ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে আপনারা অনেকেই কম খরচে কম্পিউটার সায়েন্স পড়তে চান?

এখন অনেকেই আমাকে জিজ্ঞাসা করে থাকেন যে লো বাজেটে কোন ইউনিভার্সিটি ভালো হবে।

অনেকে জিজ্ঞাসা করে থাকেন বাজেট স্বল্পতা ফিনান্সিয়াল ক্রাইসিস এর কারনে জানতে চায় তারা কোন ইউনিভার্সিটিতে পড়লে লো বাজেটে ভালোমতো পড়াশোনা শেষ করতে পারবে।

এখন কোন ইউনিভার্সিটিতে আসলে আপনার পড়াশোনা করা উচিত বা কিভাবে ইউনিভার্সিটি সিলেক্ট করা উচিত এগুলো নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব।

একই সাথে এই ব্লগের বিস্তারিত লেখা শেষের দিকে কিছু প্রশ্ন উত্তর দেয়ার আমি চেষ্টা করব।

সবচেয়ে কম খরচে সবচেয়ে ভালো ইউনিভার্সিটি কোনটি? কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে বের হওয়ার সাথে সাথেই চাকরি হতে পারে।

কম্পিউটার সায়েন্স পড়ার সময় ফ্রিল্যান্সিং করা উচিত কিনা? ইত্যাদি।

কম্পিউটার সায়েন্সে পড়তে ম্যাথ,ইংরেজি নিয়ে চিন্তিত!

এরকম আরো অনেক কোশ্চেনস এর উত্তর দেওয়ার চেষ্টা করবো।

তবে বরাবরের মতো আজকেও আমি আপনাদেরকে শিখিয়ে দিবো বা বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনি আপনার ডিসিশন মেক করবেন।

তবে আমি কোনভাবেই ইউনিভার্সিটি লিস্ট  প্রিপেয়ার করি নাই বা কোন ভাবেই কোন ইউনিভার্সিটির নাম বলবো না এই ব্লগে

কাজেই আপনি যদি রেডিমেড কোন ইউনিভার্সিটি লিস্ট চান এগুলো  ব্লগ বিস্তারিত না পড়া আপনার জন্য উত্তম হবে।

কম্পিউটার সায়েন্স ডিগ্রি কখন হেল্পফুল হবেঃ

যদি আপনি লো বাজেটে ভালো রেংকিং এর কোন ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সাইন্সে গ্রাজুয়েশন শেষ করেন ওই ডিগ্রী আপনার জন্য খুব একটা হেল্প ফুল হবে না ভাবনার লাইফে খুব একটা ভ্যালু অ্যাড করবে না।

এখন লো রেংকিং ইউনিভার্সিটি কোন গুলো সেগুলো আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন।

অথবা আপনার আশেপাশের কাউকে জিজ্ঞাসা করলে আপনি বুঝে যাবেন অথবা জেনে যাবেন। 

এই কথাটির সাথে আবার অনেকেই একমত নাও হতে পারেন কারন অনেকে আবার বিভিন্ন ইউনিভার্সিটির এলামনাই দেখে আমাকে কাউন্টার দিতে পারে।

তবে বাস্তবতা হচ্ছে এসব লো র্যাংকিং ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সাইন্সের গ্রাজুয়েশন শেষ করলে ওই ডিগ্রী স্পেসিফিকভাবে আপনাকে খুব একটা হেল্প করবে না।

অভিজ্ঞতা ছাড়াই চাকরি পাওয়া যায় যেভাবে!

যারা কম খরচে কম্পিউটার সায়েন্স এ পড়ে চাকরি করছেঃ

ওই সব ইউনিভার্সিটি থেকে যারা বের হয়েছে,ভালো চাকরি করছে।

তাদের মধ্যে কয়েকজন পারসন হয়তোবা নিজে নিজেই শিখেছে বা ভাগ্য সহায়তায় ভালো অবস্থান পেয়েছেন।

কিন্তু যদি আপনি সেই চিন্তা করেন বা এভারেজ চিন্তা করেন তাহলে দেখবেন,

লো রেংকিং ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সাইন্সে গ্রাজুয়েশন শেষ করেছে তারা যে সবাই ভালো জায়গায় গিয়েছে এমন কোন কথা নেই ।

তবে আমি অনেক ভিডিওতে বলেছি যে কম্পিউটার সাইন্স এমন একটি সাবজেক্ট যেখানে ইনস্টিটিউট খুব একটা ম্যাটার করে না।

কিছু কিছু জায়গা ম্যাটার করে তবে খুব একটা ম্যাটার করে না।

আপনার নিজে নিজে শিখে অথবা নিজে নিজে চেষ্টা করে যত দূরে এগিয়ে যাওয়া যায় এখানে ইউনিভার্সিটি খুব একটা বাধা হয়ে দাড়ায় না।

তাই যে কোন ইউনিভার্সিটিতে যদি আপনি পড়াশোনা করেন সমস্যা নেই। ডিটারমাইন্ড থাকেন,হার্ডওয়ারক করেন।

তাহলে অবশ্যই আপনি যে কোন ইউনিভার্সিটি থেকে ভালো করতে পারবেন।

তবে আমি আবারও বলছিল লো র্যাংকিং ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করলে ওই ইউনিভার্সিটির স্পেসিফিক ডিগ্রী আপনার লাইফে খুব একটা ভ্যালু অ্যাড করতে পারবে না

শিখবেন কোন ট্রেনিং সেন্টার থেকে?

যাদের ফিন্যান্সিয়াল ক্রাইসিস রয়েছে তারা কম্পিউটার সায়েন্স কই পড়বেনঃ

এখন কথা হচ্ছে যাদের ফিন্যান্সিয়াল ক্রাইসিস রয়েছে তাদের জন্য পরামর্শ টা কি।

দেখুন যদি আপনার ফিন্যান্সিয়াল ক্রাইসিস থাকে অথবা বাজেট লিমিটেশন থাকে তাহলে আপনার ভাবতে হবে যে আপনার জন্য কম্পিউটার সায়েন্স ডিগ্রী টা আসলে প্রয়োজন কিনা।

যদি আপনি সফটওয়্যার কোম্পানিগুলোতে চাকরি করতে চান তাহলে কিন্তু কম্পিউটার সাইন্স আপনার ডিগ্রি নাও প্রয়োজন হতে পারে।

কারণ এখন বেশিরভাগ বড় সফটওয়্যার কোম্পানি গুলো বড় এস্টাবলিশ কোম্পানিগুলোতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রী ছাড়াই হায়ার করতে প্রস্তুত রয়েছে।

তাই আপনার যদি এরকম দরকার হয় কম্পিউটার সাইন্সের গ্রাজুয়েশন করবেন এবং গ্রাজুয়েশন শেষ করার পর আপনার কি চাকরি লাগবে।

আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান অথবা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতে চান।

কম্পিউটার সায়েন্স এ ভার্সিটি ম্যাটার করে?

বাজেট সমস্যা থাকলে বিকল্প উপায় কিঃ

সে ক্ষেত্রে বাজেট লিমিটেশন নিয়ে লো র‍্যাংকিং ইউনিভার্সিটি তে পড়া থেকে আমার পরামর্শ হচ্ছে আপনি একটা মেজর প্রোগ্রামিং শিখুন।

সেটা হতে পারে জাভাস্ক্রিপ্ট,সেটি পিএইচপি,হতে পারে সেটি পাইথন হতে পারে বা যেকোন ল্যাঙ্গুয়েজ।

আপনি ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হন। তাহলে আপনি ছয় মাসে অথবা এক বছর আপনার পিছনে ইনভেস্ট করেন।

তাহলে আপনি সফটওয়্যার কোম্পানিতে জব করতে পারবেন এবং জব করার পরে বা জব স্টার্ট করার পরে আবার বিভিন্ন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন শুরু করুন।

তখন আর আপনার বাজেট নিয়ে চিন্তাভাবনা করতে হবেনা বা আলদা প্রেশার ও থাকবেনা।

আমাদের এত বেকার কেন? জাভাস্ক্রিপ্ট চাকরি!

যেকোনো ভাবে কম্পিউটার সায়েন্স ডিগ্রী আপনার লাগবেই তাহলেঃ

এখন ধরেন আপনি এরকম ডিটারমাইন্ড হলেন যে কম্পিউটার সাইন্সের ডিগ্রী লাগবেই।

কম্পিউটার সায়েন্স ইউনিভার্সিটি তে ভর্তি হতে হবে,আপনার ফ্যামিলিতে কে পেশার দিচ্ছে সে ক্ষেত্রে আপনি কি করতে পারেন?

সে ক্ষেত্রে আপনি দেখবেন যে,কোন ইউনিভার্সিটিতে আপনার জন্য পড়াশোনা করে শান্তি রয়েছে,মেন্টাল শান্তি টা আপনি পাবেন ।

অনেক ইউনিভার্সিটি রয়েছে যেখানে আপনি অনেক বেশি ওয়েভার পেতে পারেন কিন্তু সেখানে পড়াশোনা করে আপনি আপনার মানসিক শান্তি নষ্ট হবে।

ওয়েভার পাওয়ার পাশাপাশি আপনাকে মানষিক ভাবে প্রেশারে থাকতে হবে।

সেইসব ইউনিভার্সিটি এভোয়েড করে চলার জন্য আমার ব্যক্তিগত অনুরোধ থাকবে।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জব খেয়ে দিবে?

কম্পিউটার সায়েন্স কম খরচে পড়ার জন্য ব্যাক্তিগত পরামর্শঃ

আরেকটি পরামর্শ হচ্ছে আপনি দেখবেন যে আপনার বাড়ির কাছে কোন ইউনিভার্সিটির রয়েছে। সে ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হওয়ার চেষ্টা করবেন।

কিভাবে আপনি প্রাইভেট ইউনিভার্সিটি সিলেক্ট করবেন বা কিভাবে প্রাইভেট ইউনিভার্সিটি সিলেট করার সময় কি কি বিষয় বিবেচনা করতে হবে।

এর উপর কয়েকটি ভিডিও আমি বানিয়েছি আমার ইউটিউব চ্যানেলে গেলে নিয়ে যাবেন।

এবারে চলুন আমরা কিছু পোটেনশিয়াল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি।

ইঞ্জিনিয়ারিং এ সবচেয়ে সহজ সাবজেক্ট কোনটি?

লো বাজেটে সব থেকে ভালো ইউনিভার্সিটি কোনটি?

দেখুন লো বাজেটে কোন ভাবে ভালো ইউনিভার্সিটি হতে পারে না। ভালো ইউনিভার্সিটি হবে সেগুলোই যেখানে আপনার ভালো বাজেটে থাকতে হবে।

কাজেই লো বাজেটে ভালো ইউনিভার্সিটি বলার কোন অপশন আমাদের হাতে নেই।

তবে আপনি এরকম ভাবতে পারেন যে আপনার এক লাখ বাজেট লিমিটেশন রয়েছে এবং পাশাপাশি ফিনান্সিয়াল ক্রাইসিস রয়েছে বাজেটের মধ্যে আপনার ইউনিভার্সিটি ভালো হতে পারে।

অনেক ইউনিভার্সিটি রয়েছে যেখানে হিউজ ওয়েভার অফার করে থাকে যেখানে টিউশন ফি তে অথবা রেজিস্ট্রেশন ফি তে অফার দিয়ে থাকে।

দেখুন যদি আপনারও ওয়েভার আনকন্ডিশনাল হয় তাহলে আপনি সেখানে নিশ্চিন্তে ভর্তি হতে পারেন।

কিন্তু যদি কন্ডিশনাল ওয়েভার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে।

কারণ কন্ডিশনাল ওয়েভার গুলোতে আপনাকে কিছু কন্ডিশন লিড করতে হবে ।

যখন আপনি কন্ডিশন এর আন্ডারে ইউনিভার্সিটি তে ভর্তি হবেন তখন কিন্তু আপনার উপর হিউজ একটা প্রেসার থাকবে।

আর এ প্রেশার নিয়ে আপনি কখনই আপনার পড়াশোনা তে কনসেনট্রেট করতে পারবেন না।

কাজেই কন্ডিশনাল যে ওয়েভার গুলো রয়েছে সে ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হওয়ার আগে অবশ্যই অবশ্যই বিবেচনা করবেন।

রিমোট জব কি ভালো নাকি খারাপ?

কম্পিউটার সায়েন্স পড়ার সময় ফ্রিল্যান্সিং করা উচিত কিনা?

কোনভাবেই কম্পিউটার সায়েন্স অথবা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট দের ফ্রিল্যান্সিং করা উচিত না।

এ ব্যাপারে আমি বিস্তারিত ভাবে একটা ভিডিওতে এক্সপ্লেইন করেছি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওটি পেয়ে যাবেন।

একটু রিকল করছি,

দেখুন যখন আপনি কম্পিউটার সাইন্স পড়াশোনা করার পাশাপাশি ফ্রিল্যান্সিং করবেন তখন কেন্দ্র ফ্রী-ল্যান্সিং এ আপনার অনেকটা সময় চলে যাবে

কাজেই আপনার ওই টাইমটা যদি আপনি পড়াশোনা ইনভেস্ট করেন তাহলে আপনি গ্রাজুয়েশন শেষ করার পর,

যেমন আপনি ভালো একটা জব করতে পারবেন,সেরকমই বড় কোম্পানিতে জব করার সুযোগ পাবেন।

তাই স্টুডেন্ট লাইফে বিশেষ করে কম্পিউটার সাইন্সে পড়াশোনা করার সময় কখনো ফ্রিল্যান্সিং এর দিকে ঝুঁকে যাওয়া উচিত নয়।

স্পেসিফিকভাবে ইউনিভার্সিটি ভালো নাকি খারাপ বলা যায়?

অনেকেই বিভিন্ন ইউনিভার্সিটির নাম জিজ্ঞাসা করে আমাকে বলে থাকেন যে ইউনিভার্সিটি ভালো নাকি খারাপ?

দেখুন যে ইউনিভার্সিটিগুলো ভালো সেগুলো তো বলতে সমস্যা নেই।

কিন্তু যে ইউনিভার্সিটিগুলো খারাপ সে ইউনিভার্সিটির নাম কিন্তু আমি চাইলে পাবলিক প্লেসে বলতে পারব না যে ইউনিভার্সিটিগুলো খারাপ।

এখানে লিগালি ইস্যু রয়েছে,ইউনিভার্সিটির রেপুটেশন ইস্যু রয়েছে আরো অনেক কিছু রয়েছে যেগুলো আপনারা নিজে থেকে বুঝে নিতে পারেন।

কাজেই আপনাদেরকে বুঝতে হবে আমি কোন দিকে ইশারা দিচ্ছি বা কি প্যাটার্নে কথা বলছি

একটি বহুল প্রচলিত কথা রয়েছে  যে বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট।

তাই এখন থেকে যখন আপনি দেখবেন আপনার ইউনিভার্সিটির আমি ভালো বলছি না তখনই বুঝে নিবেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি।

তো লো বাজেট,কম খরচ,ফিনান্সিয়াল ক্রাইসিস ইউনিভার্সিটি নিয়ে এই ছিলো আমাদের বিস্তারিত ব্লগ। এর বাইরে কোন প্রশন থেকে থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন।

0Shares
কম্পিউটার সায়েন্সে পড়তে চান কিন্তু ম্যাথ,ইংরেজি নিয়ে চিন্তিত? Previous post কম্পিউটার সায়েন্সে পড়তে ম্যাথ,ইংরেজি নিয়ে চিন্তিত!
রিমোট জব খোঁজার সেরা ১১ টি ওয়েবসাইট Next post রিমোট জব খোঁজার সেরা ১১ টি ওয়েবসাইট

4 thoughts on “কম খরচে কম্পিউটার সায়েন্স পড়তে চান?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

গালিব নোটস এর ইউটিউব ভিডিওঃ