Warning: sprintf(): Too few arguments in /home/ekeneeco/galibnotes.com/wp-content/themes/blog-prime/inc/breadcrumbs.php on line 259

ইনভেস্ট এ ধরা খাওয়া থেকে বিরত থাকবেন যেভাবে!

ইনভেস্ট এ ধরা খাওয়া থেকে বিরত থাকবেন যেভাবে!

বর্তমান সময়ে ইনভেস্ট এর পরিমান যেমন বাড়ছে সাথে ইনভেস্ট এ ধরা খেয়ে টাকা হারানোর প্রবনতা ও কিন্তু বাড়ছে স্পেশালী যারা অনলাইন এ ইনভেস্ট করার কথা ভাবছেন তাদের এই ঝুকি কিন্তু একটু বেশিই থেকে যাচ্ছে।

অনলাইন অথবা অফলাইন এ যারা ইনভেস্ট করতে চাচ্ছেন তাদের কয়েকটু বিষয়ে স্পষ্ট ধারনা নিয়ে তারপরে ইনভেস্ট করে উচিত।

আমরা আজকের এই ব্লগে কথা বলব কিভাবে আপনি কোন কোন উপায়ে ইনভেস্ট এ ধরা খাওয়া থেকে বিরত থাকবেন।

সোসিও ইকোনমিক কারণে আমাদের দেশের অনেক মানুষ রয়েছে তারা চায় তাদের যে অর্থ সম্পদ রয়েছে,যে টাকা পয়সার রয়েছে সেটিকে বৃদ্ধি করতে।

বিশেষ করে আমাদের দেশে যেই ইয়াং জেনারেশনের ছেলে মেয়ে রয়েছে

তারা চায় তাদের যে টাকা-পয়সা রয়েছে,তারা যেন সেটি খুব সহজেই বৃদ্ধি করতে পারেন

এই বৃদ্ধি করার জন্য তারা তাদের টাকা পয়সা এমন জায়গাতে ইনভেস্ট করে বা আমার যায়গায় খরচ করে ফেলে যেখান থেকে তাদের প্রফিট তো দূরে থাক মূল টাকা অনেক সময় ফেরত আসে না। 

কিন্তু আপনি কিছু স্ট্রেট ফরোয়ার্ড টুলস ব্যবহার করার মাধ্যমে এই টাকা পয়সা ধরা হওয়া থেকে সহজে মুক্তি থাকতে পারেন।

সহজেই আপনি ইনভেস্ট করা টাকা পয়সা গুলো গ্রো করাতে পারেন। 

এঞ্জেল ইনভেস্ট

যদিও আমাদের দেশে এনজেল ইনভেস্ট টা খুব বেশি পপুলার হচ্ছ।

অনেকেই রয়েছেন দেশের মধ্যে যারা এঞ্জেল ইনভেস্টের মাধ্যমে খুবই ভালো করছেন,আবার অনেকে রয়েছে এর পাশাপাশি ভেঞ্চার ক্যাপিটাল হিসেবে কাজ করছেন।

কোনটা আপনার জন্য? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং

তবে আজকের এই ব্লগে আমরা কোনভাবেই এনজেল ইনভেস্টিগেট নিয়ে কথা বলবো না,এটি একটি খুব বড় টপিক এবং এনজেল ইনভেস্ট নিয়ে ভবিষ্যতে একটি সিরিজ ভিডিও বানানোর চেষ্টা করব।

চলুন দেখা যাক,যখন আমরা আমাদের টাকাকে বৃদ্ধি করার জন্য ইনভেস্ট করে থাকি অথবা খরচ করে থাকে সেটি কীভাবে আমরা সেফলি করতে পারি অথবা ধরা খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি।

ইজি মেক মানিঃ

যদি আপনি ইনভেসমেন্টস সেফলি করতে চান তাহলে এক নাম্বার স্ট্রেটফরওয়ার্ড অথবা এক নাম্বার রুলস হচ্ছে ইজি মেক মানি ট্রাক থেকে বের হয়ে আসতে হবে।

আমাদের দেশে একটা ট্রেন্ড হচ্ছে আমাদের দেশে যে বেশির ভাগ ছেলে মেয়ে রয়েছে তারা কিন্তু এই ট্র্যাপ পড়েই তাদের ইনভেস্ট করা টাকা হারিয়ে ফেলে।

এবং আপনি কিভাবে বুঝবেন আপনি যেখানে ইনভেস্ট করছেন সেখানে ইজি মেকিং মানি ট্র্যাপ কিনা।

সেটি আপনাদেরকে আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি।

ধরুন কেউ আপনাকে অফার করলো আপনি সেখানে ইনভেস্ট করলে আপনাকে কোন কাজ করতে হবে না,আপনার কোন প্রকার রিক্স নেই কিন্তু বছর শেষে তারা আপনাকে প্রফিট দিবে।

যদি এরকম হয়ে থাকে যে আপনার কোন প্রকার রিক্স নেই কোন প্রকার কাজ করতে হবে না,

শুধুমাত্র আপনি তাদেরকে টাকা দিবেন বছর শেষে তারা আপনাকে প্রফিট সহ মূল টাকা ফেরত দিবে।

তাহলে আমি ধরে নিতে পারেন এটি একটি ইজি মানি মেকিং ট্রাপ। এই ধরনের ট্রাপ থেকে আপনি সবসময় দূরে থাকার চেষ্টা করবেন।

কোন কোন সময় হয়তো ইজি মানি মেকিং ট্রাপের মাধ্যমে কিছু সংখ্যক মানুষের উপকার পেয়ে থাকলেও বেশিরভাগ সময় দেখা যায় ৯০ থেকে ৯৯% মানুষ রয়েছে তাদের যে ইন্সেস্ট রয়েছে অর্থাৎ তাদের যে মূল টাকা রয়েছে সেটি হারিয়ে ফেলে

এই যে আমরা অনেক সময় দেখে থাকি মাল্টিলেভেল মার্কেটিং,মার্কেটিং সিপিসি এবং এ ধরনের যতগুলো রয়েছে সবগুলোই কিন্তু ইজি মানি মেকিং অ্যাপ।

এই ট্র্যাপের এর মাধ্যমে কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষ তাদের মূলধন হারিয়েছেন।

তাই আপনি যদি আপনার টাকা পয়সা সেফ রাখতে চান যদি আপনি সেফলি ইনভেস্ট করতে চান।

কোনটি আপনার জন্য আদর্শ “ফ্রিল্যান্সিং করবেন নাকি জব করবেন?”

তাহলে যখনই দেখবেন একেবারে সহজে আপনাকে কেউ টাকা দিচ্ছিল অথবা একেবারে সহজ কেউ আপনাকে প্রফিট দেয়ার কথা বলছে সেটি থেকে বিরত থাকবেন।

আপনার কাজ মিনিংলেস কিনাঃ

যদি আপনি সেফলি আপনার মানি ইনভেস্ট করতে চান অথবা খরচ করতে চান অথবা প্রতারণা থেকে বিরত থাকতে চান তাহলে

দুই নাম্বার স্টেপ হচ্ছে আপনি যে কাজটি করার মাধ্যমে আপনি প্রফিট এক্সপেক্ট করছেন সেই কাজটি মিনিংফুল কিনা।

একটু এক্সাম্পল এর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি।

অনেক সময় দেখা যায় আমাদের দেশে প্রচুর ছেলেমেয়ে রয়েছে যারা পিটিসি এর মাধ্যমে ইনকাম করার চেষ্টা করে থাকে।

পিটিসিতে কি কাজ করতে হয়ঃ

পিটিসি তে আপনাকে কি করতে হয় একটা নির্দিষ্ট সময় ধরে বিভিন্ন ভিডিও এড দেখতে হয়। একটা নির্দিষ্ট এক্টিভিটিস করতে হয়।

এখন অ্যাড ভিডিও গুলো কি আদৌ আপনার সাথে রিলেটেড? ডেফিনিটলি না। 

তাহলে আপনি এই যে কাজটি করছেন,অ্যাড দেখছেন সেটি কিন্তু মিনিংলেস কাজ হচ্ছে।

এর মাধ্যমে আপনি কখনই আপনার ইনভেস্ট করা টাকা গ্রো করতে পারবেন না,বরং বেশিরভাগ সময়ে আপনার আসল টাকাটাও হারিয়ে যাবে।

এ ধরনের ট্রাপ এ কিন্তু বেশিরভাগ মানুষই পড়তে পারে।

আবার আমরা অনেক সময় ফেসবুকে দেখতে পারি ঘরে বসে ইনকাম করুন। 

বিকাশে ৫০০ টাকা ফ্রী দিয়েছে হোয়াটেভার দ্যা থিংস ইউ সি সেখানে আপনাকে মিনিংলেস কাজ করতে হয়।

যেমন বিকাশে ৫০০ টাকা ফ্রি অথবা নগদে ৫০০ টাকা ফ্রি হলে আপনার কি হয়? বিভিন্ন জায়গায় কি করতে হয়?বিভিন্ন ধরনের লাইক দিতে হয়,শেয়ার দিতে হয়,আপনার প্রোফাইলে এক্সেস দিতে হয়। 

সবাই তো স্বার্থপর তাহলে মিশবেন কার সাথে?

এসব কাজ কিন্তু একেবারেই মিনিংলেস।

তো এই মিনিংলেস কাজের মাধ্যমে যদি আপনার মূল টাকাকে গ্রো  করার সুযোগ পান তাহলে সেখান থেকে আপনি বিরত থাকবেন।

তাহলে এ ধরনের প্রতারণা থেকে আপনি সহজেই বাঁচতে পারবেন।

রিসার্চ করে ইনভেস্ট করুনঃ

যদি আপনি কোথাও সেফলি ইনভেস্ট করতে চান তাহলে তিন নাম্বারে আপনার জন্য পরামর্শ হচ্ছে

আপনি যেখানে ইনভেস্ট করবেন সেটা নিয়ে জানা শোনা করার চেষ্টা করুন।

সেখানে স্টাডি করুন। যে ক্যাটাগরিতে আপনি ইনভেস্ট করতে চান সেই ক্যাটাগরি নিয়ে আপনি রিসার্চ করার চেষ্টা করুন।

আপনার কোন ফ্রেন্ড ধরুন কোন বিটকয়েন কোম্পানিতে ইনভেস্টে করে ২০ লাখ ৩০ লাখ টাকা ইনকাম করে ফেলেছে।

সেটা দেখেই যদি আপনি স্টাডি না করে ইনভেস্ট করে ফেলেন,কোন কিছু না জেনেই

তাহলে সম্ভাবনা থাকবে প্রফিট তো পাবেনই না সাথে আপনার মূল টাকা টাও মারা যেতে পারে

যেখানে আপনি ইনভেস্ট করেন না কেন সেটা সম্পর্কে আপনাকে জানতে হবে।

সেটার মেকানিজম কি? সেখানে কিভাবে আপনার  প্রফিট জেনারেট হবে? আপনার টাকাটা যদি সেখানে ইনভেস্ট করেন তাহলে আপনার মূল টাকাটা সেভ থাকবে কি না?

তাই এ ধরনের ইনফ্লুয়েন্স হয়ে কখনোই আপনি আপনার টাকা বিনিয়োগ করবেন না।

হয় আপনি জেনে শুনে সেখানে টাকা ইনভেস্ট করবেন অথবা রিসার্চ করার পরে আপনি সেখানে ইনভেস্ট করার মতো সিদ্ধান্ত নিতে পারেন

ইমব্যালেন্স প্রফিট শেয়ারঃ

ইনভেস্ট করার ক্ষেত্রে  করছে সেফ থাকার চতুর্থ স্টেপ হচ্ছে,

কেউ যদি আপনাকে ইমব্যালেন্স প্রফিট শেয়ারের কথা বলে বা ইমব্যালেন্স প্রফিট শেয়ার এর অফার দেয় সেখান থেকে আপনি বিরত থাকার চেষ্টা করবেন।

ধরেন কেউ আপনাকে বলল এক বছরে আপনাকে আপনার পুরো টাকার ১০০ ভাগ এর ১০ ভাগ প্রফিট দেয়া হবে।

এখন কথা হচ্ছে, ব্যাংকে যখন আমরা টাকা রাখি সেখান থেকে কিন্তু আমরা মাস শেষে ছয় থেকে সাত পারসেন্ট প্রফিট পেয়ে থাকি।

সেখানে কোনো ব্যক্তি যদি আপনাকে এক মাসেই দশ পারসেন্ট প্রফিট অফার করে অথবা এক বছরে ১০০ ভাগ প্রফিট অফার করে সেটি কিন্তু কোনোভাবেই আপনার ব্যালেন্স এর মধ্যে পড়ে না,ইম্ব্যলেন্স এর মধ্য পড়ে

ধরে রাখুন ৯৯ শতাংশ জায়গায় যদি আপনি এরকম জায়গায় যান বিনিয়োগ করেন শেষ সময়ে এসে আপনি ধরা ই খাবেন। 

এফ কমার্স এবং ই-কমার্স ইনভেস্টঃ

আমাদের দেশে এই সময় অনেকে এফ কমার্স এবং ই-কমার্স হয়েছে অনেক ছোটখাটো বিজনেস রয়েছে।

সেখানে অনেকেই এনজেল ইনভেস্ট থেকে নেওয়ার আগেই সিন মানি গ্রো করার চেষ্টা করে থাকে।

যদি আপনি এরকম জায়গার অফার পেয়ে থাকেন অথবা সেখানে যদি আপনাকে এরকম কোনো অফার দেওয়া হয়ে থাকে তাহলে আপনি সেখানে অবশ্যই যাচাই-বাছাই করে ইনভেস্ট করবেন।

বেশিরভাগ ক্ষেত্রে আপনি একটা জিনিস মাথায় রাখবেন সেফ থাকার জন্য যেখানে আপনি বিনিয়োগ করছেন ।

ধরুন একজন একটা ই কমার্স ব্যবসা শুরু করেছে,অথবা একজন ফেসবুকে পেজ খুলে ফেসবুক কমার্স শুরু করেছে।

সেখানে যদি কেউ আপনার থেকে কিছু টাকা চায় তাহলে দেখবেন ওই বিজনেসে ওই লোকের নিজস্ব কোন ইনভেস্ট আছে কিনা।

এখন যেই লোক দিয়ে আপনার কাছ থেকে ইনভেস্ট চাচ্ছে,

তার কিন্তু ওই বিজনেস এ শুধু মানি ইনভেস্ট আছে এমন না হতে পারে সময় ইনভেস্ট ও থাকতে পারে স্ট্র্যাটেজিক ইনভেস্ট ও থাকতে পারে। 

যদি এরকম হয় যে যিনি আপনার কাছে টাকা চাচ্ছে সেখানে তাঁর কোন নিজস্ব কোন মানি ইনভেস্ট নেই তাহলে ওইখান থেকে আপনি ওইখান থেকে আপনি ইনভেস্ট করা থেকে বিরত থাকবেন

মনে রাখবেন তাঁর বিজনেস সে তার নিজস্ব কোন ইনভেস্ট নেই সেখানে এসে আপনার টাকা নিয়ে এসেই টাকা ফেরত দিবেন সেটি আপনার আশা করা ঠিক হবে না।

তার বিজনেসে কিন্তু তার নিজস্ব কোন ইনভেস্টমেন্ট নেই, তার বিজনেস যে ঠিক ভাবে করবে তাঁর ও কোন গ্যারান্টি নেই। 

তাই এরকম ছোটখাটো কোন জায়গায় যদি বিনিয়োগ করতে চান তাহলে আপনাকে আগে রিসার্চ করতে হবে যে ওই বিজনেসে ওই ভদ্রমহিলা বা ওঁই উদ্যোক্তার কতটুকু  ইনভেস্টমেন্ট রয়েছে।

প্রপার ডকুমেন্টসঃ

ইনভেস্ট এর জন্য সর্বশেষ যেটি আপনাকে মাথায় রাখতে হবে এবং আমার ব্যক্তিগতভাবে আপনার জন্য শেষ পরামর্শ যেখানে আপনি  বিনিয়োগ করছেন সেখানকার প্রপার ডকুমেন্টস তারা আপনাকে শো করছে কিনা।

একই সাথে ওই বিজনেসে আপনি যতটুকু ইনভেস্ট করছেন সেটি ফিরে আসার জন্য যতটুকু ওয়ে দরকার ততটুকু সম্পদ দরকার সেটি ওই বিজনেসে আছে কি ।

ধরেন আপনি কাউকে ৫০০০০ টাকা দিলেন এখন সে আপনাকে কোন প্রকার পেপার প্রোভাইড করলোনা এখন এই ইনভেস্ট নিয়ে যদি আপনি লিগ্যালি কোন স্টেপ নিতে চান সেটা কিন্তু নিতে পারবেন না।

বিদেশে মাস্টার্স বা পিএইচডি করতে চান? 

আরেকটি কথা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে অথবা দেনাদারদের ক্ষেত্রে আদার যদি কোন সময় সেটার দেনা মেটাতে না চায় তাহলে  পাওনাদার যতই লিগ্যাল একশান নিক না কেন,যতভাবেই চাপ দিক না কেনো কোন কিছুই কিন্তু করা থাকে না।

অনেকেই জানেন যে দেশের একটি বড় ই-কমার্স সাইটে অনেকে টাকা আটকে রয়েছে।

এখনো এই ই-কমার্স সাইট যদি ভেঙ্গে যায় তাহলে যারা অলরেডি বেশ কিছু সমস্যায় রয়েছে।

তারা কিন্তু কোনোভাবেই গ্রাহকদের টাকা ফেরত দিতে পারবে না।

তাই যখন আপনি কোন জায়গায় ইনভেস্ট করেন তাহলে অবশ্যই দেখে নিবেন,

সেই ইনভেস্টে ওই কোম্পানির আপনাকে ফেরত দেওয়ার সামর্থ্য রাখে কিনা।

মোটামুটি যদি আপনি এই স্টেপ গুলো ফলো করেন বেশিরভাগ সময়ই আপনি প্রতারণা থেকে রেহাই পাবেন। আর আপনার টাকা সেফ থাকবে।

আর যদি আপনি এগুলো জানার পরেও মাল্টিলেভেল মার্কেটিং এ যদি ইনভেস্ট করেন,যদি আপনি ই-কমার্স ওয়েবসাইট এ ইনভেস্ট করেন।

যদি আপনি লিগ্যাল পেপার ছাড়া ইনভেস্ট করেন,সহজেই ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন এ ধরনের জায়গায় যদি আপনি ইনভেস্ট করেন তাহলে ধরে রাখবেন ৯৯.৯৯ শতাংশ থেকে ১০০% সময়ে গিয়ে আপনি ধরা খাবেন।

ইনভেস্ট নিয়ে অথবা পার্সোনাল ফাইন্যান্স নিয়ে আমরা সামনে আরও কয়েকটি ব্লগ লেখার চেষ্টা করব।

অনেকে রয়েছেন কম্পিউটার সায়েন্সে ভর্তি হতে চান অথবা কম্পিউটার সায়েন্স এ পড়াশোনা করতে চান অথবা কম্পিউটার সাইন্স ক্যারিয়ারে অনেক কিছু নিয়ে হতাশায় রয়েছেন।

তাদের জন্য আমি একটি ফেসবুক গ্রুপ খুলেছি যে গ্রুপের লিংক দেয়া থাকবে ডেসক্রিপশন বক্সে।

সেখান থেকে জয়েন করলে আপনি আমাকে সরাসরি কোশ্চনস করতে পারবেন। 

আর আপনার প্রশ্ন থেকে আপনার উপকার হতে পারে আপনার বন্ধুদের উপকার হতে পারে।

ইনভেস্ট নিয়ে যদি আপনাদের কোন পার্সোনাল মতামত এবং প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। 

0Shares
Asif Jamil, GalibNotes Previous post আমি Asif Jamil, Digital Marketing Strategist, আমি যেভাবে কাজ করি!
ইঞ্জিনিয়ারিং এ কোন সাবজেক্টে স্যালারি সব থেকে বেশি? Next post ইঞ্জিনিয়ারিং এ কোন সাবজেক্টে স্যালারি সব থেকে বেশি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

গালিব নোটস এর ইউটিউব ভিডিওঃ