ফ্রিল্যান্সিং বাংলা

৩ ধরনের মানুষের কোন ভাবেই উচিৎ না, ফ্রিল্যান্সিং চেষ্টা করার!

আমাদের চার পাশের অনেকে ইদানিং ফ্রিল্যান্সিং করার চেষ্টা করে। এর কারন হচ্ছে, দেশীখন বইছে ফ্রিল্যান্সিং এর জোয়ার। বেশির ভাগ মানুষ না বুঝে এই রাস্তায় আগাচ্ছে আর মুল্যবান সময়, অর্থ নষ্ট করছে। আমাদের মধ্য অনেক মানুষ আছে, যাদের কোন ভাবেই ফ্রিল্যান্সিং করা উচিৎ নয় অথচ তারাও চেষ্টা করে যাচ্ছেন। আর ট্রেইনিং সেন্টার গুলো তাদের ব্যাবসার স্বার্থে এসব নিয়ে কথা বলছে না। চলুন দেখে নেয়া যাক, কাদের একবারেই উচিৎ না, ফ্রিল্যান্সিং বা অনলাইন এ কাজের চেষ্টা করা।

১। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টঃ

আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে শুরুতে একটা কাজ শিখতে হবে এবং সেটা মার্কেট এ সেল করা লাগবে। কাজের শুরুতে খুব বেশী প্রারিশ্রমিক পাবেন না। শুরুর দিকে, অনেক সময় লাগবে কাজ পেতে। কাজ ম্যানেজ করতে। সময়ের তুলনায় ইনকাম অনেক অনেক কম হবে। আবার, এই দিকে সময় দেয়ার ফলে, স্টাডিতে সমস্যা হবে নিশিচত। রাত জাগার ফলে, ক্লাসে মন দিতে ব্যার্থ হবেন। কুইজ, টার্ম পরিক্ষা খারাপ হবে এবং ফাইনালি রেজাল্ট খারাপ হবে।


একটা ডামি হিসাব দেখে নেই চলেন। ধরেন, ফ্রিল্যান্সিং করে মাসে ১০০ ডলার হিসাবে, ৬ মাসে ৬০০ডলার ইনকাম করলেন। কিন্তু স্কিল্ড হতে পারলেন না। গ্রাজুয়েশন এর পর আপনার সেলারি হবে ২৫০ডলার যেটা ৬মাসে ১৫০০ডলার সর্বচ্চ।

আপনার বন্ধু ফ্রিল্যান্সিং না করে স্কিল্ড হলো এবং তার স্যালারি হলো ৫০০ডলার মাসে। ৬মাসে ইনকাম হবে ৩০০০ডলার। তাহলে দেখুন সে জব লাইফে আপনার থেকে ১৫শ ডলার শুরুতেই বেশি ইনকাম করছেন। বাকী দিন তো পড়েই আছে।

কিভাবে ইন্টার্নশিপ এর সেরা ক্যাটাগরি সিলেক্ট করবেন!

২। দুর্বল কমিউনিকেশনঃ

অনলাইন এ কাজ করতে চাইলে, কমিউনিকেশন খুবই ইম্পর্টেন্ট এলিমেন্ট। কাজের স্কিলস এর সাথে কমিউনিকেশন দক্ষতা না থাকলে, ফ্রিল্যান্সিং এ সফল হওয়া সম্ভব নয়। অনলাইন এর কাজ গুলো আমরা যাদের ন্সাথে করে থাকি, তাদের কাছে অনেক সুযোগ থাকে। তাই, কমিউনিকেশন ভালো না হলে, কাজ পাওয়া প্রায় অস্মভব।

৩। ইংরেজীতে অদক্ষতাঃ

কোন কাজ করবেন, ইংরেজী। কোন টিউটোরিয়াল দেখবেন, সেটাও মোস্টলি ইংরেজীতে। কোন ক্লায়েন্ট এর সাথে কথা বলা, ইমেইলিং, বিডিং, কলিং সব কিছু ইংরেজীতে। অনলাইন এর প্রতিটি স্টেপ এ ইংরেজীর দরকার। আমাদের মধ্য অনেকের ইংরেজীর ভিতি চরম। অনেকে বুঝেই না কি করা লাগবে, কি বলা লাগবে। অনেকে আবার ইংরেজী শিখতেও আগ্রহী নয়। এ রকম ক্যাটাগরির মানুষ হলে, ফ্রিল্যান্সিং এ ভাল করা সম্ভব নয়।

ইনস্ট্যান্ট টাকার দরকার হলে, তার জন্য ফ্রিল্যান্সিং নয় – গালিব নোটস

৪। অলস এবং সময় স্বল্পতাঃ

যদি আপনি অলস হন, কাজ করতে ভালো না লাগে, তাহলে এই লাইন এ কাজে আগানো ঠিক হবে না। এখানে, একজন ক্লায়েন্ট এক সাথে ৪-৫জন কে নক দেয় এবং যিনি আগে রিপ্লাই দেন, তার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আবার, ক্লায়েন্ট কে ইমেইল করা, বিড করা এগুলা খুব বোরিং কাজ। অনেক বেশী পরিশ্রমী আর সেলফ মোটিভেট না হলে এখানে টিকে থাকা কঠিন।

ফ্রিল্যান্সিং এ ইনভেস্ট ছাড়া আগানো যায় না। আপনার সব থেকে মুল্যবান হচ্ছে সময় আর ফ্রিল্যান্সিং এ সময় ইনভেস্ট করতে হয়। যদি, টাকার আর্জেন্ট দরকার হয় বা অন্য কাজে ব্যাস্ত থাকেন, তাহলে অনলাইন ফ্রিল্যান্সিং এ ভালো করতে পারবেন না।


এটা ঠিক যে, অনলাইন এ কাজ করে অনেক বেশি আর্নিং করা সম্ভব কিন্তু এটাও মনে রাখা লাগবে, সব কিছু সবার জন্য এবং সব সময় প্রয়োজ্য নয়। সাময়িক সুবিধা হলেও, ভবিশ্বতের বড় সমস্যা মাথায় রাখা উচিৎ।

একদম শুরুতে লম্বা সময় ধরে কাজ শিখে যেতে হবে, কাজের জন্য সময় দিতে হবে। স্কিল্ড হওয়ার সাথে সাথে মার্কেটার হতে হবে। স্কিলস সেল করার জন্য দিনের পর দিন চেষ্টা করে যেতে হবে। কোন বেনিফিটস ছাড়া লম্বা সময় কাজ করে যাওয়া এত সহজ নয়। যাদের মধ্য অধ্যাবসায় নেই, তাদের পক্ষে কোন ভাবেই সম্ভব নয়।

যে ১৪টি কারনে প্রোগ্রামার মেয়ের সাথে ডেট করা উচিৎ!

এটা ঠিক যে, অনলাইন এ কাজ করে অনেক বেশি আর্নিং করা সম্ভব কিন্তু এটাও মনে রাখা লাগবে, সব কিছু সবার জন্য এবং সব সময় প্রয়োজ্য নয়। সাময়িক সুবিধা হলেও, ভবিশ্বতের বড় সমস্যা মাথায় রাখা উচিৎ। যারা বেসরকরী বিশ্ববিদ্যালয়ে লেখা পড়া করেন, তারা এত টাকা দিয়ে পড়ছেন আর সাম্ন্য টাকার জন্য ক্যারিয়ার কে বিপদের মুখে ঠেলে দিবেন না। যারা সরকারী বিশ্ববিদ্যালয়ে আছেন, সুযোগ আছে বিশ্বের দরবারে সেরা যায়গা যাওয়ার, সে সুযোগ হাত ছাড়া করবেন না।

More From Author

Date a code girl galibnotes.com

যে ১৪টি কারনে প্রোগ্রামার মেয়ের সাথে ডেট করা উচিৎ!

iubat cse local oxford

কম্পিউটার সায়েন্স পড়ার জন্য আমরা এমন কোন বিশ্ববিদ্যালয় সাজেস্ট করতে পারি না…

গালিব নোটস বিজ্ঞাপনঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Our Facebook Page

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Our Latest Twit

Subscribe For Last Update



ব্লগ সংক্রান্ত নোটিশঃ

বিজ্ঞাপন দিতে চাইলে, ডিজাইন রেডি করে যোগাযোগ করতে পারেন। আমরা বিজ্ঞাপন চেক করে সাইট এর সাথে ফিট হলে প্রাইস নিয়ে আলোচনা করব। তবে, আমাদের সাইট এর ভিজিটর এবং কনভার্সন রেট বেশী হওয়ায় বিজ্ঞাপনের চার্জ কিছুটা বেশী। বিজ্ঞাপন সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে পারেন এখানে

ব্লগে লিখতে চাইলে, লেখা রেডি করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। লেখা ইউনিক এবং কপি মুক্ত হতে হবে। লেন্থ ১ হাজার ওয়ার্ড এর বেশী হওয়া লাগবে। ব্যাকলিংক পেতে পারেন শর্ত মেনে। লেখা সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে পারেন এখানে।

গালিব নোটস বিজ্ঞাপনঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Tech-Alert-Bangla-Ads-2

আমাদের অন্যান্য উদ্যোগঃ

টেক এলার্ট বাংলা টেকনোলজি ব্লগ। মোস্টলি ফ্রিল্যান্সিং-আউটসোর্সিং, অনলাইন এ আয়, বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে ব্লগ প্রকার করা হয় নিয়মিত। টেক এলার্ট এর ইউটিউব চ্যানেল দেখতে পারেন এখানে।

সিলিকভি  বাংলাদেশি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কোম্পানি। ওয়ার্ডপ্রেস সংক্রান্ত সব ধরনের সার্ভিস যেমন থিম-প্লাগিন ডেভেলপমেন্ট, কোম্পানি সাইট, পার্সনাল সাইট, কাস্টমাইজেশন, ইকমার্স সলুশন ইত্যাদিয়ে দিয়ে থাকে। এর বাইরে সিলিকভি এর সাস প্রডাক্ট রয়েছে।

গ্রিন সফট হচ্ছে টেক ব্লগ যেখানে ইকমার্স এবং উকমার্স নিয়ে বিস্তারিত ব্লগ পাবেন। অনলাইনে ব্যাবসা এর জন্য যা যা জানা দরকার সব পাবেন গ্রিনসফট ব্লগ এ।

ক্যারিয়ার পোর্টাল হচ্ছে বাংলাদেশি প্রথম, সর্বাধুনিক মেশিন লার্নিং প্রযুক্তি নির্ভর জব প্লাটফর্ম । সাইট এর বেটা ভার্শন রিলিজ করা হয়েছে এবং নিয়মিত আপডেট করা হয়ে থাকে।

গালিব নোটস এর ইউটিউব ভিডিওঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ