ডেটা সাইন্স, মেশিন লার্নিং শিখে চাকরী

ডেটা সাইন্স, মেশিন লার্নিং শিখে চাকরী নিশ্চিত করুন আজই!

যারা কম্পিউটার সাইন্স এ স্টাডি করছেন তাদের মনে রাখা উচিৎ, টেকনোলজি দ্রুত পরিবর্তন হচ্ছে এবং এর সাথে এডাপট না হতে পারলে ছিটকে পড়তে হবে। ডেটা সাইন্স, এআই বা মেশিন লার্নিং শিখে চাকরী করতে চাইলে জানতে হবে এগুলো কি, কিভাবে, কেন দরকার?

আপনারা যারা সিএসই লাইন এ আছেন, তাহা হয়ত ডেটা সাইন্স, মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিওয়ার্ড গুলোর সাথে পরিচিত। যারা জানেন না, তাদের উচিৎ ট্রেন্ডিং এবং ইমার্জিং টেকনোলজি নিয়ে কিছুটা স্টাডি করা।


যারা এখন,সেকন্ড বা থার্ডইয়ার এ আছেন, তাদের উচিৎ আস্তে আস্তে এই ইমার্জিং টেকনোলজির যে কোন একটিতে বা একাধিক সাইটে নিজেকে স্কিল্ড করা। কারন, এখন থেকে ২-১ বছর পর যখন আপনি গ্রাজুয়েট হয়ে বের হবেন, তখন কিন্তু এই ক্যাটাগরির চাকড়ী গুলো ট্রেন্ডিং এ আসবে।

আমাদের জব গ্রুপ, ইন্টার্নশিপ এন্ড জবস গ্রুপ এ যখন শুরুর দিকে জব এর বিজ্ঞাপন দিতাম, তখন মেশিন লাঋং এর জব তেমন চোখে পড়ত না। মাঝে মধ্য ১-২টা দেখা যেত। কিন্তু, এখন কার সময়ে যদি গ্রুপের বিজ্ঞাপনে নজর দেন, তাহলে দেখবেন এই কাজ গুলোর জন্য অনেক কোম্পানি এক্সপার্ট লোক চাচ্ছেন।

সফটয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্টার্নশিপ পেতে মাত্র ৪টি স্টেপ!

 আমাদের দেশে এই মুহুর্তে অনেক গুলো রাইড শেয়ারিং কোম্পানি রয়েছে। পাঠাও, সহজ এর মত লিডিং রাইড শেয়ারিং কোম্পানি গুলো ইতিমধ্য মেশিন লার্নিং, ডেটা সাইন্স এর লোক হায়ার করছেন এবং বাকী কোম্পানি গুলো খুব শিগ্রি ইঞ্জিনিয়ার হায়ার করা শুরু করবে বলে মনে করা হচ্ছে। রাইড শেয়ারিং বা রেন্টিং কোম্পানি গুলোতে ডেটা অনেক আর এই ডেটা সর্টিং করে অনেক ভাবে প্রফিট বাড়ানো সম্ভব হয়।

মেশিন লার্নিং, ডেটা সাইন্স এর চাকরী আগামী ২-১ বছরের মধ্য ট্রেন্ডিং এ আসবে গালিব নোটস বাংলা

আবার, ইকমার্স এর দিকে তাকালে দেখা যায়, অনেক গুলো সাইট ইতিমধ্য স্ট্যাবল এবং অনেকে স্ট্রাগল করছেন। নতুন অনেক ইকমার্স তাদের যাত্রা শুরু করেছেন। বড় ইকমার্স গুলো ইতিমধ্য মেশিন লার্নিং টেকনোলজি ব্যাবহার শুরু করেছে। আজকের ডিল এর আলাদা এআই টিম রয়েছে।

দিন যত যাবে, টেক ইন্ডাস্ট্রিতে মেশিন লার্নিং এর কাজ তত বাড়বে। বিজ্ঞাপন থেকে বিপনন, সব যায়গা মেশিন লার্নিং এর ব্যাবহার হবে। ইউজার বাউন্স করবে কি না, ইউজার এর বিহেবিয়ার কেমন হবে, কোন পন্যর চাহিদা কেমন হবে সব দেখা হয় মেশিন লার্নিং দিয়ে।

কিভাবে ইন্টার্নশিপ এর সেরা ক্যাটাগরি সিলেক্ট করবেন!

ওয়ার্ল্ড ওয়াইড মেশিন লার্নিং এর চাহিদা বাড়ায় বাংলাদেশি সফটয়্যার কোম্পানি গুলোতে এই ক্যাটাগরিতে কাজ শুরু হবে দ্রুতই। এর কারন হচ্ছে, বাংলাদেশি কোম্পানি গুলো মোস্টলি ফরেন ক্লায়েন্ট নির্ভর প্রডাক্ট বানিয়ে থাকেন। এই সব দিক দিয়ে, লোকালি মেশিন লারনিং-ডেটা সাইন্স এর চাকরীর বাজার বড় হচ্ছে দ্রুত।

যে ১৪টি কারনে প্রোগ্রামার মেয়ের সাথে ডেট করা উচিৎ!


সব মিলিয়ে বলা যায়, আগামী ২-৩ বছরের মধ্য মেশিন লার্নিং সম্পর্কিত চাকরীর বাজার বাম্প করবে, ট্রেন্ডিং এ আসবে। শেখা শুরু করুন আজই, কারন হাতে সময় কিন্তু খুব কম। মেশিন লার্নিং শিখে চাকরী করবেন নাকী বেকার থাকবেন, সেই সিধান্ত নিতে হবে আজই।

More From Author

iubat cse local oxford

কম্পিউটার সায়েন্স পড়ার জন্য আমরা এমন কোন বিশ্ববিদ্যালয় সাজেস্ট করতে পারি না…

৭ ধাপে একজন সিএসই শিক্ষার্থীর পতন

যে ৭ ধাপে একজন সিএসই শিক্ষার্থীর পতন ঘটে!

গালিব নোটস বিজ্ঞাপনঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Our Facebook Page

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Our Latest Twit

Subscribe For Last Update



ব্লগ সংক্রান্ত নোটিশঃ

বিজ্ঞাপন দিতে চাইলে, ডিজাইন রেডি করে যোগাযোগ করতে পারেন। আমরা বিজ্ঞাপন চেক করে সাইট এর সাথে ফিট হলে প্রাইস নিয়ে আলোচনা করব। তবে, আমাদের সাইট এর ভিজিটর এবং কনভার্সন রেট বেশী হওয়ায় বিজ্ঞাপনের চার্জ কিছুটা বেশী। বিজ্ঞাপন সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে পারেন এখানে

ব্লগে লিখতে চাইলে, লেখা রেডি করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। লেখা ইউনিক এবং কপি মুক্ত হতে হবে। লেন্থ ১ হাজার ওয়ার্ড এর বেশী হওয়া লাগবে। ব্যাকলিংক পেতে পারেন শর্ত মেনে। লেখা সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে পারেন এখানে।

গালিব নোটস বিজ্ঞাপনঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Tech-Alert-Bangla-Ads-2

আমাদের অন্যান্য উদ্যোগঃ

টেক এলার্ট বাংলা টেকনোলজি ব্লগ। মোস্টলি ফ্রিল্যান্সিং-আউটসোর্সিং, অনলাইন এ আয়, বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে ব্লগ প্রকার করা হয় নিয়মিত। টেক এলার্ট এর ইউটিউব চ্যানেল দেখতে পারেন এখানে।

সিলিকভি  বাংলাদেশি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কোম্পানি। ওয়ার্ডপ্রেস সংক্রান্ত সব ধরনের সার্ভিস যেমন থিম-প্লাগিন ডেভেলপমেন্ট, কোম্পানি সাইট, পার্সনাল সাইট, কাস্টমাইজেশন, ইকমার্স সলুশন ইত্যাদিয়ে দিয়ে থাকে। এর বাইরে সিলিকভি এর সাস প্রডাক্ট রয়েছে।

গ্রিন সফট হচ্ছে টেক ব্লগ যেখানে ইকমার্স এবং উকমার্স নিয়ে বিস্তারিত ব্লগ পাবেন। অনলাইনে ব্যাবসা এর জন্য যা যা জানা দরকার সব পাবেন গ্রিনসফট ব্লগ এ।

ক্যারিয়ার পোর্টাল হচ্ছে বাংলাদেশি প্রথম, সর্বাধুনিক মেশিন লার্নিং প্রযুক্তি নির্ভর জব প্লাটফর্ম । সাইট এর বেটা ভার্শন রিলিজ করা হয়েছে এবং নিয়মিত আপডেট করা হয়ে থাকে।

গালিব নোটস এর ইউটিউব ভিডিওঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ