আমাদের দেশে এতো এতো গ্রাজুয়েট থাকার পরেও আমাদের এত বেকার কেন? জাভাস্ক্রিপ্ট চাকরি! নেই? সবার মধ্য এমন একটা প্রশ্ন হওয়াটা স্বাভাবিক।

এই ব্লগের বিস্তারিত আলোচনার মাধ্যমে আমি খুবই সংক্ষেপে এবং খুবই ইন্টারেস্টিং ভাবে বুঝিয়ে বলব যে কিভাবে আমরা আসলে নিজেদেরকে বেকার হিসেবে তৈরি করছি আর কি করলে আমরা সহজেই চাইলে জবে ঢুকতে পারব।

একটা ব্যাপার আপনাদেরকে বলি যে লিংকডইন এ আমি দুইশ আড়াইশো মানুষের সাথে কথা বলেছি।

এর মধ্য থেকে দুই থেকে চার জন এর বেশি ভালো জাভাস্ক্রিপ্ট ডেভলপার পাইনি।

জাভাস্ক্রিপ্ট এ জব দরকার?

বাই দ্যা ওয়ে,বলে রাখি যারা জাভাস্ক্রিপ্ট ডেভলপার রয়েছেন এবং জব করছেন তারা চাইলে আমার সাথে কন্টাক্ট করতে পারেন।

আমাদের জাভাস্ক্রিপ্টে অনেকগুলো অপেন পজিশনে রয়েছে।

অথবা এই ভিডিও যখন আপনি কিছুদিন পরে দেখবেন তখনও আমি আশা করি আমাদের জাভাস্ক্রিপ্টের অনেকগুলো আপন পজিশন থাকবে।

তাই আপনি যদি জাভাস্ক্রিপ্ট ডেভলপার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে কন্টাক্ট করতে ভুলবেন না।

আজকে আমরা খুবই ছোট একটা টপিক কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জব খেয়ে দিবে?

বেকার এর সংখ্যা কতো?

বিশেষ করে এই মুহুর্তে আপনি যদি জানতে চান আমাদের দেশে এত বেকার কেন প্রডিউস হচ্ছে বা আমাদের দেশে শিক্ষিত গ্রাজুয়েটদের মধ্যে ৪৬ শতাংশ বেকার কেন তৈরি হচ্ছে।

তাহলে এই আলোচনাটি আপনার জন্য খুবই হেল্প ফুল হতে পারে।

এছাড়া আপনি যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট হন নতুবা এই মুহূর্তে যদি আপনি জব কেনডিডেড হন তাহলে এই ব্লগটি আপনার জন্য উপকারে আসতে পারে।

কম্পিউটার সায়েন্সে পড়ার সময় থেকেই এখন পর্যন্ত আমি অনেক জুনিয়র এর সাথে কথা বলেছি।

বিশেষ করে যেহেতু আমি কনটেন্ট বানিয়ে থাকি অনেক জুনিয়র এই আমাকে নক দিয়ে থাকে।

তো যত জুনিয়র আমাকে নক দিয়েছে এখন পর্যন্ত সবাই একটা কমন বিষয় আমাকে জিজ্ঞাসা করেছে।

বেকার কেনো তৈরি হচ্ছে?

আর সেটি হচ্ছে ইউনিভার্সিটি তে কোন টিচারের কাছে সবচাইতে সহজে পাশ করা যাবে অথবা সবচাইতে সহজে ভালো গ্রেড তোলা যাবে।

এখন পর্যন্ত শুধুমাত্র একজন জুনিয়র আমাকে নক দিয়েছিল যে আমাকে জিজ্ঞাসা করেছিল কোন টিচারের কাছে ভালো শেখা যাবে।

আমি ওই জুনিয়রকে ওইদিনই থ্যাংক ইউ দিয়েছিলাম এবং আমি বলেছি খুবই সম্ভাবনা রয়েছে ওই জুনিয়র টির জীবনে অনেক বড় ইঞ্জিনিয়ার হবে।

বাদ বাকি যত জুনিয়র আমাকে নক দিয়েছে বা যত কম্পিউটার সাইন্সের স্টুডেন্ট আমাকে নক দিয়েছে আমার ইউনিভার্সিটি থেকে বেশির ভাগেরই একটাই প্রশ্ন যে,

খুবই সহজে বা সবচাইতে সহজে কোন টিচার থেকে সে ভালো মার্কস তুলতে পারবে বা কোন টিচার থেকে থেকে ভালো গ্রেড করে তুলতে পারবে।

ইঞ্জিনিয়ারিং এ সবচেয়ে সহজ সাবজেক্ট কোনটি?

জব পেতে আমাদের কোথায় ইম্প্রুভ দরকার?

এখন এই জায়গা থেকে একটি প্যাটার্ন আমি আপনাদেরকে এক্সট্রাক্ট করে দিচ্ছি সেটি হচ্ছে,

দেখুন যখন স্টুডেন্টদেরকে বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন তাদের যখন দরকার ছিল যে তারা ইনোভেশন নিয়ে চিন্তা করবে,শেখার দিকে মনোনিবেশ করবে কিন্তু তারা কিন্তু সেটি করছে না।

তারা জিজ্ঞাসা করছে যে কোন টিচার সহজ হবে,কার কাছে এসে সহজে ভালো গ্রেট তুলতে পারবে।

একজন স্টুডেন্ট এটি জানতে চাইতেই পারে। যে কোন টিচার না জন্য সহজ হবে।

কিন্তু গণহারে সকল স্টুডেন্ট জিজ্ঞাসা করে ভাই কোন টিচারঃ সহজ হবে সেটি কিন্তু আমাদের জন্য ভাবার বিষয়।

সেটি কিন্তু একটা প্যাটার্ন আমাদের জন্য দিচ্ছে। শিক্ষার্থীরা জানতে আগ্রহী নয়,শিখতে নয় বরং তাঁরা ডিগ্রী অর্জন করতে আগ্রহী।

একারণেই যখন কোন স্টুডেন্ট না জেনে,না বুঝে শুধুমাত্র মুখস্থবিদ্যার জেরে কোনভাবে গ্রাজুয়েশন শেষ করে ফেলছে।

ভালো রেজাল্ট করার পরেও কিন্তু চাকরি পাচ্ছে না,সে বেকার হচ্ছে।

আর এভাবেই যদি আপনি সহজেই গ্রাজুয়েশন শেষ করে ফেলেন,এভাবে কিন্তু আপনি নিজেকে বেকার হিসেবে তৈরি করছেন

ব্যাপারটি কিন্তু এরকম নয় যে শুধুমাত্র গ্রাজুয়েট করার সময় যে সাবজেক্ট ভালো হবে সেটি নিয়ে জিজ্ঞাসা কর।

চাকরির বাজারে সিজিপিএর গুরুত্ব কতটুকু?

ভর্তির সময়ে আমরা কোথায় ভুল করি?

অনেক কলেজ স্টুডেন্ট রয়েছে,অনেক ইস্কুলের স্টুডেন্ট পর্যন্ত রয়েছে জিজ্ঞাসা করে,

আমি অনার্সে কোন সাবজেক্ট করলে সহজ হবে বা কোন সাবজেক্ট পড়লে আমি সহজে চাকরি পেতে পারি ।

দেখুন অনার্স লেভেলে যে সাবজেক্ট গুলো প্রায় সবগুলো সাবজেক্ট কিন্তু ইন্ডাস্ট্রিতে চাহিদা রয়েছে।

প্রবলেম হচ্ছে যখন আপনি না জেনে,না বুঝে একটা সাবজেক্টে ভর্তি হয়ে যান এবং সেখানেও মুখস্ত করার মাধ্যমে গ্র্যাজুয়েশন করে ফেলেন তখন কিন্তু ওই দিকে কোনো ভাবেই আপনাকে জব পেতে সাহায্য করে না।

দেশের ইউনিভার্সিটিগুলোতে ও ব্যাপক সমস্যা রয়েছে। এই সমস্যার মধ্যে যদি আপনি আবার এই ট্র্যাপে পড়ে যান যে,

আপনি মুখস্ত করে বা কোনো মতে বা পাশ কাটিয়ে কোনমতে ডিগ্রি অর্জন করেন সেদিক দিয়ে আপনি কখনোই প্রাইভেট ইন্ডাস্ট্রিতে জব করতে পারবেন না বা ঞ্জব পাবেন না।

আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা যা বলেঃ

আমি আমার আরো একটি এক্সপেরিয়েন্স শেয়ার করছি,

যেহেতু আমাদের কোম্পানিতে আমাদের জন্য অপেনিং থাকে এবং অন্যান্য কোম্পানি থেকেও আমার কাছে অনেক সময় কর্মী চেয়ে থাকে।

আমি লিংকডইন বা ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে প্রচুর মানুষ জন এর সাথে কথা বলে থাকি।

একটা ব্যাপার আপনাদেরকে বলি যে,

লিংকডইনে আমি ২০০ থেকে ২৫০ জন মানুষের সাথে কথা বলে মাত্র দুইজন এর বেশি ভালো জাভাস্ক্রিপ্ট ডেভলপার পাইনি

বাই দ্যা ওয়ে বলে রাখি যারা ভালো জাভাস্ক্রিপ্ট ডেভলপার রয়েছেন এবং জব খুজছেন তারা কিন্তু চাইলে আমার সাথে কন্টাক্ট করতে পারেন।

আমাদের জাভাস্ক্রিপ্টে অনেকগুলো অপেন পজিশনে রয়েছে এবং এই ভিডিও কিছুদিন পরে দেখবেন,

আমি আশা করি তখনও জাভাস্ক্রিপ্টের অনেকগুলো অপেন পজিশন থাকবে।

তাই  আপনি যদি জাভাস্ক্রিপ্ট ডেভলপার হয়ে থাকেন অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করতে ভুলবেন না।

যাই হোক যে কথা বলছিলাম, যে অনেক লোকের সাথে কথা বলে কেন আমরা ডেভলপার খুঁজে পাই না বা ইন্ডাস্ট্রি ভালো ডেভলপার খুঁজে পায়না।

রিমোট জব কি ভালো নাকি খারাপ?

বেকার গ্রাজুয়েট বেশি হওয়ার কারন কি?

এর কারণ হচ্ছে বেশিরভাগ গ্রাজুয়েট এই যে, কোন স্যার সহজ হবে? সেটি জেনে যায় বা কিভাবে বাইপাস করে কোন কিছু না শিখেই গ্রাজুয়েশন শেষ করা যায় এবং সেটি দিয়ে দাড়া এপ্লাই করে।

পাশাপাশি যখন তারা সেটি দিয়ে ফাইনালি গ্রাজুয়েট শেষ হয়ে যায় তখন তাদের পোর্টফলিওতে দেখানোর মত কিছুই থাকে না।

পরবর্তীতে তারা যখন পরীক্ষা দেয় তখন তারা সে পরীক্ষায় পাস করতে পারে না। তখন তারা আলটিমেটলি বেকার  গ্রাজুয়েট পরিণত হয়।

অনেকে রয়েছেন কম্পিউটার সায়েন্সে ভর্তি হতে চান অথবা কম্পিউটার সায়েন্স এ পড়াশোনা করতে চান অথবা কম্পিউটার সাইন্স ক্যারিয়ারে অনেক কিছু নিয়ে হতাশায় রয়েছেন।

তাদের জন্য আমি একটি ফেসবুক গ্রুপ খুলেছি যে গ্রুপের লিংক দেয়া থাকবে ডেসক্রিপশন বক্সে।

সেখান থেকে জয়েন করলে আপনি আমাকে সরাসরি কোশ্চনস করতে পারবেন।

কোনটা আপনার জন্য? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং

ব্যাক্তিগত ভাবে আমি যা বলতে চাই আপনাদেরঃ

এই ব্লগের মাধ্যমে আমি সবাইকে একটি মেসেজ দিতে চাই আর সেটা হচ্ছে যে,

গ্রাজুয়েশন লেভেল এ পড়াশোনা করা আর ইঞ্জিনিয়ারিং লেভেলে পড়াশোনা করা হচ্ছে একটি প্যাশন।

এখানে আপনাকে পরিশ্রম করতে হবে,এখানে আপনাকে শিখতে হবে,জানতে হবে।

তাহলে না আপনি একজন ভালো গ্রাজুয়েট হিসেবে তৈরি হবেন,যোগ্য একজন গ্র্যাজুয়েট হিসেবে তৈরি হবেন।  পাশাপাশি আপনি একজন ভাল ইঞ্জিনিয়ার হিসেবে তৈরি হবেন ।

আমাদের দেশে কিন্তু জবের প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। প্রচুর অপেন পজিশন রয়েছে।

দরকার শুধুমাত্র যোগ্য মানুষের আর আপনি যোগ্য মানুষ তখনই হবেন যখন কোন টিচার সহজ হবে সেটি না জেনে জানার চেষ্টা করবেন কোন টিচারের কাছে সেখা সবচেয়ে ভালো হবে

আশা করি আজকের ব্লগের বিস্তারিত পড়ে আপনারা অনেকেই উপকৃত হবেন।

তো এই ছিল আমাদের আজকের বিস্তারিত আলোচনা। এরপর যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। 

0Shares
Galib, Darjeeling Previous post দার্জিলিং বা ধোকার শহরে ঘুরে বেড়ানোর গল্প…
কম্পিউটার সায়েন্স এ ভার্সিটি ম্যাটার করে? Next post কম্পিউটার সায়েন্স এ ভার্সিটি ম্যাটার করে?

4 thoughts on “আমাদের এত বেকার কেন? জাভাস্ক্রিপ্ট চাকরি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

গালিব নোটস এর ইউটিউব ভিডিওঃ