ফ্রেন্ডস দের কে কিভাবে নিজের সাথে রাখা যায় আর মানুষকে কিভাবে ইনফ্লুয়েন্স করা যায় এই বিষয়ে ডেল কার্নেগীর বই, “How to win friends and influence people”।  আমার নিজের সফটয়্যার কোম্পানি গ্রিনসফট এর লঞ্চিং এর পূর্ব প্রস্তুতি হিসাবে বই টি পড়ছিলাম। আশে-পাশের মানুষ এবং বন্ধুদের মন জয় করতে হবে কিভাবে সেটা নিয়েই এই বই।

যদিও বইটি পড়ে সেভাবে এট্রাকশন পাই নি । বার বার মনযোগ নষ্ট হচ্ছিল এবং আবার শুরু করা লাগছিল। তার পরও বইটি শেষ করেছি। এই বই এ ডেল কার্নেগী মুলত ২টি চ্যাপ্টার এ ভাগ করে লিখেছেন। প্রথম অংশে তিনি ফান্ডামেন্টাল টেকনিক নিয়ে কথা বলেছেন আর দ্বিতীয় অংশে বলেছেন কিভাবে মানুষকে ইনফ্লুয়েন্স করতে হবে।


বই এর একদম শুরুতে ডেল কার্নেগীর জীবনি দেয়া আছে। এখানে তার সংগ্রাম, উঠে আসার উপর আলোকপাত করা হয়েছে। আমার কাছে এটা বোধগম্য নয় যে, এত বড় লেখক পরিচিত কেন। হয়ত বই টা ছোট তাই কিছুটা বড় করা হয়েছে এভাবে।

বইয়ের প্রথম মুল চ্যাপটার শুরু করা হয়েছে একটা ইভেন্ট দিয়ে। যেখানে অনেক মানুষ তার সেমিনার এ জয়েন করতে আসেন শুদু মাত্র একটা সাধারন বিজ্ঞাপন দেখেই। এই মানুশ গুলোর মধ্য অনেকেই কর্পোরেট বড় কর্মকর্তা। আর অনেক বেশী মানুষ সেমিনার এ জয়েন করেছে কারন, আগের সেমিনার গুলোর চরম সাক্সেস।

সিইও হওয়া যায় কিভাবে জানতে চান? ৩ং কারন জানলে অবাক হবেন!

এর পর শুরু হয়েছে আগের কে কিভাবে সাক্সেস হয়েছেন। আর ফাইনালি কিছু টেকনিক্যাল কথা দিয়ে শেষ করা হয়েছে। এখানে, মুলত একটা জিনিস ফোকাস করা হয়েছে, কথা বলার সময় ভয় পাওয়া যাবে না। যখন থেকে, কেউ আর কথা বলতে ভয় পায় না, সেদিন থেকে তাদের উন্নতি শুরু হয়। আর যারা ভয় পায়, তাদের কমিউনিকেশন ভালো হয় না।

বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে, কিভাবে মানুষ কে ইনফ্লুয়েন্স করা লাগবে। সভাবতই এখানেও সুরু করা হয়েছে উদাহরন দিয়ে এবং উদাহরন অনেক দূর টেনে নিয়ে যাওয়া পর, মুল কথায় ফেরা হয়েছে।

যে ১৪টি কারনে প্রোগ্রামার মেয়ের সাথে ডেট করা উচিৎ!

কাওকে দিয়ে কিছু করাতে চাইলে, আগে তাকে বুঝাতে হবে, কেন তার সেই কাজ টি করা উচিৎ, আর করলে তার কি লাভ হবে। কাওকে সরাসরি হুকুম না দিয়ে, র‍্যাদার তার মোটিভেশন চেঞ্জ করার গুরুত্ব দেয়া হয়েছে। প্রতিটি টিপস এর রিলেভেন্ট উদাহরন তো আছেই।

এখানে আরেকটি জিনিস উল্লেখ করা হয়েছে, মানুষ হুকুম পছন্দ করে না! তারা কাজ করতে ভালবাসে তখনই, যখন সে সেটা পছন্দ করে। চাপ দিয়ে নয়, কাজ করাতে হবে ভাল ভাবে বলে। এখানে দেখানো হয়েছে যে, বন্ধু বা আশে-পাশের মানুষ কে দিয়ে কিছু করাতে চাইলে তাকে মোটিভেট করা লাগবে।


ভালো দিকঃ এই বইটিতে যে ইনফরমেশন আছে সেগুলা জেনারেল কোন টিপস নয়, বাস্তব টিপস যেগুলা মানুষ ব্যাবহার করে ফলাফল পেতে পারেন। বন্ধুদের মন জয় হোক বা আশে পাশের মানুষের মন জয়,  রিলেটেড উদাহরন এই টিপস গুলোকে আরও বেশী বিশ্বাস যগ্য করে তুলেছে।

খারাপ দিকঃ বইতে উদাহরন এর মাত্রা অনেক বেশী ছিল, যে কারনে মনোযোগ বাউন্স করছিল বার বার। যত উদাহরন দেয়া হয়েছে তার সব গুলো আমেরিকান কারও উদাহরন যেটা অন্য দেশের জন্য প্রোয়জ্য নাও হতে পারে।

মেশিন লার্নিং নিয়ে কথা না বলা ফ্রেন্ডদের ইমিডিয়েটলি বদলে ফেলুন!

সব মিলিয়ে বইটি আমার ভালোই লেগেছে! ছোট কিন্তু কার্যকরী বই, যারা ব্যাবসা করতে চাচ্ছেন, তাদের জন্য মাস্ট রিড একটা বই। যেহেতু বই এর রিভিউ এটা তাই, লেখকের কোন কথা বা লেসন ডাইরেক্ট তুলে দেয়া হয় নি। যারা বইটি পড়তে চান, বই কিনে পড়তে পারেন। বইটি স্বল্প মুল্য হোম ডেলিভারি পেতে আমাদের পেইজ এ নক করুন।  

0Shares
ইংরেজীতে কথা বলুন Previous post ৪ ধাপে ইংরেজীতে কথা বলুন গেরান্টি সহকারে!
কম্পিউটার সাইন্স Next post কম্পিউটার সাইন্স এর ৩ ধরনের শিক্ষার্থীর জন্য ৪টি পরামর্শ

One thought on “পরিচিত মানুষ এবং বন্ধুদের মন জয় করতে যে বই পড়তে পারেন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

গালিব নোটস এর ইউটিউব ভিডিওঃ