দেশে বসেই বিদেশি রিমোট জব করবেন যেভাবে! তা নিয়ে আজকের ব্লগে বিস্তারিত আলোচনা করবো।

দেশে বসেই উচ্চ বেতনে বিদেশি রিমোট যাবে চাকরি করা সম্ভব। আমাদের দেশে যেখানে সেলারি স্টার্ট হয় ২০ থেকে ২৫ হাজার টাকার মধ্যে।

সেখানে সেখানেই একই সময়ে,একই পজিশনে বিদেশি রিমোট টাইপের জব গুলো স্টার্ট হতে পারে ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকার মধ্যে।

রিমোট জব কিঃ

রিমোট জবের ব্যাপারে আপনারা অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্য বলছি,

কম্পিউটারের মাধ্যমে ট্রান্সপার করা যায় এমন সব ধরনের কাজই হচ্ছে রিমোট জব।

ক্যাম্পাস এম্বাসেডর বা অর্গানাইজেশন এর কাজ কি?

কম্পিউটার সায়েন্স অথবা এই রিলেটেড কিছু কাজ রয়েছে যে কাজগুলো বিদেশি কোম্পানিগুলোর রিমোটলি এমপ্লয়ীদের হায়ার করে থাকেন।

আপনি যদি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট অন অথবা কম্পিউটার ইন্ডাস্ট্রির কোন একটি কাজের সঙ্গে যুক্ত থাকেন।

অথবা এমন কোন কাজের সঙ্গে যুক্ত থাকে যে কাজটি কম্পিউটার মাধ্যমে ট্রান্সফার করা সম্ভব সেই কাজগুলো কিন্তু আপনি রিমোটলি বিদেশি কোম্পানি করতে পারবেন।

দেশে নিজের রুমে বসে ইন্টার্নেশনাল ইনভারমেন্ট,ইন্টার্নেশনাল কলিগদের সঙ্গে ইন্টারন্যাশনাল বেতনে চাকরি করা সম্ভব শুধুমাত্র রিমোট যাবে মাধ্যমে।

কম্পিউটার সায়েন্স এ ভর্তিরপর যা যা ভুলেও করবেন না!

এখন কথা হচ্ছে রিমোট জবে কি কি করা যায়,আর কিভাবে আপনারা রিমোট টাইপের জব পেতে পারেন।

আজকের ব্লগে এই ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত কথা বলব। প্রথমে শুরু করা যায় কি কি কাজ করা যায় রিমোট জব এর মাধ্যমে।

রিমোট জবে কোন কোন ক্যাটাগরিতে জব করা যায়ঃ

আমাদের দেশে নরমালি অনেকে রিমোট টাইপের জব করে থাকে সফটয়ার ইনজিনিয়ারিং ক্যাটাগরিতে। 

যারা আমেরিকায় যেতে পারবে না!

এর বাইরে ডিজিটাল যে সকল স্কিলস রয়েছে সেই সব ধরনের স্কিলসে কিন্তু রিমোট জব এর মাধ্যমে করা সম্ভব।

আপনার ক্যাটাগরির রিমোট টাইপের জব খুজবেন কিভাবেঃ

এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ক্যাটাগরি জব এর রিমোট জব রয়েছে কিনা। সিম্পলই আপনি গুগলে সার্চ করে এই জিনিসটি বের করে নিতে পারেন।

ডেটা সায়েন্স,মেশিন লার্নিং এর ফিউচার কি?

ধরুন আপনি ফার্মেসি এর স্টুডেন্ট তাহলে আপনি কিভাবে বের করবেন?

আপনি ফার্মেসি রিমোট লিখে গুগলে যদি সার্চ করেন তাহলে ফার্মেসি রিলেটেড রিমোট যদি কোন চাকরি থাকে তাহলে সেই রিলেটেড ডেটা আপনি পেয়ে যাবেন।

এভাবে আপনি আপনার নিজস্ব ক্যাটাগরির জব যদি আপনি গুগলে সার্চ করে এই চাকরিতে রিমোট জবের সুযোগ রয়েছে কিনা যদি আপনি নিজে দেখে নিতে পারবেন।

এর বাইরে ও যদি আপনার সমস্যা থেকে থাকে এই ব্লগের কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব।

বাংলাদেশে ওয়েব ডেভেলপার দের বেতন কত

আপনি কিভাবে রিমোট জব পাবেনঃ

এবারে চলুন দেখে নেওয়া যাক যে আপনি কিভাবে রিমোট চাকরি পেতে পারেন।

স্কিলস গেদার করুনঃ

যদিও রিমোট ব্যাপারটা কিছুটা কষ্ট সাধ্য। রিমোট জব পেতে হলে আপনাকে যেমন ভালোই স্কিলস গেদার করতে হবে সেই সাথে আপনার কমিউনিকেশন আবিলিটি ও থাকতে হবে।

ভাগ্যের সহায়তা তো সবসময় দরকার রয়েছে। তার পরেও যদি আপনারা বেশ কিছু ওয়েবসাইট ফলো করেন,কিছু টিপস্ এন্ড ট্রিকস্ ফলো করেন তাহলে কিন্তু রিমোট চাকরি পেতে পারেন।

আমাদের দেশের অনেক ছেলেমেয়ে কিন্তু এই মুহূর্তে রিমোট জবের মাধ্যমে বৈদেশি অর্থ উপার্জন করছে এবং খুব ভালোভাবে ইন্টার্নেশনাল দাপিয়ে বেড়াচ্ছে।

চাকরি পাই নাসমস্যা কোথায়?

ইন্টার্নেশনাল জব ওয়েবসাইট ফলো করুনঃ

বিদেশের রিমোট যতগুলো পাওয়ার জন্য সবচাইতে ভালো অপশন হচ্ছে বেশকিছু ইন্টার্নেশনাল জব ওয়েবসাইট রয়েছে যারা ডেডিকেটেড রিমোট যাবে বিজ্ঞাপন প্রকাশ করে থাকে সেগুলো ফলো করা।

এর মধ্যে একটি হচ্ছে ওই ওয়ার্ক রিমোটলি এর বাহিরেও প্রো ব্লগার নামের একটি ওয়েবসাইট সেখানে যদিও ব্লগিং কনটেন্ট রাইটিং রিমোট যতগুলো প্রাধান্য দিয়ে থাকে।

এর বাইরে অন্যান্য জব থাকে। আর আপনি যদি একটু গুগলে সার্চ করেন এরকম অনেক ওয়েব সাইট পাবেন যারা ডেডিকেটেড ইন্টার্নেশনাল রিমোট জবের ইনফর্মেশন প্রকাশ করে থাকে।

এই ওয়েবসাইটগুলোতে আপনি যদি নিয়মিত খোঁজখবর রাখেন তাহলে আপনার ক্যাটাগরি রিমোট জবগুলোতে কিন্তু আপনি সহজেই অ্যাপ্লাই এপ্লাই করতে পারবেন।

রিমোট জব কি ভালো নাকি খারাপ?

ইন্টার্নেশনাল জব প্ল্যাটফর্মঃ

রিমোট চাকরি পাওয়ার জন্য আরেকটি অপশনটির কথা আপনাকে বলব সেটি হচ্ছে ইন্টার্নেশনাল জব প্ল্যাটফর্ম।

ইন্টার্নেশনাল জব প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোতে কিন্তু বিভিন্ন রিমোট জবের অফার প্রকাশ করা হয়ে থাকে।

তাই আপনি যদি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম গুলোতে খোঁজ খবর রাখেন তাহলে কিন্তু সেখান থেকেও রিমোট জবের খোঁজ খবর পেতে পারেন। 

ইঞ্জিনিয়ারিং এ সবচেয়ে সহজ সাবজেক্ট কোনটি?

লিংকডইন ব্যাবহার করুনঃ

রিমোট চাকরি পাওয়ার জন্য আপনি আপনার লিংকডইন অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। লিংকডইন এ কিন্তু প্রচুর জব এর বিজ্ঞাপন প্রকাশ করা হয়ে থাকে।

সেখানে কিন্তু নরমাল রেগুলার জবের পাশাপাশি রিমোট জবের বিজ্ঞাপন প্রকাশ করা হয়ে থাকে। সুতরাং আপনি কিন্তু লিংকডইন অ্যাকাউন্ট ব্যবহার করে  রিমোট চাকরি এর খোঁজ খবর পেতে পারেন।

রেফারেন্স ছাড়াই নন ট্র্যাডিশনালি চাকরি পাবেন যেভাবে

ম্যানুয়ালি ওয়েব রিসার্চ করেও রিমোট জব খুজে বের করতে পারেনঃ

ম্যানুয়ালি ওয়েব রিসার্চ এর মাধ্যমে কিন্তু রিমোট জবের খোঁজ খবর পেতে পারেন। কিভাবে সেটার খোঁজ খবর পাবেন সেটি আমি আপনাদের কাছে ব্যাখ্যা করছি। 

আপনি বেস্ট সফটওয়্যার কোম্পানি ইন সিঙ্গাপুর লিখে প্রথমে গুগোলে সার্চ করবেন। সেখান থেকে যে টপ সফটওয়্যার কোম্পানি গুলো রয়েছে সেগুলো আপনি সার্চ করে বের করুন।

ফ্রেশার হিসাবে যে ভুল কখনো করবেন না

তাদের লিঙ্ক বের করে,তাদের যে ক্যারিয়ার পেজ রয়েছে সেখানে একটু খোঁজখবর নিয়ে দেখুন।

অনেক সময় ক্যারিয়ার পেজে জবের কথা উল্লেখ নাও থাকতে পারে।

এজন্য যদি আপনার কোন জব এর সাথে আপনার স্কিলস ম্যাচ করে তাহলে আপনি সেই কোম্পানির এইচ আর এ ইমেইল করে কিন্তু জেনে নিতে পারেন যে সেই চাকরি রিমোট করার সুবিধা রয়েছে কিনা।

এভাবে আপনি কিন্তু ম্যানুয়ালি ওয়েব রিসার্চ করে রিমোট জাবের খোঁজখবর বের করে আনতে পারেন।

ডিপ্লোমা পাশ করে গুগলে চাকরি?

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এ রিমোট জবের খোজ নিতে পারেনঃ

রিমোট জবের জন্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস আরেকটি ভাল অপশন। তবে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে রিমোট জব বের করা জন্য আপনাকে যথেষ্ট কষ্ট করতে হবে।

এ ক্ষেত্রে ফ্রিল্যান্সিং সংক্রান্ত নলেজ আপনার দরকার হবে। অনেকে রয়েছেন যারা শুরুতে ফ্রিল্যান্সিং নিয়ে শুরু করলেও আস্তে আস্তে ক্লায়েন্টের কাজ গুলো মার্কেটের বাইরে নিয়ে আসে।

তো আপনি যদি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করে থাকেন অথবা যদি আপনি রিমোট চাকরি করার চেষ্টা করে থাকেন তাহলে

কিন্তু ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এর মাধ্যমে আপনি চেষ্টা করতে পারেন।

আমাদের এত বেকার কেন? জাভাস্ক্রিপ্ট চাকরি!

নিজস্ব ভাবে ব্লগিং এবং রাইটিং করুনঃ

রিমোট জব পাওয়ার জন্য আরেকটি ভালোবাসার হচ্ছে ব্লগিং করা এবং রাইটিং করা।

যদি আপনি টেকনিক্যালি নন সাউন্ড পারসন হন এবং লিখতে পছন্দ করেন এবং আপনার করে বিভিন্ন কন্টেন্ট আপনি লিখে থাকেন।

তাহলে কিন্তু রেগুলারলি আপনার ব্লগে লিখার মাধ্যমে রিমোট জবের অফার পেতে পারেন।

এই টিপসটি কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না কারণ অনেকে জানেই না যে ব্লগিংয়ের মাধ্যমে জব অফার পাওয়া সম্ভব।

আপনি যদি আপনার কনটেন্ট গুলো কোন ওয়েবসাইটে প্রকাশ করে অথবা লিংকডইন অথবা সোস্যাল সাইটগুলোতে প্রকাশ করেন,

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভালো নাকি বিএসই?

তাহলে সেখান থেকেও কিন্তু অনেকেই আপনাকে নোটিশ করে খুঁজে বের করতে পারে তার কোম্পানির রিমোটলি কাজ করানোর জন্য।

তাই যদি আপনি এই মুহূর্তে শিক্ষার্থী হয়ে থাকেন অথবা যদি আপনি এন্ট্রি লেভেল জব শুরু করে থাকেন তবে যেই স্টেজেই থাকেন না কেন আপনার জন্য ব্লগিং শুরু করা একটা ব্লেসিং হতে পারে।

রিমোট জব পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুনঃ

এবারে রিমোট জব পাওয়ার জন্য একটা বোনাস টিপস সেটি হচ্ছে আপনি যদি ইন্টার্নশিপের জবস ইন বাংলাদেশ ফেসবুক গ্রুপ যুক্ত থাকেন.

সেখান থেকেও আপনি প্রচুর পরিমাণে রিমোট জাবের খোঁজ খবর পেতে পারেন।

কারণ ইন্টার্নশিপের জবস ইন বাংলাদেশ এই ফেসবুক গ্রুপের এডমিন রা কিন্তু ইন্টার্নেশনাল বিভিন্ন রিমোট জবের সার্কুলার কালেক্ট করে এই গ্রুপে পোস্ট করে থাকে।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জব খেয়ে দিবে?

এর বাইরে ও রেগুলার জব পোষ্টিং তো রয়েছেই। যদি আপনার রিমোট জবে ইন্টারেস্ট থেকে থাকে তাহলে

আপনি অবশ্যই ইন্টার্নশিপ এন্ড জবস ইন বাংলাদেশ এই ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন।

শেষ করার আগে একটি কথা না বললেই নয়। আপনি শুধু আপনি একবার চিন্তা করুন,

বড়লোক হতে চাইলে যা যা করা লাগবে!

আপনি আপনার রুমে বসে শুধুমাত্র কম্পিউটার বসে চার থেকে পাঁচ লক্ষ টাকা বেতনের একটা চাকরি করছেন তাও আবার বিদেশি ইন্টারন্যাশনাল কোম্পানিতে।

এই ব্যাপারটিকে অ্যাডভেঞ্চারাস নয় অবশ্যই ডেফিনেটলি।

সুতরাং এই অ্যাডভেঞ্চার লাইফ যদি আপনি পেতে চান তাহলে আপনার অবশ্যই উচিত হবে রিমোট যাবে চেষ্টা করা। 

0Shares
ক্যাম্পাস এম্বাসেডর বা অর্গানাইজেশন এর কাজ কি? Previous post ক্যাম্পাস এম্বাসেডর বা অর্গানাইজেশন এর কাজ কি?
প্রোগ্রামিং ইন্টারভিউ ফেইলর হওয়ার কারন কি? Next post প্রোগ্রামিং ইন্টারভিউ ফেইলর হওয়ার কারন কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

গালিব নোটস এর ইউটিউব ভিডিওঃ