর কি।

এর মধ্য কয়েক যায়গা কনফার্ম কল আসার কথা ছিল, আসে নাই। উলটা কিছু রিজেকশন আসছিল। যাই হোক, নতুন চাকরিতে জয়েন করার পর কিছু কিছু যায়গা থেকে কল আসতে থাকল।

তো, এ রকম একদিন অফিসে বসে কাজ করছি। আমার পাশে আমার কলিগরা। একটা অপরিচিত নাম্বার থেকে কল আসল। আমি কিছুটা অবাক হলেও কলটা ধরলাম।

~~ আপনি কি আসাদুল্লাহ গালিব বলছেন? জ্বী বলছি, বলুন।

~~ আমি ড্যাশ গেইম স্টুডিও থেকে বলছি। আপনি আমাদের কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজার হিসাবে আবেদন করেছিলেন। আমরা যদি আগামী শুক্রবার আপনার সাথে একটা মিটিং এরেঞ্জ করি, আপনি কি আসতে পারবেন?

~~ আমি- না পারব না। কারন আমি আরেকটি অফিসে জয়েন করেছি অলরেডি!

~~ ও আচ্ছা, ঠিক আছে ধন্যবাদ।

ইতি মধ্য কলিগরা সব অট্ট-হাসি শুরু করে দিয়েছে! আপনি কি এইচয়ার কে রিজেক্ট করে দিলেন?

হ্যা, ইট ফিলস গুড। আগে আমাকে রিজেক্ট করা হইত আর আজ উনাদের রিজেক্ট করলাম। এই বলে আরেকবার উচ্চ শব্দে হাসি।

চাকরিতে ইন্টারভিউ এর অভিজ্ঞতা নিয়ে বাংলাতে খুব একটা ব্লগ পাবেন না। আর ফেইলুর অভিজ্ঞতা তো কেউ ই শেয়ার করেন না। চাকরিতে ফেইলুর অভিজ্ঞতা জানতে চাইলে আমার ইন্টারভিউ এক্সপেরিয়েন্স ব্লগ পড়ে দেখতে পারেন এখান থেকে

আপনার মজার কোন অভিজ্ঞতা থাকলে আমার পেইজ এ জানাতে পারেন বিস্তারিত। এই ব্লগে আপনার নাম সহ আপডেট করে দেয়া হবে।

0Shares
কম্পিউটার সাইন্স এ ভর্তির পর প্রথম দিকে কি কি করা উচিৎ? Previous post কম্পিউটার সায়েন্স এ ভর্তির পর প্রথম সেমিস্টারে কি করা উচিৎ?
ইশরাত জাহান, UI/UX ডিজাইনার Next post আমি ইশরাত জাহান, UI/UX ডিজাইনার, আমি যেভাবে কাজ করি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

গালিব নোটস এর ইউটিউব ভিডিওঃ