ইন্টার্নশিপ এর ক্যাটাগরি নিয়ে অনেক শিক্ষার্থী কনফিউজড থাকেন। বিশেষ করে কম্পিউটার বিজ্ঞান সম্পর্কিত ফ্রেস গ্রাজুয়েট রা এটা নিয়ে প্রায় ই আমাকে জিজ্ঞেস করে থাকেন। এর কারন হচ্ছে, অন্য সাবজেক্ট গুলোতে মেজর সাবজেক্ট এর বাইরে অন্য ক্যাটাগরিতে ইন্টারনশিপ করা অনেক কঠিন হলেও, সিএসই রিলেটেড সাবজেক্ট এ ততটা কঠিন নয়। এখন, শিক্ষার্থীরা যাতে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে ইন্টার্ন এর ব্যাপারে সেটা নিয়ে বিস্তারিত আর্টিকেল। ঢাকা শহরের বেষ্ট ইন্টার্নশিপ (Best software engineering internship in dhaka) সিলেক্ট করার উপায় জানতে পড়তে থাকুন।

সফটয়্যার ইঞ্জিনিয়ারিং এ বা সিএসই লাইনের জন্য এই আর্টিকেল লেখা হলেও, মেথডটি অন্য বিষয়ের জন্য এপ্লিকেবল। যদি বেষ্ট ইন্টার্নশিপ সিলেক্ট করতে চান তাহলে, ৩টি বিষয়ে নজর দিতে হবে।


১। ব্যাক্তিগত আগ্রহ (Personal Prefernce):

শুরুতেই চেক করে দেখবেন যে, নিজের কোন প্রেফারেন্স আছে কি না। সেটা হতে পারে কোন ল্যাংগুয়েজ, ফ্রেমওয়ার্ক, টেকনলজি। যেমন, কেউ হয়ত ডেটা এনালিস্ট হিসাবে কাজ করতে চায়, আবার কেউ হয়ত মোবাইল এপস নিয়ে কাজ করতে চায়। এ রকম কোন ইচ্ছা থাকলে সেটা প্রাধান্য দিন।

যদি এমন হয় যে, পছন্দের ক্যাটাগরিতে খুব বেশী ইন্টার্নশীপ অফার করে না কোম্পানি গুলো, তাহলেও চিন্তা করা উচিৎ না। যেমন ধরেন, মেশিন লার্নিং এ যদি ইন্টার্ন করতে চান, তাহলে এমন হতে পারে। এ ক্ষেত্রে ভয় না পেয়ে চেষ্টা চালিয়ে যাওয়া উচিৎ। যেহেতু ভালো লাগে, তাই কাজের সময় খুব ভালো করবেন এটাই স্বাভাবিক। আর পুরো ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে চিন্তার কিছু নাই। শুধু মনে রাখবেন, আপনার লাগবে মাত্র ১টি পজিশন। আরেকটা ব্যাপার হচ্ছে, এ রকম মনে হলে, কিছুটা আগেই খোজ খবর নেয়া শুরু করবেন। তাহলে আর সমস্যা হবে না।

মেশিন লার্নিং নিয়ে কথা না বলা ফ্রেন্ডদের ইমিডিয়েটলি বদলে ফেলুন!


২। অভিজ্ঞতা (Experince):

যদি, ব্যাক্তিগত ভাবে প্রেফারেন্স না থাকে, তাহলে অভিজ্ঞতার গুরুত্ব দিন। ভার্সিটি লাইফ এর প্রজেক্ট গুলোর দিকে তাকান। কোন ল্যাংগুয়েজ সব থেকে বেশী ব্যাবহার করেছেন আর কোন ফ্রেমওয়ার্ক! হতে পারে সেটা পিএইচপি লারাভেল বা রুবি অন রেইলস। অভিজ্ঞতা আছে, এমন ক্যাটাগরি সিলেক্ট করলে, ইন্টার্ন পেতে সহজ হবে আবার সেখানে ভালো করাও সহজ হবে।

যদি তেমন কোন স্পেসিফিক ল্যাংগুয়েজ না থাকে, তাহলে দেখুন মেজর কোর্স এ কোন ভাষা ব্যাবহার করেছিলেন। সিনিয়র ইয়ার এ বা ফাইনাল ইয়ার এ কোন ফ্রেমওয়ার্ক এ কাজ করেছেন। আর যদি, কোন প্রজেক্ট ই না থাকে, তাহলে চিন্তা করুন যে, নিউ প্রজেক্ট করলে, কোন ল্যাংগুয়েজ ব্যাবহার করবেন!

How to choose best software engineering internship in dhaka – Galib Notes

৩। ট্রেন্ডিং (Trends):

ইন্টার্ন এর ক্যাটাগরি সিলেক্ট এর জন্য সব থেকে শেষ অপশন হচ্ছে, ফলো দ্যা ট্রেন্ডস! সব সময় আমরা বলি, ট্রেন্ডিং এ গা ভাসাবেন না কিন্তু ইন্টার্ন সিলেক্ট করার জন্য আপনাকে ট্রেন্ডিং এ গা ভাসাতে হবে। যদি ১ এবং ২ নাম্বার এ কাজ নয় হয় তাহলে, ট্রেন্ডস এর দিকে নজর দিন। ট্রেন্ডিং ক্যাটাগরিতে প্রচুর জব এবং ইন্টার্ন (Best software engineering internship in dhaka) থাকে তাই এখানে ইন্টার্ন পাওয়া তুলনা মুলক সহজ হয়।


কিন্তু প্রশ্ন হচ্ছে, ট্রেন্ডস বুঝব কিভাবে! এটা খুবই সহজ একটা কাজ। ইন্টার্নশিপ এন্ড জবস ইন বিডি ফ্রেজবুক গ্রুপ এ যুক্ত হয়ে এখান কার পোস্ট গুলো অভজার্ভ করুন কয়েকদিন। তাহলেই বুঝতে পারবেন ট্রেন্ডস জব কোন গুলো। ট্রেন্ডস বুঝার পর সেই ক্যাটাগরি অনুযায়ী সিভি আপডেট করুন, প্রজেক্ট রেডি করুন, এবং ইন্টার্ন এর চেষ্টা করুন।

ফাইনালি, আপনার যদি প্রোগ্রামিং বা কোডিং রিলেটেড কাজ ভালো না লাগে তাহলে সফটয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড ইন্টার্নশিপ এ আবেদন করবে না। এমন কি সুযোগ আসলে, সুযোগ থাকলেও করবেন না। এটা আপনার জব লাইফে কোন কাজেই আসবে না। আর যদি ভালো লাগে, তাহলে চেষ্টা করবেন, একটু কষ্ট করে হলেও, ভালো কোম্পানি গুলোতে ইন্টার্ন করতে। এতে করে শেখা যেমন হবে, ইন্টার্ন শেষে চাকরী পাওয়া সহজ হবে।

যাদের কাছে, কোডিং ভালো লাগে না তাদের অন্য অপশন গুলো দেখা উচিৎ। ইউআই/ইউএক্স ইঞ্জিনিয়ারিং, নেটওয়ার্কিং, ডেভঅপস সহ কত কিছু আছে। যেটা ভালো লাগে না, সেটা এভয়েড করার চেষ্টা করুন।

সফটয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্টার্নশিপ পেতে মাত্র ৪টি স্টেপ!

ডিগ্রি ছাড়াই চাকরী করা যাবে যে সব সফটয়্যার কোম্পানিতে!

ইন্টার্নশিপ হচ্ছে স্টুডেন্ট লাইভ এর শেষ আর জব লাইভ এর শুরু। তাই, ইন্টার্ন এর সময় যত বেশী কেয়ারফুল থাকবেন, তত বেশী স্টুডেন্ট লাইফ এর শেষ টা স্মুথ হবে আর জব লাইফের শুরুটা স্মুথ হবে। পছন্দ নয় বা ফিউচারে কাজ করবেন না, এমন যায়গা ইনটার্ন করার মানে হচ্ছে সময় নষ্ট করা। ইউনিভার্সিটির গ্রেড নয়, কোম্পানি দেখবে আপনার স্কিলস। তাই, ভালো যায়গা ইন্টার্ন করুন আর স্কিল গ্যাদার করুন।


0Shares
Best Software Company in Dhaka Previous post ডিগ্রি ছাড়াই চাকরী করা যাবে যে সব সফটয়্যার কোম্পানিতে!
Date a code girl galibnotes.com Next post যে ১৪টি কারনে প্রোগ্রামার মেয়ের সাথে ডেট করা উচিৎ!
Close

গালিব নোটস এর ইউটিউব ভিডিওঃ