কম্পিউটার সায়েন্সে পড়তে চান কিন্তু ম্যাথ,ইংরেজি নিয়ে চিন্তিত?

কম্পিউটার সায়েন্সে পড়তে ম্যাথ,ইংরেজি নিয়ে চিন্তিত!

কম্পিউটার সায়েন্সে পড়তে ম্যাথ,ইংরেজি নিয়ে চিন্তিত? না এমন কাউকে খুজে পাওয়া দুরহ ব্যাপার।

কম্পিউটার সাইন্স নিয়ে অনেক ছেলে মেয়েরা আগ্রহ রয়েছে। অনেক ছেলে-মেয়ে নানান রকম প্রশ্ন করে থাকে।

বিশেষ করে যারা কম্পিউটার সায়েন্সে ভর্তি হতে চায়,সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়,সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে চাই এরকম নানান ছেলে মেয়ে আমাকে অনেক সময় নক করে থাকেন।

তাদের একটা কমন প্যাটার্ন থাকে যে আমি  ম্যাথ পারি না তাহলে আমার সি এস ই পড়া উচিত কিনা?

আমি ইংরেজি পারি না তাহলে আমার সি এস ই পড়া উচিত কিনা?

বা কোন প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড নেই বা ব্যক্তিগত কম্পিউটার নেই বা আমি এটাও জানি না তাহলে আমার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়া উচিত কিনা।

এখন আজকেরে ব্লগে আমি কয়েকটি ইউজলেস কেস নিয়ে কথা বলবো। যেই কেসে এগেইনস্ট যেয়ে আপনাদের কম্পিউটার সায়েন্সে পড়া উচিত কিনা?

যদি আপনার কোনো লেগিংস থাকে আপনি তাহলে সেটা কিভাবে ওভারকাম করবেন।

আপনার কি কি শিখতে হবে সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলব।

দেখুন কম্পিউটার  সায়েন্স পড়া উচিত কিনা সে সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে বিস্তারিত একটি ভিডিও রয়েছে সেই ভিডিওর লিংক এখানে জুড়ে দেওয়া থাকবে

আমার চ্যানেলে গেলে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন। আপনারা চাইলে ভিডিওটি দেখে বলতে পারেন।

যেমন প্রথমে আমি বলব যে আপনি যদি ইংরেজি না পারেন তাহলে আপনার কম্পিউটার সাইন্স করা উচিত কিনা।

একইসাথে আপনি যদি ইংরেজি না পারেন তাহলে ইংরেজিতে কিভাবে ওভারকাম করবেন।

এরপরে আমি কথা বলব ম্যাথমেটিক্স নিয়ে প্রোগ্রামিং নিয়ে এবং ব্যাকগ্রাউনড নিয়ে।

তো এই চারটি ইউজলেস কেস আপনি জানতে চান অথবা আপনি কম্পিউটার সায়েন্সের পড়ালেখা করতে চান।

কম্পিউটার সাইন্সের যদি আপনার ইন্টারেস্ট থাকে তাহলে আজকে আপনাদের ব্লগ টি আপনাদের জন্য।

বিস্তারিত ব্লগ শুরু করার আগে আরও একটি ব্যাপার আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়া উচিত কিনা?

সে ব্যাপারে একটি ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে সেটি চাইলে আপনার দেখে নিতে পারেন।

যদি কম্পিউটার ইঞ্জিনিয়ার এটিও একটি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট তাই আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে।

অভিজ্ঞতা ছাড়াই চাকরি পাওয়া যায় যেভাবে!

কম্পিউটার সায়েন্সে পড়তে ইংরেজিতে দুর্বলতা থাকলে কি করবেনঃ

ধরেন আপনি জিজ্ঞাসা করলেন ইংরেজিতে আপনার সমস্যা রয়েছে তাহলে আপনার কম্পিউটার সাইন্স পড়া উচিত কিনা?

দেখুন কম্পিউটার সাইন্সে যদি আপনি বিএসসি করেন এমএসসি করেন বা হায়ার স্টাডি করেন।

যেখানেই আপনি পড়াশোনা করেন সেখানে আপনার যে বই রয়েছে,যে লেকচারশীট রয়েছে এবং যে পরীক্ষাগুলো হবে সবকিছু ইংরেজিতে।

আপনি কম্পিউটার ইন্ডাস্ট্রিতে যখন কাজ করবেন সেই কাজ গুলো আপনাকে ইংরেজীতেই করতে হবে।

আরেকটি কথা হচ্ছে আপনি যদি বাইরের দেশের জন্য ব্লগ পড়েন,টিউটরিয়াল দেখেন বা ডকুমেন্টেশন পড়ে আইডিয়া নিতে চান সেটাও কিন্তু ইংরেজীতেই হবে।

কাজেই ইংরেজি না পারলে অথবা কম্পিউটার সাইন্সে পড়াশোনা করলে কোন ভাবেই ইংরেজি এভোয়েড করতে পারবেন না।

শিখবেন কোন ট্রেনিং সেন্টার থেকে?

আপনি যদি ইংরেজি না পারেন কি করতে পারেন?

প্রথমত আপনাকে ইংরেজি শিখে নিতে হবে।  ইংরেজি কোন রকেট সাইন্স এর ব্যাপার নয় আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে শিখে নিতে পারবেন।

যদি আপনি ইংরেজি শিক্ষার ভয় পান অথবা যদি আপনি ইংরেজি শিখতে না চান।

তাহলে আপনার  শুধু কম্পিউটার সাইন্সের সাবজেক্ট ইন নয় কোন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়া উচিত নয়।

আর যদি আপনি শিখে ফেলতে চান বা শিখতে চান তাহলে আপনি কম্পিউটার সায়েন্সে ভর্তি হতে পারেন।

ভালো হয় আপনি প্রথমে কয়েক মাস ইংরেজি শিখুন তারপর কম্পিউটার সায়েন্সে ভর্তি হন।

আর যারা আপনারা ইংরেজি শিক্ষা নিতে চান তাদের জন্য একটা আশার বাণী হচ্ছে,

কম্পিউটার সাইন্সে এর জন্য যে ইংরেজি দরকার হবে সেটি কোন হাই লেভেল ইংরেজি নয়।

আপনি যদি বেসিক ইংরেজি টা বুঝতে পারেন,পড়তে পারেন এবং  লিখতে পারেন তাহলে আপনি কম্পিউটার সায়েন্স পাস করে যেতে পারবেন ইংরেজিতে আপনার সমস্যা হবে না

কম্পিউটার সায়েন্স এ ভার্সিটি ম্যাটার করে?

ম্যাথমেটিক্স এ সমস্যা থাকলে কম্পিউটার সায়েন্সে কি করবেনঃ

এবারে চলুন দেখা যাক অনেক আমাকে জিজ্ঞাসা করে তাদের ম্যাথমেটিক্স এর সমস্যা রয়েছে। তাদের আসলে কি করা উচিত।

দেখুন যদি আপনি কম্পিউটার সাইন্সে বিএসসি অথবা এমএসসি করেন সেখানে কিন্তু ম্যাথে আপনার জন্য কয়েকটি কোর্স রয়েছে।

সেই কোর্সগুলোতে আপনি একটু কষ্ট করলে পাশ করে যেতে পারবেন,সেগুলো নিয়ে খুব বিরাট সমস্যায় পড়তে হবে না আপনাকে।

কিন্তু যদি এমন হয় যে আপনি ম্যাথ আসলে ইনজয় করেন না অথবা আপনি ম্যাথ বুঝতে পারেন না অথবা ম্যাথে কোন ব্যাকগ্রাউন্ডে আপনার নাই।

তাহলে কিন্তু আপনার জন্য অশনিসংকেত রয়েছে।

কম্পিউটার সায়েন্স এ পড়াশোনা করার একটা মেজর কাজ হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং।

কম্পিউটার প্রোগ্রামিং হচ্ছে ম্যাথমেটিক্স এর মধ্যে। যেটি আপনাকে লজিক দিয়ে সমাধান করতে হবে।

কাজেই যারা ম্যাথ পারে না এবং ম্যাথে যাদের ফোবিয়া রয়েছে তাদের ডিস্ককারেজ করছি যে তারা যেন কম্পিউটার সায়েন্সে না আসে।

আমাদের এত বেকার কেন? জাভাস্ক্রিপ্ট চাকরি!

ম্যাথ দুর্বলতা অভারকাম করবেন কিভাবেঃ

এখন যদি আপনি হাইলি ইন্টারেস্টেড হন কম্পিউটার সাইন্স নিয়ে পড়তে চান তাহলে কম্পিউটার সায়েন্স পড়ার আগে মাথ্যের বেসিকটা আপনাকে ক্লিয়ার করে ফেলতে হবে।

মানুষ চাইলে পারেনা এবং মানুষ হলে ডেভলপ করতে পারে না এমন কোনো কাজই পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না।

আর আমার ইউটিউব চ্যানেলে আমি আগেই কথা বলেছি যে,

কম্পিউটার সাইন্সে ভর্তির জন্য আপনাকে আগে কি কি করা উচিত এবং যদি আপনার  ম্যাথে সমস্যা থাকে তাহলে আপনি সেটি কীভাবে সমাধান করতে পারবেন।

আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন অথবা অনলাইনে আপনি প্রচুর পরিমাণ রিসোর্স পাবেন সেটি দেখে আপনি চাইলে ম্যাথের সমস্যাটা সমাধান করে ফেলতে পারবেন।

এর পরে আপনি কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়ে যান তাহলে আপনার আরও সমস্যা হবে না।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জব খেয়ে দিবে?

কম্পিউটার সায়েন্সে কম্পিউটার লাগে?

অনেকেই বলে থাকেন আমারতো কম্পিউটার নেই অথবা আমারতো ব্যাকগ্রাউন্ডে কম্পিউটার রিলেটেড কিছু নেই তাহলে আমার কি করনীয়।

দেখুন এটিও খুবই সহজ কেউই কম্পিউটার সাইন্স পড়ার আগে কম্পিউটারে যে একেবারে হাইলি এক্সপার্ট হয়ে যায় এরকম কিন্তু খুব একটা বেশি মানুষ পাওয়া যায় না।

কম্পিউটার প্রোগ্রামিং করে,কম্পিউটার সাইন্স পড়ার আগে এ রকম মানুষ শুধুমাত্র হাতে গুনা রয়েছে।

তাই এটি নিয়ে কোনো চিন্তার কারণ নেই। সুধুমাত্র যদি আপনি কম্পিউটার ইনজয় করেন তাহলে আপনি কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়ে যেতে পারেন।

ইঞ্জিনিয়ারিং এ সবচেয়ে সহজ সাবজেক্ট কোনটি?

কম্পিউটার না থাকলে কি করবেনঃ

কম্পিউটার সাইন্স এর ব্যাকগ্রাউন্ডে আপনার না থেকে থাকে তাহলে আপনি সেটি ওভারকাম  করতে পারবেন। খুব বেশি একটা সমস্যা হয়ে যাওয়ার কথা না।

আর যদি আপনার কম্পিউটার না থাকে তাহলে আপনার কিনে নিতে হবে এর জন্য যে খুব হাইলেবেলের কম্পিউটার লাগবে এমন কোন কথা নেই।

বেসিক একটা কম্পিউটার যদি আপনি কিনে নিতে পারেন তাহলে আপনি খুবই স্মর্টলি কম্পিউটার সায়েন্সে পড়া চালিয়ে যেতে পারেন।

কম্পিউটার সাইন্সে কি পরিমান ম্যাথমেটিক্স লাগবে এবং কেমন কম্পিউটার লাগবে এ ব্যাপারে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে কিন্তু সেটাও দেখে নিতে পারেন।

যদি আপনি কম্পিউটার সায়েন্স করতে চান তাহলে আপনার বেসিক দিয়ে বিষয়টি মাথায় রাখতে হবে।

রিমোট জব কি ভালো নাকি খারাপ?

পিছনে আপনার যাই থাকুক না কেন সামনে যে ডিফিকালিটিজ রয়েছে সেগুলো আপনাকে মোকাবেলা করতে হবে।

আপনি ইংরেজি পারেন না আপনি শিখে নেন, আপনি ম্যাথমেটিক্স এর দুর্বল সেটা ওভারকাম করার চেষ্টা করুন।

আপনি কম্পিউটার প্রোগ্রামিং পারেন না আপনি আপনার আশেপাশের মানুষজন এর সহায়তা নেন।

আপনাকে কন্টিনিয়াসলি শেখার মধ্যে থাকতে হবে।

আপনাদেরকে বলতে চাই যে ইঞ্জিনিয়ারিং কোন সহজ সাবজেক্ট নয়

ইঞ্জিনিয়ারিং পড়তে হলে,ইঞ্জিনিয়ার হতে হলে আপনাকে সেটা অ্যাচিভ করতে হবে। তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে,তার জন্য আপনাকে শিখতে হবে ।

আর যদি আপনি ডিফিকাল্টিজ অভারকাম করতে না পারেন,ম্যাথ ইংরেজি এগুলোতে যদি আপনার ফোবিয়া থাকে।

যদি আপনার কম্পিউটারের সামনে বসে থাকতে সমস্যা হয়,তাহলে আপনার কম্পিউটার সাইন্স করা উচিত না।কম্পিউটার সাইন্স আপনার জন্য না।

More From Author

ইঞ্জিনিয়ারিং পড়ার আগে যা যা জেনে রাখতে হবে!

ইঞ্জিনিয়ারিং পড়ার আগে যা যা জেনে রাখতে হবে!

লো-বাজেটে কম্পিউটার সায়েন্স পড়তে চান?

কম খরচে কম্পিউটার সায়েন্স পড়তে চান?

গালিব নোটস বিজ্ঞাপনঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Our Facebook Page

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Our Latest Twit

Subscribe For Last Update



ব্লগ সংক্রান্ত নোটিশঃ

বিজ্ঞাপন দিতে চাইলে, ডিজাইন রেডি করে যোগাযোগ করতে পারেন। আমরা বিজ্ঞাপন চেক করে সাইট এর সাথে ফিট হলে প্রাইস নিয়ে আলোচনা করব। তবে, আমাদের সাইট এর ভিজিটর এবং কনভার্সন রেট বেশী হওয়ায় বিজ্ঞাপনের চার্জ কিছুটা বেশী। বিজ্ঞাপন সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে পারেন এখানে

ব্লগে লিখতে চাইলে, লেখা রেডি করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। লেখা ইউনিক এবং কপি মুক্ত হতে হবে। লেন্থ ১ হাজার ওয়ার্ড এর বেশী হওয়া লাগবে। ব্যাকলিংক পেতে পারেন শর্ত মেনে। লেখা সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে পারেন এখানে।

গালিব নোটস বিজ্ঞাপনঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Tech-Alert-Bangla-Ads-2

আমাদের অন্যান্য উদ্যোগঃ

টেক এলার্ট বাংলা টেকনোলজি ব্লগ। মোস্টলি ফ্রিল্যান্সিং-আউটসোর্সিং, অনলাইন এ আয়, বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে ব্লগ প্রকার করা হয় নিয়মিত। টেক এলার্ট এর ইউটিউব চ্যানেল দেখতে পারেন এখানে।

সিলিকভি  বাংলাদেশি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কোম্পানি। ওয়ার্ডপ্রেস সংক্রান্ত সব ধরনের সার্ভিস যেমন থিম-প্লাগিন ডেভেলপমেন্ট, কোম্পানি সাইট, পার্সনাল সাইট, কাস্টমাইজেশন, ইকমার্স সলুশন ইত্যাদিয়ে দিয়ে থাকে। এর বাইরে সিলিকভি এর সাস প্রডাক্ট রয়েছে।

গ্রিন সফট হচ্ছে টেক ব্লগ যেখানে ইকমার্স এবং উকমার্স নিয়ে বিস্তারিত ব্লগ পাবেন। অনলাইনে ব্যাবসা এর জন্য যা যা জানা দরকার সব পাবেন গ্রিনসফট ব্লগ এ।

ক্যারিয়ার পোর্টাল হচ্ছে বাংলাদেশি প্রথম, সর্বাধুনিক মেশিন লার্নিং প্রযুক্তি নির্ভর জব প্লাটফর্ম । সাইট এর বেটা ভার্শন রিলিজ করা হয়েছে এবং নিয়মিত আপডেট করা হয়ে থাকে।

গালিব নোটস এর ইউটিউব ভিডিওঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ