Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the blog-prime domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/ekeneeco/galibnotes.com/wp-includes/functions.php on line 6121
ডেটা সায়েন্টিস্ট এর চাকরি করতে চান? | Galib Notes

ডেটা সায়েন্টিস্ট এর চাকরি করতে চান? কম্পিউটার সাইন্স স্টুডেন্টদের মধ্য এমন ইঞ্জিনিয়ারের অভাব নেই।

এই মুহূর্তে যদি আপনি ডেটা সাইন্টিস্ট হতে চান অথবা ডেটা সায়েন্স রিলেটেড টেকনোলজি গুলো শিখে থাকেন তাহলে আজকের ব্লগ আপনার জন্য উপযোগী ব্লগ হতে পারে।

কারণ এই ব্লগে আমি আপনাদের সঙ্গে কথা বলব কিভাবে আপনি ডেটা সায়েন্স রিলেটেড লেটেস্ট যেই জব সার্কুলার গুলো রয়েছে সেগুলো কিভাবে পেতে পারেন?

এবং সেখান থেকে কিভাবে আবেদন করে ডাটা সাইন্সে জব পেতে পারেন।

এছাড়াও যদি আপনি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি দেখতে পারেন।

কারণ এখানে আমি আপনাদের সঙ্গে যে ইনফরমেশন গুলো শেয়ার করবো সেগুলো ভবিষ্যতে যদি আপনি ডেটা সাইন্টিস্ট হতে চান তাহলে আপনাকে ডিসিশন মেকিং এর সাহায্য করতে পারে।

টেকনিক্যাল কনটেন্ট রাইটিং কি,কেন,বেতন কত ?

ডেটা সাইন্স এর বর্তমান অবস্থা কি?

শুরুতে আমরা কথা বলব যেটা সাইন্স এর বর্তমান অবস্থা নিয়ে বেসিক কিছু ডিসকাশন।

এর পরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ডেটা সাইন্স এর লেটেস্ট জব সার্কুলার গুলো আপনি কিভাবে পেতে পারেন।

আমাদের দেশের সাম্প্রতিককালের এটা সাইন্স এর উপর বেশকিছু ইউনিভার্সিটি তে মাস্টার্স এবং পিএইচডি কোর্স চালু হয়েছে। 

এছাড়াও আপনি যদি লক্ষ্য করেন বিভিন্ন ট্রেনিং সেন্টারের নিয়মিতভাবে ডেটা সাইন্স এর উপর ট্রেনিং আয়োজন করা হয়ে থাকে।

ওয়ার্ডপ্রেস কোম্পানিতেকি কি চাকরি করা যায়?

এ থেকে আমরা বুঝতে পারি যে আমাদের দেশে এই মুহূর্তে যথেষ্ট ডেটা সাইন্টিস্ট এর চাহিদা রয়েছে এছাড়াও চাহিদা কিন্তু দিন দিন বেড়েই চলছে।

কারণ আমরা সবাই জানি যে প্রথমে জব ক্ষেত্র তৈরি হয়,তারপর ট্রেনিং সেন্টার গুলো এবং ইউনিভার্সিটিগুলো সেই কোর্সগুলো অফার করে থাকে।

আপনারা যদি বহির্বিশ্বে দিকে তাকান তাহলে সেখানে দেখতে পাবেন যে অনেক আগে থেকেই ডেটা সাইন্স এর উপর মাস্টার্স এবং পিএইচডি করার সুযোগ রয়েছে।

আমাদের দেশে কিন্তু এই সুযোগটি আস্তে ধীরে ধীরে তৈরী হচ্ছে। কারণ আমাদের দেশে এই মুহূর্তে ডেটা সাইন্টিস্টদের বেশ চাহিদা বৃদ্ধি পাচ্ছে।

কম্পিউটার সায়েন্সস্টুডেন্টদের যা যা করা উচিৎ!

আমি আমার ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে আপনাদের কে সতর্ক করেছিলাম।

যদি আপনি ভালোমতো আপনার বেজমেন্ট এবং ফাউন্ডেশন তৈরি না করেই ডেটা সাইন্স লেখা শুরু করেন তাহলে কিন্তু আপনার ক্যারিয়ার ফল করতে পারে।

ডেটা সাইন্টিস্ট হতে চাইলে কি করতে হবেঃ

এই ব্লগের মাধ্যমে আমি আবার আপনাদের কে সতর্ক করতে চাই যদি আপনি ডেটা সাইন্টিস্ট হতে চান,ডেটা সাইন্স রিলেটেড টেকনোলজিতে এক্সপার্ট হতে চান।

তাহলে আপনার সবার প্রথম কাজ হবে আপনার বেজমেন্ট এবং ফাউন্ডেশন ভালোমতোই স্ট্রং করার।

এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে ইউনিভার্সিটির ক্লাস শুরুর পড়ে আপনি কয়েক বছর ভালো-মন্দ প্রোগ্রামিং করুন এবং তারপরে আপনি যখন প্রোগ্রামিংয়ে প্রফিশিয়েন্ট হয়ে যাবেন।

তখন আপনি ডেটা সাইন্স অথবা এই ধরনের অ্যাডভান্স টেকনোলজি নিয়ে কাজ করা শুরু করুন। এতে করে আপনার ক্যারিয়ারের জন্য ভালো হবে।

স্টুডেন্ট লাইফেইনকাম করা যায় কিভাবে?

ডেটা সাইন্টিস্ট কোথায় চাকরি করা যায়ঃ

ডেটা সায়েন্টিস্ট একটি প্রেস্টিজিয়াস পজিশন এবং বড় বড় কোম্পানিগুলো শুধু ডেটা সায়েন্টিস্ট হায়ার করে থাকে।

তার মানে সহজ কথায় আপনি যদি ডাটা সায়েন্টিস্ট হিসেবে চাকরি করতে চান তাহলে আপনার নজর রাখতে হবে দেশি এবং বিদেশি বড় কোম্পানি গুলোর দিকে।

আমাদের দেশে বড় যেই কমার্স প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে কিন্তু নিয়মিত ভাবেই ডেটা সায়েন্টিস্ট হায়ার করে থাকে।

কম্পিউটার সাইন্সে নন-মেজর যে যে কোর্স করা লাগে

লিডিং ই-কমার্স ডেটা সায়েন্টিস্ট হায়ার করে থাকেঃ

তাই যদি আপনি যেটা সাইন্টিস্ট হিসেবে চাকরি করতে চান তাহলে আমাদের দেশে যে লিডিং ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর রয়েছেন তাদের ওয়েব সাইট অথবা ক্যারিয়ার পেজে আপনি ঘনঘন চেক করতে পারেন।

আমাদের দেশে চালডাল রয়েছে,ই কিনি রয়েছে এর মত প্রমিসিং ই-কমার্স ওয়েবসাইট রয়েছে।

এছাড়াও আপনার অন্যান্য যে লিডিং ই-কমার্স সাইটগুলো রয়েছে তাদের ক্যারিয়ার পেজ দেখলেই ডাটা সায়েন্স রিলেটেড জব সার্কুলার পেতে পারেন। 

কিভাবে ভালো কম্পিউটার প্রোগ্রামার হওয়া যায়?

রাইড শেয়ারিং কোম্পানি ডেটা সায়েন্টিস্ট হায়ার করে থাকেঃ

ডেটা সায়েন্টিস্ট হায়ার করে থাকে এরকম আরো কোম্পানি হচ্ছে রাইড শেয়ারিং কোম্পানি।

আমাদের দেশে যে রাইড শেয়ারিং এবং টিকেট সেলিং কোম্পানি গুলো রয়েছে তারা কিন্তু রেগুলার ভাবে ডেটা সায়েন্টিস্ট হায়ার করে থাকে।

আপনি পাঠাও এর ক্যারিয়ার পেজ দেখতে পারেন,সহজ এর ক্যারিয়ার পেজ দেখতে পারেন এছাড়া অন্যান্য টিকেট সেলিং প্লাটফর্ম গুলো রয়েছে সেখানে কিন্তু আপনি তাদের ক্যারিয়ার পেজ দেখতে পারেন।

এখান থেকে আপনি ডেটা সাইন্টিস্ট এর লেটেস্ট জব গুলো খোঁজ খবর পেতে পারেন।

কম্পিউটার সাইন্সে পড়েফেসবুক হ্যাক শেখা যায়?

ডেটা সায়েন্টিস্ট দের সিম কোম্পানিতেও সুযোগ রয়েছেঃ

দেশিও যে সিম কোম্পানিগুলো রয়েছে বা মোবাইল নেটওয়ার্ক কোম্পানি গুলো রয়েছে তার আগে তারাও কিন্তু ডেট সায়েন্টিস্ট হায়ার করে থাকে।

আমি গ্রামীণফোন,রবি,বাংলালিংক,এয়ারটেল এদের মধ্যে কোম্পানিগুলো রয়েছে তাদের ক্যারিয়ার পেজ ঘাটলেই দেখবেন তারা রেগুলার বেসিসে ডেটা সায়েন্টিস্ট হায়ার করে থাকে।

প্রোগ্রামিং ইন্টারভিউফেইলর হওয়ার কারন কি?

মোবাইল ফাইন্যান্স কোম্পানি ডেটা সায়েন্টিস্ট হায়ার করেঃ

আমাদের দেশে এই মুহূর্তে অনেকগুলো মোবাইল ফাইন্যান্স সাইট চালু রয়েছে যেমন, বিকাশ রয়েছে,নগদ রয়েছে,রকেট রয়েছে,উপায় রয়েছে।

এই সার্ভিসগুলোর ও কিন্তু ডেটা সায়েন্টিস্ট এর চাহিদা রয়েছে। এই কোম্পানিগুলো তার থেকেও কিন্তু ডেটা সায়েন্টিস্ট এর জব পেতে পারেন। 

আবার আপনি কিন্তু ইন্টার্নশিপ এন্ড জবস ইন বাংলাদেশ এই ফেসবুক গ্রুপ থেকে লেটেস্ট সবগুলোর অফার পেতে পারেন।

ইন্টার্নশিপের জবস ইন বাংলাদেশি ফেসবুক গ্রুপ টি আমাদের তৈরি এবং আমাদের এডমিনরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ডেটা সাইন্টিস্টদের জব রয়েছে।

দেশে বসেই বিদেশি রিমোট জব করবেন যেভাবে!

ইন্টারন্যাশনাল যে রিমোট জবগুলো রয়েছে সেগুলো কিন্তু এই গ্রুপে পোস্ট করে থাকে।

আমি নিজেও এই গ্রুপে একটিভ থাকি এবং ইন্টার্নশিপের জবস ইন বাংলাদেশ এই ফেসবুক গ্রুপে রেগুলার ডেটা সায়েন্টিস্ট এর জব সার্কুলার পাবলিশ করে থাকি।

আপনি চাইলে এই ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন।

ক্যাম্পাস এম্বাসেডর বা অর্গানাইজেশন এর কাজ কি?

বিডিজবস ফলো করতে পারেনঃ

আপনি যদি ডেটা সাইন্টিস্ট  রিলেটেড জব পেতে চান তাহলে কিন্তু আপনি বিডিজবস ফলো করতে পারেন।বিডিজবস হচ্ছে বাংলাদেশের অন্যতম পপুলার জব সাইট।

সেখানে রেগুলার এবং ট্রেডিশনাল জবের পাশাপাশি ডেটা সাইন্টিস্ট এর জব পাবলিশ থাকে।

আপনি সেখানে সার্চিং করার মাধ্যমে ডাটা সাইন্টিস্টদের জবগুলো ফিল্টার করে সেখান থেকে আপনি লেটেস্ট জব সার্কুলার দেখতে পারেন।

কিছুদিন আগে আমি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পাবলিশ করেছিলাম সেখানে আমি দেখিয়েছি রিমোট জব এর জন্য সেরা ওয়েবসাইট কোনগুলো।

কম্পিউটার সায়েন্স এ ভর্তিরপর যা যা ভুলেও করবেন না!

আপনি চাইলে সেই রিমোট জব সাইট গুলো থেকে ডেটা সাইন্টিস্ট এর জব গুলো খুঁজে পেতে পারেন।

এর বাইরে ট্রেডিশনাল যত জব মার্কেট রয়েছে বা জব ওয়েবসাইট রয়েছে সেগুলোতে রেগুলার এই পজিশনের জন্য সার্কুলার হয়ে থাকে।

তাই আপনি চাইলে পপুলার জব ওয়েবসাইটগুলো থেকে ডেটা সাইন্টিস্ট এর জবগুলো খুঁজে পেতে পারেন।

যারা আমেরিকায় যেতে পারবে না!

ফ্রাগেল ওয়েবসাইট ফলো করুনঃ

ফ্রাগেল নামে একটা সাইট রয়েছে সেখানে আপনি রেগুলার কনটেস্ট করার মাধ্যমে কনটেস্ট উইন করার মাধ্যমে আপনার প্রোফাইল ভারী করতে পারেন।

এবং পরবর্তীতে এই প্রোফাইল দেখিয়ে আপনি কিন্তু ডেটা সাইন্টিস্ট জবের জন্য এপ্লাই করতে পারেন। 

আপনাদেরকে জানিয়ে রাখি শুধু বিদেশে নয় দেশে যে কোম্পানিগুলো ডেটা সাইন্টিস্ট হায়ার করে থাকে তারাও কিন্তু বেশ ভালো এমাউন্টের সেলারি অফার করে থাকে।

ডেটা সায়েন্স,মেশিন লার্নিং এর ফিউচার কি?

আপনি যদি শুরু থেকে খুব ভালোমতো কেয়ারফুল হন তাহলে আপনি শুরুতেই বেশ ভালো এমাউন্টের সেলারি তে কোন একটা চাকরিতে জয়েন করতে পারেন।

যদি আপনার ডেটা সাইন্টিস্ট এর এই পজিশনে অন্য কিছু জানার থাকে তাহলে আপনি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন।

টেকনিক্যাল কনটেন্ট রাইটিং কি,কেন,বেতন কত ? Previous post টেকনিক্যাল কনটেন্ট রাইটিং কি,কেন,বেতন কত ?
Close

গালিব নোটস এর ইউটিউব ভিডিওঃ