ইংরেজীতে কথা বলুন

৪ ধাপে ইংরেজীতে কথা বলুন গেরান্টি সহকারে!

ইংরেজী ভাষায় কথা বলার গুরুত্ব আমাদের দেশে বা বিদেশে সব যায়গাতে অনেক গুরুত্বপুর্ন! কিন্তু আমাদের এডুকেশন ব্যাবস্থাতে ইংরেজী লেখা শেখানো হলেও বলা শেখায় না। তাই তো, দীর্ঘ দিন ইংরেজী মাধ্যমে পড়েও অনেকে ইংরেজীতে কথা বলতে পারে না। ৪ ধাপে ইংরেজীতে কথা বলুন গেরান্টি সহকারে এখন থেকেই।

আমাদের মধ্য অনেকে ইংরেজী তে কথা বলতে চায়। অনেকে লম্বা সময় চেষ্টা করেও বলতে পারছেন না। সকলের জন্য ইংরেজী ভাষায় কথা বলার একটি রোড ম্যাপ নিয়ে এসেছি। মাত্র ৪টি স্টেপ ফলো করে, যে কেউ ইংরেজীতে কথা বলুন আজ থেকেই,

১। টার্গেট এড়িয়া সেটঃ

ইংরেজীতে কথা বলার জন্য শুরুতে বুঝতে হবে, কমফোর্ট জোন এর মধ্য থেকে কোনদিনও ইংরেজী বলা সম্ভব নয়। শুরুতে আপনি সব পারবেন না। সবার সাথে কথা বলাও যাবে না। এই যে কমফোর্ট জোন এর বাইরে গিয়ে কথা বলবেন, এটা টার্গেট করতে হবে একবারে শুরুতেই।

সিইও হওয়া যায় কিভাবে জানতে চান? ৩ং কারন জানলে অবাক হবেন!

পারেন বা না পারেন, কেউ পাত্তা দিক বা না দিক, কেউ মকিং করুক বা হাসাহাসি করুক, আপনি যতটুকু ইংরেজী পারেন, সেটা বলে যাবেন। এই টার্গেট স্ট্রং ভাবে সেট করে ফেলুন। যত বেশি স্ট্রং ভাবে টার্গেট করবেন তত সহজে সেই গোলে পৌছাতে পারবেন। ইংরেজীতে কথা বলুন স্ট্রং টার্গেট দিয়ে।

২। টার্গেট পিপল সেটঃ

একে বারে শুরুতে সবার সাথে যেমন ইংরেজীতে কথা বলা সম্ভব নয় আবার এক বারে ফ্লুইয়েন্ট ভাবেও ইংরেজীতে কথা বলা সম্ভব নয়। শুরুতে সবার ই সমস্যা হয়। সেই জন্য, সুরুতে ভাবতে হবে, কার সাথে ইংরেজী কথা বলা শুরু করবেন। একজন বা কয়েকজন টার্গেট করে ফেলুন।

ইংরেজীতে কথা বলতে গ্রামার বা ভোকাবোলারির জাহাজ হতে হয় না, শুধু ইচ্ছা থাকা লাগে – গালিব নোটস

ইউনিভার্সিটির ফ্রেন্ডরা এখানে ভালো টার্গেট হতে পারে। কারন, ভার্সিটির সবাই অন্তত ইংরেজী বুঝে। আর ফ্রেন্ডদের মধ্য অনেকে ইংরেজীতে বলা টা কে এপ্রিশিয়েট করবে। ভালো হয়, কাওকে যদি খুজে পান, যে কিনা নিজেও ইংরেজীতে ফ্লুয়েন্ট কথা বলতে চায়।

৩। প্রস্তুতি নেয়াঃ

ইংরেজীতে কথা বলার জন্য এবার প্রস্তুতি নিতে হবে। তবে সেটা ভিন্ন ধর্মী প্রস্তুতি!

আমাদের দেশে ইংরেজীর জাহার(এক্সপার্ট) রা যে সব পরামর্শ দেয়, সেগুলা অনেক কঠিন থাকে। যেমন, প্রচুর ভোকাবুলারি শিখতে হবে, গ্রামার মুখস্ত করা লাগবে, ডিকশনারি সাথে নিয়ে ঘুরতে হবে, ইংলিশ মুভি দেখতে হবে, আরও কত কি। এগুলা একজন সাধারন মানুষের পক্ষে মেনে চলা খুব কঠিন। আর ভোকাবুলারি মুখস্ত করার মত বিরক্তিকর কাজ, দুনিয়াতে আর ২য় টি আছে কি না, আমার সন্ধেহ আছে।

যখন আপনি, টার্গেট ব্যাক্তিদের কারও সাথে মিট করতে যাবেন, রাস্তায় বা মিট করার আগে একটু চিন্তা করবেন । কি কি গ্রিটিংস এর কথা বার্তা হতে পারে যাস্ট সেগুলা ইংরেজীতে ট্রান্সলেট করবেন। আমরা কারও সাথে দেখা হলে, নিশ্চই হাই লেভেল এর কোন ইংরেজী বলি না সাধারনত। তাই, ট্রান্সলেট করতে সমস্যা হওয়ার কথা না।

চাকরী ছেড়ে যাওয়া কর্মীরা কি স্টার্টআপ কোম্পানির এনিমি?

যদি, এগুলা ট্রান্সলেট করতে সমস্যা হয়, তাহলে বুঝবেন, ইংরেজীতে আপনার সমস্যা অন্যদের থেকে সামান্য বেশী তাই পরিশ্রমটা বেশী করা লাগবে একটু। বাজার থেকে একটা চটি বই কিনেন, বাংলা টু ইংলিশ ট্রান্সলেট এর। সেখান থেকে, একেবার একমন ট্রান্সলেট গুলো মুখস্ত করে ফেলুন। আর যদি বই না পান, আসে পাশের কাওকে দিয়ে এ রকম ২০-২৫টা বাক্য ট্রান্সলেট করিয়ে মুখুস্ত করে নিন।

টার্গেট ব্যাক্তির সাথে দেখা হলে, ইংরেজী বলা শুরু করুন। যেহেতু ১ নাম্বারে স্ট্রং ভাবে টার্গেট করেছেন তাই বলতে সমস্যা হবে না। শুরুরু দিকে কিছুটা আনইজি লাগতে পারে, কিন্তু আগেই বলেছি, কমফোর্ট জোনের বাইরে যেতে হবে। শুরুতে ইংরেজী বলতে সমস্যা হবে না, এর আরেকটা কারন হচ্ছে, দেখা হওয়ার আগেই তো কথা গুলো ইংরেজীতে ট্রান্সলেট করে নিয়েছেন।


কথা ইংরেজীতে বলতে থাকুন, যতটুকু পারেন। ধরেন, একটা বাক্য সম্পুর্ন পারেন ইংরেজীতে কিন্তু বাকী বাক্য গুলো পারেন না, অসুবিধা নাই। যে বাক্য পারেন, সেটাই ইংরেজীতে বলে ফেলেন। আর যদি, কোন বাক্য ১টা ইংরেজী না জানেন, শুধু সেই ওয়ার্ড বাদে বাকী বাক্য ইংরেজীতে বলুন।

৩ ধরনের মানুষের কোন ভাবেই উচিৎ না, ফ্রিল্যান্সিং চেষ্টা করার!

শুরুর দিকে খুব সমস্যা হবে কিন্তু চালিয়ে যেতে হবে। আর কয়েকদিন এভাবে ট্রাই করলে নিজের পরিবর্তন নিজেই দেখতে পাবেন। তখন, কনফিডেন্ট নিয়ে সমস্যা হবে না।

৪। চালিয়ে যাওয়াঃ

৩ নং স্টেপ চালিয়ে যেতে হবে, যতদিন না কথায় ফ্লুয়েন্সি আসে। কিন্ত এটা সহজ ব্যাপার নয়। ইংরেজীতে কথা বলা শুরু করলে বেশ কিছু সমস্যা ফেইচ করা লাগবে। যেমন,

  1. একে বারে শুরুতে কথা বলা শুরুর পর পর মনে হতে পারে আপনাকে দিয়ে হবে না। ইংরেজী আপনার জন্য নয়। কিন্তু তাতেও কথা বলা যাবে না। ১নাম্বার স্টেপ এ ফিরে যান।
  2. যাদের সাথে ইংরেজীতে কথা বলবেন, তাদের মধ্য সবাই সাহায্য নাও করতে পারে। বন্ধুরা হাসাহাসি করতে পারে, কথা বলা বাদ দিয়ে দিতে পারে, মুডি বলতে পারে। আবার ১নাম্বার স্টেপ এ ফিরে যান।
  3. গার্লফ্রেন্ড এর বকাও খেতে পারেন। সে ক্ষেত্রে লুকিয়ে লুকিয়ে বলা লাগবে। ১নাম্বার স্টেপ এ ফিরে যান।

যে ১৪টি কারনে প্রোগ্রামার মেয়ের সাথে ডেট করা উচিৎ!


যদি এভাবে চালিয়ে যান, ২-৩ মাসের মধ্য,  ফ্লুয়েন্ট ইংরেজীতে কথা বলতে পারবেন।  আমাদের ক্যারিয়ার এর সব থেকে গুরুত্ব পুর্ন দুটি বিষয় হচ্ছে ভাইভা এবং প্রেজেন্টেশিন। যদি ফ্লুয়েন্ট ইংরেজী বলতে পারেন, এই দুই যায়গা সহজে পার হয়ে যেতে পারবেন। ইংরেজী বলার সমস্যা হলে আমাদের পেইজ এ যোগাযোগ করতে পারেন।

More From Author

বেকার ফ্রিল্যান্সার

বেকার ফ্রিল্যান্সার হচ্ছেন না তো? নতুন ফ্রিল্যান্সারদের ৯৯ ভাগ বেকার!

আশে-পাশের মানুষ এবং বন্ধুদের মন জয় করতে

পরিচিত মানুষ এবং বন্ধুদের মন জয় করতে যে বই পড়তে পারেন!

গালিব নোটস বিজ্ঞাপনঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Our Facebook Page

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Our Latest Twit

Subscribe For Last Update



ব্লগ সংক্রান্ত নোটিশঃ

বিজ্ঞাপন দিতে চাইলে, ডিজাইন রেডি করে যোগাযোগ করতে পারেন। আমরা বিজ্ঞাপন চেক করে সাইট এর সাথে ফিট হলে প্রাইস নিয়ে আলোচনা করব। তবে, আমাদের সাইট এর ভিজিটর এবং কনভার্সন রেট বেশী হওয়ায় বিজ্ঞাপনের চার্জ কিছুটা বেশী। বিজ্ঞাপন সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে পারেন এখানে

ব্লগে লিখতে চাইলে, লেখা রেডি করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। লেখা ইউনিক এবং কপি মুক্ত হতে হবে। লেন্থ ১ হাজার ওয়ার্ড এর বেশী হওয়া লাগবে। ব্যাকলিংক পেতে পারেন শর্ত মেনে। লেখা সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে পারেন এখানে।

গালিব নোটস বিজ্ঞাপনঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Tech-Alert-Bangla-Ads-2

আমাদের অন্যান্য উদ্যোগঃ

টেক এলার্ট বাংলা টেকনোলজি ব্লগ। মোস্টলি ফ্রিল্যান্সিং-আউটসোর্সিং, অনলাইন এ আয়, বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে ব্লগ প্রকার করা হয় নিয়মিত। টেক এলার্ট এর ইউটিউব চ্যানেল দেখতে পারেন এখানে।

সিলিকভি  বাংলাদেশি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কোম্পানি। ওয়ার্ডপ্রেস সংক্রান্ত সব ধরনের সার্ভিস যেমন থিম-প্লাগিন ডেভেলপমেন্ট, কোম্পানি সাইট, পার্সনাল সাইট, কাস্টমাইজেশন, ইকমার্স সলুশন ইত্যাদিয়ে দিয়ে থাকে। এর বাইরে সিলিকভি এর সাস প্রডাক্ট রয়েছে।

গ্রিন সফট হচ্ছে টেক ব্লগ যেখানে ইকমার্স এবং উকমার্স নিয়ে বিস্তারিত ব্লগ পাবেন। অনলাইনে ব্যাবসা এর জন্য যা যা জানা দরকার সব পাবেন গ্রিনসফট ব্লগ এ।

ক্যারিয়ার পোর্টাল হচ্ছে বাংলাদেশি প্রথম, সর্বাধুনিক মেশিন লার্নিং প্রযুক্তি নির্ভর জব প্লাটফর্ম । সাইট এর বেটা ভার্শন রিলিজ করা হয়েছে এবং নিয়মিত আপডেট করা হয়ে থাকে।

গালিব নোটস এর ইউটিউব ভিডিওঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ