সিপিএ মার্কেটিং! ফেজবুক ইউটিউব তো আছেই, ডিজিটাল সব মাধ্যমে সিপিএ মার্কেটিং এর চোখ ধাদানো সব বিজ্ঞাপন চোখে পড়ে। যেমন, আয়ের গেরান্টি, আয় করে কোর্স ফি, ১০দিনের কোর্স ইত্যাদি। অনলাইন এর পাশাপাশি অফলাইন এ ধরনের বিজ্ঞাপন হর-হামেশাই চোখে পড়ে।

সিপিএ মার্কেটিং এর ফাঁদে পা দিচ্ছেন না তো? Galib Notes

এ দেশের ৫০ লাখের বেশী তরুনের কাছে সিপিএ মার্কেটিং একটি স্বপ্নের নাম। তাদের সিপিএ ফ্যান্টাসি অনেক বেশী। আর ১০ লাখ তরুনের কাছে সিপিএ মার্কেটিং একটি দুঃস্বপ্নের নাম। এঈই আর্টিকেল পড়লে বুঝতে পারবেন, আপনি কি স্বপ্ন দেখছেন, সিপিএ ট্র্যাপ এ পড়তে যাচ্ছেন নাকী?


শুরুতেই, ২০১০-১২ এর বাংলাদেশ এর দিকে ফিরে যাই একটু। কিউবি-বাংলা লায়ন শহরে তাদের যাত্রা কেবল শুরু করেছে তখন। গ্রামের দিকে, মোডেম ভিত্তিক ইন্টারনেট সেবা ছড়িয়ে পড়েছে। সাধারন মানুষ কেবোল, নতুন করে ইন্টারনেট বুঝতে শুরু করেছে।

সেই সময়, হঠাত ই, পিটিসি বেইজড অনেক গুলো আউটসোর্সিং কোম্পানি গড়ে উঠে। স্কাইল্যান্সার, ডুল্যান্সার সহ অনেক গুলো কোম্পানি হঠাত করে জনপ্রিয়তা পায়। জনপ্রিয়তা পাওয়ার কয়েক মাসের মাথায়, জনগনের টাকা মেরে নিয়ে, তারা পালিয়ে যায়।

চাকরী ছেড়ে যাওয়া কর্মীরা কি স্টার্টআপ কোম্পানির এনিমি?

২০১৯-২০ সালে তারাই আবার ফিরে এসেছে সিপিএ মার্কেটিং এর মাধ্যমে। সিপিএ মার্কেটিং নিয়ে ইউটিউব এ অনেক টিউটোরিয়াল আছে। ইচ্ছা হলে, সার্চ দিয়ে দেখতে পারেন। আমি সেই ব্যাখ্যা তে যাচ্ছি না। কিন্তু বাংলাদেশ এ কিভাবে সিপিএ নিয়ে প্রতারনা হচ্ছে, সেটা ব্যাখ্যা করি চলেন।

আমাদের দেশে ৩ ধাপে সিপিএ মার্কেটিং প্রতারনা শিখায় ট্রেইনিং সেন্টার গুলো।

১। ফেইক এবং ফিমেল আইডি দিয়েঃ ট্রেইনিং এর মুল পর্বে যাওয়ার আগে গাল গল্প ছাড়া আর কিছু হবে না। ট্রেইনিং শুরু হলে, শুরুতেই ফেইক একাউন্ট এবং ফিমেইল একাউন্ট ব্যাবহার করে লিড কালেকশন মেথড গুলো দেখানো হবে। যেটা স্প্যামিং হিসাবে শিখানো হবে।

মেশিন লার্নিং নিয়ে কথা না বলা ফ্রেন্ডদের ইমিডিয়েটলি বদলে ফেলুন!

এর বাইরে, লোকাল গ্রুপ এ পোস্ট করা, রেফারেল হিসাবে ইনকাম শেখানো হবে। বাই দ্যা ওয়ে, শুরুতে কোর্স ফি বা সিকিউরিটি মানি হিসাবে কিছু টাকা আগেই আদায় করা হবে।

২। এডাল্ট কন্টেন্টঃ দ্বিতীয় ধাপে এসে শুরু হবে, এডাল্ট কনটেন্ট এর ব্যাবহার! কিভাবে এডাল্ট কনটেন্ট ব্যাবহার করে লিড কালেক্ট করা যায়, কিভাবে এডাল্ট সিপিএ অফার প্রমোট করা যায়, সেগুলা শিখানো হবে। এটা একদিকে স্প্যামিং আর অন্যদিকে এই মেথডে ইনকাম করা টাকা কিন্তু হালাল হবে না।


৩। অপর্যাপ্ত ট্রেইনিং মেথডঃ অনেক কোম্পানি সিপিএ এর উপর কিছু কিছু মেথড দেখালেও, সেটা কোন ভাবেই পর্যাপ্ত নয়।

একটি গবেষোনায় দেখা যায়, এদেশের ১০ লাখের বেশি মানুষ সিপিএ মার্কেটিং ট্রেইনিং ফাদে পা দিয়েছেন। তাদের মধ্য ৯৯% মানুষ বেকার বসে আছেন। তাদের কষ্টে উপার্যিত টাকা যেখানে ইনভেস্ট করেছেন, সেখান থেকে কোনই ফিডব্যাক পান নি।

সিইও হওয়া যায় কিভাবে জানতে চান? ৩ং কারন জানলে অবাক হবেন!

যারা, সিপিএ মার্কেটিং এর চিন্তায় আছেন, তারা বুঝে শুনে আগাবেন। খোজ নিয়ে ট্রিইনিং করুন, নিজে নিরাপদ থাকুন আর ফ্যামিলি কে নিরাপদ রাখুন।

আমাদের দেশের ৫০ লাখের বেশী তরুন রা সিপিএ ট্র্যাপ ঝুকির মধ্য আছেন। সবাই যদি এই আর্টিকেল নিজেদের ফেজবুকে শেয়ার করি, তাহলে নিজেদের বন্ধুরা বেঁচে যেতে পারেন।

0Shares
কম্পিউটার সাইন্স Previous post কম্পিউটার সাইন্স এর ৩ ধরনের শিক্ষার্থীর জন্য ৪টি পরামর্শ
বেসরকারী ভার্সিটিতে ভর্তি Next post বেসরকারী ভার্সিটিতে ভর্তিঃ ৩টি স্টেপে সাবজেক্ট চয়েজ না করলে, পস্তাতে হবে ভবিশ্বতে!

3 thoughts on “সিপিএ মার্কেটিং নামে যেভাবে প্রতারনা হচ্ছে! ফাঁদে পা দিচ্ছেন না তো?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

গালিব নোটস এর ইউটিউব ভিডিওঃ