আমাদের মধ্য অনেকে জানতে চায়, কিভাবে অনলাইন এ ইনকাম করা যাবে, কিভাবে টাকা ইনকাম করা যায়, কিভাবে ফ্রিল্যান্সিং করা যায়। সব চেয়ে বেশী যে প্রশ্ন পেয়ে থাকি, সেটা হচ্ছে, কোন কাজটি শিখে, সবচেয়ে সহজে, সবচেয়ে কম সময়ে, সব থেকে বেশী ইনকাম করা যাবে। এ যেন মগের মুল্লুক। এর জন্য আমাদের দেশে এত বেকার ফ্রিল্যান্সার!

আমাদের তরুন সমাজের একটি বড় অংশ মনে করে, ফ্রিল্যান্সিং-আউটসোর্সিং মানেই লাখ লাখ টাকা ইনকাম করা।

কিন্ত কখনও কি ভেবে দেখেছেন, ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর রিয়েল কন্ডিশন কি! এর ফিউচার কি! আপনি কি ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন নাকি বেকার ফ্রিল্যান্সার হতে যাচ্ছেন! আপনি কি আসলেই অনলাইন এ কাজের জন্য উপযোগী! চলেন একটু ঘেটে দেখি…

যে ১৪টি কারনে প্রোগ্রামার মেয়ের সাথে ডেট করা উচিৎ!

আপওয়ার্ক হচ্ছে বাংলাদেশি সহ বিশ্বের জনপ্রিয় মার্কেটপ্লেস। এখানে রাজিস্টার্ড ফ্রিল্যান্সার বাংলাদেশ থেকে ৫৫ হাজার এর আসে পাশে। যাদের মধ্য, এখনো কোন ডলার ইনকাম করতে পারেন নি, এমন ফ্রিল্যান্সার এর সংখ্যা ৪৮,৫০০ জন। তাহলে এই মার্কেট এ বেকার ফ্রিল্যান্সার এর সংখ্যা কত! ৯০% নাকী ৯৯% সেটা খুজে বের করুন। কমেন্ট এ জানান আমাদেরকে।


পিপল পার আওয়া আরেকটি জন প্রিয় ফ্রিল্যান্সিং মার্কেট যেখানে বাংলাদেশি রেজিস্টার্ড ফ্রিল্যান্সার ৭হাজার। যাদের মধ্য, সমান্য কাজ করে কার্ট৪ এ অবস্থান করছেন ৫০০ জন ফ্রিল্যান্সার। তাহলে এই মার্কেট এ বেকার ফ্রিল্যান্সার এর সংখ্যা কত! ৯০% নাকী ৯৯% সেটা খুজে বের করুন। কমেন্ট এ জানান আমাদেরকে।

মার্কেট এর একাউন্ট ৯৯% ভাগ হচ্ছে বেকার, আর মার্কেট এর বাইরে তো আরও বেশি – গালিব নোটস

বেকার ফ্রিল্যান্সার এর সংখ্যা দেখে যাদের মাথায় হাত উঠে নাই, তাদের অনেকে ভাবছেন, পত্র পত্রিকাতে যে রেমিটেন্স এর খবর দেখী, সেগুলা কিভাবে আসে! এই খবর বুঝতে হলে, একটা গল্প বুঝতে হবে। চলেন, বুজিয়ে বলি।

একটি আম বাগানের একটা গাছে ১০টি আম ধরেছে। ১০জন মানুষ বাগানে গেলেন কিন্তু আম গাছে উঠতে পারেন শুধু ১জনই। সে গাছে উঠে একাই ১০টি আম খেয়ে ফেললো। তাহলে, বাগানের বাইরে থেক যদি কেউ বলে, ১০জন মিলে ১০টি আম খেয়েচে মানে, গড়ে সবাই ১ট করে আম খেয়েছে তাহলে বাইরের অন্য কেউ কি বুঝতে পাবেন!

৩ ধরনের মানুষের কোন ভাবেই উচিৎ না, ফ্রিল্যান্সিং চেষ্টা করার!

আমাদের মার্কেট গুলোতে গুটি কয়েক যারা কাজ করছেন তারা হচ্ছে, গাছে উঠতে পারা ঐ একজনের মত। একাই অনেক অনেক রেমিট্যান্স নিয়ে আসতেছেন আর আমাদের মাথা মোটা সাংবাদিক রা, বাইরে থেকে কত একাউন্ট আছেন সেটার এভারেজ দেখাচ্ছেন।


আমাদের মার্কেট গুলোতে এ রকম প্রতি দিন যত ফ্রিল্যান্স একাউন্ট করছেন, তাদের মধ্য ১% ও কাজ শুরু করতে পারছেন না। শুধু একাউন্ট খুলেই শেষ। তবে এখনো কোয়ালিটি ফ্রিল্যান্সার রা কাজ পাচ্ছে, নতুন হিসাবে অনেকে ভালো করছেন।

এই অবস্থা থেকে পরিবর্তন এর জন্য, নিজেকে আগে পরিবর্তন করতে হবে। আগে, নিজের মেন্টালিটি পরিবর্তন করা লাগবে। স্কিল্ড গ্যাদার করে আগালে, অনলাইন এ কাজ করতে পারবেন এখনো।

সিইও হওয়া যায় কিভাবে জানতে চান? ৩ং কারন জানলে অবাক হবেন!

বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর যে ট্রেন্ড চলছে সেই ট্রেন্ড এ গা ভাসিয়ে দিয়েছে অনেক স্টুডেন্ট, তরুন, যুবক। তাদের মধ্য অনেকের জন্যই ফ্রিল্যান্সিং একদম ই উপযোগী নয়। অনেকে এ শুধু শুধু সময় নষ্ট করছেন।  এখনো সময় আছে, সতর্ক হন। না হলে, সময়ের মত সময় যাবে, অনলাইন থেকে ইনকাম হবেও না আবার কাওকে কিছু বলতেও পারবেন না।

0Shares
৭ ধাপে একজন সিএসই শিক্ষার্থীর পতন Previous post যে ৭ ধাপে একজন সিএসই শিক্ষার্থীর পতন ঘটে!
ইংরেজীতে কথা বলুন Next post ৪ ধাপে ইংরেজীতে কথা বলুন গেরান্টি সহকারে!

3 thoughts on “বেকার ফ্রিল্যান্সার হচ্ছেন না তো? নতুন ফ্রিল্যান্সারদের ৯৯ ভাগ বেকার!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

গালিব নোটস এর ইউটিউব ভিডিওঃ