বাবু খাইছো

সাইন্স ফিকশন ফর “বাবু খাইছো, বাবু খাইছো?”

সাইন্স ফিকশন ফর “বাবু খাইছো, বাবু খাইছো?”

#Year2041

যেই বিল্ডিংয়ে আমার অফিস, সেটা শহরের সব থেকে ছোট বিল্ডিং। মাত্র ২০ হাজার তলার একটা ছোট্ট বিল্ডিং। আমি বসে আছি ১৭ হাজার তম ফ্লোর এর ৩১৪১ নাম্বার রুমে।

টেবিলের উপরে ২পা তুলে চেয়ারে হেলান দিয়ে হাই ভলিউমে গান শুনতেছি। নরমালি মুড খুব ভালো থাকলে বা খুব খারাপ থাকলে আমি মিউজিকে ডুবে যাই! তবে আজকের ব্যাপারটা আলাদা…

আজকে ইউটিউব নিউজফিডে ২১ বছর আগের একটা ভিডিও দেখে কেমন নস্টালজিক হয়ে গেলাম। ২০২০ সালে মহামারি ছিল। আমি উগান্ডার এক মিড লেভেল কলেজ এ আন্ডারগ্র্যাড করছিলাম।

আন্ডার গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ -বিমান খরচ সহ

মহামারির সময়ে জীবন কত কঠিন ছিল। আমাদের কলেজে ভাইভা ছিল। আমি সব পরিক্ষায় খারাপ করেছিলাম। এডাপ্ট করতে সম্পুর্ণ ব্যার্থ হয়েছিলাম!

অথচ ২১ বছরের ব্যাবধানে কত পরিবর্তন হয়েছে। বিশ্বের মস্ত বড় বিজ্ঞানিদের লিডার আমি 😉 এময়াইটি, স্ট্যানফোর্ডসহ অন্যান্য স্কুল গুলো স্বপ্ন দেখে আমাদের মত গবেষণা করার।

এত কিছুতে অবশ্য যত টা না আমার কৃতিত্ব তার থেকে বেশী হচ্ছে তার। তার বলতে একজন ম্যাডাম এর। ম্যাডাম আমার পাশের রুমেই বসেন, কাজ করেন নির্লস ভাবে। ম্যাডাম হচ্ছে বিউটি উইথ ব্রেইন।

গুগোল এর ডিরেক্টর পদ থেকে রিজাইন করে উগান্ডায় চলে আসেন শুধু উগান্ডার পরিবর্তন এর জন্যই। যখন গুগোল এর জব ছেড়ে দেয়ার ঘোষনা দেন, তখন মাইক্রোসফট, এপেল, ফেজবুক, আইবিএম রিতিমত প্রতিযোগিতায় নামে তাকে পাওয়ার জন্য। ম্যাডাম সব কিছু না করে উগান্ডায় আসেন। আর আমিও চলে আসি কারন তাকে ছাড়া আমার এক মুহুর্ত চলে না!

২১ বছর আগের উগান্ডা আর এখনকার উগান্ডার মধ্য আকাশ-বাতাস পার্থক্য। সে সব বলে শেষ করা যাবে না। কত কিছুই বদলে গেছে।

শুধু ম্যাডাম বদলায় নি! ২১ বছর আমার সাথে থেকে উগান্ডার পরিবর্তন সামনে থেকে লিড করেছে। গবেষনায় ১ নাম্বার বানিয়েছে দেশ কে। আধুনিক উগান্ডার ভিত্তি স্থাপন করেই শেষ করেন নি, নিজের হাতে গড়ে তুলেছেন।

কি-বোর্ড আছড়ে পড়ার শব্দ পাচ্ছি। হয়ত কেউ রেগে ছুড়ে মেরেছে! আমি রিএক্ট না করে গান দেখেই যাচ্ছি!

আমার রুমটা সেন্সর বেইজড রুম। ম্যাডাম প্রবেশ করলে সব কাজ অটোমেটিক বন্ধ হয়ে যায়। কারন, ম্যাডাম হচ্ছে আমার কাছে প্রথম প্রায়োরিটি। এবারও ব্যাতিক্রম হলো না।

জিরো টু হিরো হতে চাইলে, পড়তে হবে জিরো টু ওয়ান বই

সে রুমে ঢুকেই অগ্নি মুর্তি ধারন করে জিজ্ঞেস করল,”কি এমন কাজ করতেছ যে ডাকলে শুনতে পাও না। কি বোর্ড আছাড় দিলেও রিএক্ট করো না?”

গান শুনছিলাম! কোন রকমে উত্তর দিলাম। ম্যাডাম নিজে হেডফোনটা কানে লাগিয়ে গানটি রিজিউম করল! তার পর গানের সাথে কন্ঠ মিলিয়ে বলতে লাগল, “বাবু খাইছ? বাবু খাইছ?”

#সাইন্স_ফিকেশন_লেখার_অপচেষ্টা 

More From Author

জিরো টু ওয়ান, Galib Notes

জিরো টু হিরো হতে চাইলে, পড়তে হবে জিরো টু ওয়ান বুক

ওয়েব ডিজাইনার

ওয়েব ডিজাইনার বা ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার হওয়ার পুর্নাজ্ঞ রোডম্যাপ

গালিব নোটস বিজ্ঞাপনঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Our Facebook Page

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Our Latest Twit

Subscribe For Last Update



ব্লগ সংক্রান্ত নোটিশঃ

বিজ্ঞাপন দিতে চাইলে, ডিজাইন রেডি করে যোগাযোগ করতে পারেন। আমরা বিজ্ঞাপন চেক করে সাইট এর সাথে ফিট হলে প্রাইস নিয়ে আলোচনা করব। তবে, আমাদের সাইট এর ভিজিটর এবং কনভার্সন রেট বেশী হওয়ায় বিজ্ঞাপনের চার্জ কিছুটা বেশী। বিজ্ঞাপন সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে পারেন এখানে

ব্লগে লিখতে চাইলে, লেখা রেডি করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। লেখা ইউনিক এবং কপি মুক্ত হতে হবে। লেন্থ ১ হাজার ওয়ার্ড এর বেশী হওয়া লাগবে। ব্যাকলিংক পেতে পারেন শর্ত মেনে। লেখা সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে পারেন এখানে।

গালিব নোটস বিজ্ঞাপনঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Tech-Alert-Bangla-Ads-2

আমাদের অন্যান্য উদ্যোগঃ

টেক এলার্ট বাংলা টেকনোলজি ব্লগ। মোস্টলি ফ্রিল্যান্সিং-আউটসোর্সিং, অনলাইন এ আয়, বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে ব্লগ প্রকার করা হয় নিয়মিত। টেক এলার্ট এর ইউটিউব চ্যানেল দেখতে পারেন এখানে।

সিলিকভি  বাংলাদেশি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কোম্পানি। ওয়ার্ডপ্রেস সংক্রান্ত সব ধরনের সার্ভিস যেমন থিম-প্লাগিন ডেভেলপমেন্ট, কোম্পানি সাইট, পার্সনাল সাইট, কাস্টমাইজেশন, ইকমার্স সলুশন ইত্যাদিয়ে দিয়ে থাকে। এর বাইরে সিলিকভি এর সাস প্রডাক্ট রয়েছে।

গ্রিন সফট হচ্ছে টেক ব্লগ যেখানে ইকমার্স এবং উকমার্স নিয়ে বিস্তারিত ব্লগ পাবেন। অনলাইনে ব্যাবসা এর জন্য যা যা জানা দরকার সব পাবেন গ্রিনসফট ব্লগ এ।

ক্যারিয়ার পোর্টাল হচ্ছে বাংলাদেশি প্রথম, সর্বাধুনিক মেশিন লার্নিং প্রযুক্তি নির্ভর জব প্লাটফর্ম । সাইট এর বেটা ভার্শন রিলিজ করা হয়েছে এবং নিয়মিত আপডেট করা হয়ে থাকে।

গালিব নোটস এর ইউটিউব ভিডিওঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ