লারাভেল কি? লারাভেল কেনো শিখবো? কোন ফ্রেমওয়ার্ক শিখবো,সেই ফ্রেমওয়ার্ক এর ফিউচার কি তা নিয়ে বিস্তারিত জানতে হলে এই ব্লগের সম্পূর্ণ অংশ প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার পড়া উচিৎ।
আমাদের মধ্যে যারা কম্পিউটার সাইন্স এর ফাইনাল ইয়ারের রয়েছে অথবা যারা জবের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের মধ্যে অনেকেই চিন্তিত যে কোন ল্যাঙ্গুয়েজ শিখবেন।
রেদার অনেকেই চিন্তিত যে লোকাল জবে ভ্যালু রয়েছে কোনটির,তাদের শেখা উচিত কোন জায়গা থেকে অথবা শুরু করা উচিত কোন যায়গা থেকে।
অনেকেই আমাকে ইনবক্স করেছেন এবং আমি তাদেরকে লোকাল জব এবং হবে ট্রেন্ডিং বিবেচনা করে এমন একটি ফ্রেমওয়ার্ক বের করেছেন যেটায় চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
আপনাদের মধ্যে যারা এই মুহূর্তে চাকরির চিন্তা করছেন অথবা চাকরি নিয়ে ভাবছেন তাদের জন্য এ এই ফ্রেমওয়ার্ক শেখা অনেক ভালো সিদ্ধান্ত হবে বলে মনে করছেন।
কিভাবে ভালো কম্পিউটার প্রোগ্রামার হওয়া যায়?
আপনি যদি এই ফ্রেমওয়ার্কে ভালমত আয়ত্ত করতে পারে তাহলে অবশ্যই অবশ্যই চাকরি পাবেন ইনশাআল্লাহ।
আর এই ট্রেন্ডটি বের করার সময় ইন্টার্নশিপ এন্ড জবস ইন বাংলাদেশ গ্রুপটার বেশি গুরুত্ব দিয়েছি।
আপনারা জানেন যে ইন্টার্নশিপ এন্ড জবস ইন বাংলাদেশ গ্রুপটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফেসবুক গ্রুপ যেখানে বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হয়ে থাকে।
এর বাইরে ও ক্যারিয়ার রিলেটেড অনেক রিসোর্স আপনি পেয়ে যাবেন এই গ্রুপের মাধ্যমে।
তাই আপনি যদি চাকরির প্রার্থী হয়ে থাকেন অবশ্যই অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন করবেন এবং সেখান থেকে আপনি আপনার প্রয়োজনের চাকরিটি খুঁজে পেতে পারেন।
পিএইচপি লারাভেল ফ্রেমওয়ার্কঃ
এবারে চলুন আমরা সেই ফ্রেমওয়ার্ক টির দিকে নজর দেওয়ার চেষ্টা করি।
যে ফ্রেমওয়ার্ক শিখলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে বর্তমান সময়ে এসে,সেটি হচ্ছে পিএইচপি ফ্রেমওয়ার্ক।
আপনি যদি এই সময়ে পিএইচপি ফ্রেমওয়ার্ক শিখেন তাহলে আপনার জন্য চাকরি পাওয়াটা অনেকটা সহজ হয়ে যাবে।
নাও দা মেইন কোশ্চেন ইজ হোয়াই লারাভেল?কেন চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলবে ?
অন্যান্য ফ্রেমওয়ার্কে কি তাহলে চাকরি হবে না অথবা পিএইচপি শেখার জন্য যুক্তি টা আসলে কি!
আমি এই সব গুলোর বিস্তারিত এই ব্লগের মাধ্যমে লেখার চেষ্টা করবো তবে তার আগে আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে আসুন।
কম্পিউটার সাইন্সে পড়েফেসবুক হ্যাক শেখা যায়?
লারাভেল ফ্রেমওয়ার্ক এর জন্য ব্যাসিক পিএইচপি থেকে শুরু করুনঃ
ব্লগের একেবারে শুরুর দিকেই সবাইকে বলে রাখি যে কোন ল্যাঙ্গুয়েজ এর ব্যাসিক না শিখে সেই ল্যাঙ্গুয়েজ এর কোন ফ্রেমওয়ার্ক শেখার মানে হচ্ছে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারছেন।
তাই আপনি যদি পিএইচপি শিখতে চান তাহলে অবশ্যই সবার আগে পিএইচপি থেকে শিখে নিন।
পিএইচপি লারাভেল শেখার আগে অবশ্যই আপনি ব্যাসিক পিএইচপি শিখে নিবেন। এর সাথে সাথে আপনি অবজেক্ট অরিয়েন্টেড পিএইচপি।
পিএইচপি দিয়ে ব্যবসায়িক ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম ,ডেটাবেজ অপারেশন এবং পিএইচ এর ফাংশন গুলো অবশ্যই শিখে নিবেন।
ফ্রেশার হিসাবে যে ভুল কখনো করবেন না
আদারোয়াইজ আপনি কিন্তু জেনেশুনে আপনার নিজের পায়ে নিজে কুড়াল মারবেন। যদি আপনি সরাসরি লারাভেল শেখা শুরু করেন
আমাদের দেশে লারাভেল ফ্রেমওয়ার্ক শেখার চাকরির কিন্তু ডিমান্ড অনেক বেশি। বর্তমানে কিন্তু আমাদের দেশে ট্রেন্ডিং এর রয়েছে পিএইচপি ফ্রেমওয়ার্ক।
এই কথাটির সত্যতা আপনি বুঝতে পারবেন যদি আপনি ইন্টার্নশিপ এন্ড জবস ইন বাংলাদেশ গ্রুপের টেক রিলেটেড জব গুলোর দিকে তাকান।
প্রোগ্রামিং ইন্টারভিউ ফেইলর হওয়ার কারন কি?
পিএইচপি লারাভেল কেনো শিখবোঃ
এবারে চলুন পিএইচপি লারাভেল শেখার কারণ এর পিছনে আরো বেশ কিছু কারণ দেখে আসি।
যেই কারণ গুলো জানার পর আপনি বুঝতে পারবেন কেন আপনার এই সময়ে এসেও পিএইচপি শেখা উচিত।
দেশে বসেই বিদেশি রিমোট জব করবেন যেভাবে!
লারাভেল ফ্রেমওয়ার্ক অনেক সহজঃ
পিএইচপি লারাভেল শেখার প্রথম যে কারণটি আমি বলব সেটা হচ্ছে সেইটা অনেকটাই সহজ।
এখন যেকোন ল্যাঙ্গুয়েজ শেখা অথবা ফ্রেমওয়ার্ক শেখা কিন্তু সহজ কাজ নয়। তাহলে আমি পিএইচপি লারাভেল থেকে কেন সহজ বলছি।
পিএইচপি কে সহজ বলার প্রধান কারণ হচ্ছে রিসোর্স অ্যাভেলেবল লিটি।
লারাভেল ফ্রেমওয়ার্কের জন্য অনেক রিসোর্স রয়েছে শুধু ইংরেজিতে না বাংলাতে যেমন রয়েছে তেমনি অন্য অন্য ল্যাঙ্গুয়েজে অনেক বেশি রিসোর্স রয়েছে।
এর বাইরে ও পিএইচপি শেখার জন্য অনেক টিউটোরিয়াল রয়েছে,ব্লগ রয়েছে অনেক রয়েছে ট্রেনিং ইনস্টিটিউট।
তাই আপনি যদি পিএইচপি শিখতে চান তখন কিন্তু আপনার শেখাটা অনেকটা সহজ হবে।
যদি আপনি ইউটিউবে ওয়েব লিখে সার্চ দেন তাহলে দেখবেন বাংলা খুব একটা টিউটোরিয়াল আসছে না।
ক্যাম্পাস এম্বাসেডর বা অর্গানাইজেশন এর কাজ কি?
লারাভেল এ প্রচুর বাংলা টিউটোরিয়াল রয়েছেঃ
এখন যদি আপনি লারাভেল এর উপরে টিউটরিয়াল সার্চ দেন তাহলে দেখবেন বাংলাতে প্রচুর টিউটিরিয়াল রয়েছে।
এখন আপনি হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করার জন্য অথবা যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় তার জন্য কেন বাংলাতে টিউটোরিয়াল লাগবে?
একটা ব্যাপার আপনাদের কে বলে রাখি আমাদের দেশেও ইউনিভার্সিটিগুলোর সিস্টেমের কারণে অনেক ছেলে মেয়ে রয়েছে যারা কম্পিউটার সাইন্স থেকে গ্রাজুয়েশন শেষ করে ফেলে কোন প্রকার স্কিলস ছাড়াই।
এবং এই যে গ্রাজুয়েশন শেষ করার পরে যখন তারা জব্লেস হয়ে পড়ে তখন কিন্তু তারা অনেকটাই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়।
এবং এই সময়ে তাদেরকে বাংলা টিউটোরিয়াল অনেক বেশি সহায়তা করতে পারে।
এই কারণে যদি আপনি পিএইচপি লারাভেল ফ্রেমওয়ার্ক শিখেন তাহলে অবশ্যই সেটি আপনার জন্য শেখার জন্য সহজ হবে।
কম্পিউটার সায়েন্স এ ভর্তিরপর যা যা ভুলেও করবেন না!
লারাভেল ফ্রেমওয়ার্ক শেখার আরেকটু কারন হচ্ছে হাই ডিমান্ডঃ
লারাভেল ফ্রেমওয়ার্ক শেখার জন্য দুই নাম্বার দেই কারণ হচ্ছে হাইয়েষ্টট ডিমান্ড। আমি শুরুতেই বলেছি যে লোকালি পিএইচপি ডেভলপমেন্টের অনেক বেশি চাকরি রয়েছে।
এখন আমি আপনাদেরকে বলছি যে ইন্টার্নেশনালি লারাভেল ডেভলপার এর চাহিদা অনেক বেশি রয়েছে।
আপনি যদি লারাভেল জবস অথবা সিমিলার কোন ওয়েবসাইটে ভিজিট করেন তাহলে আপনি দেখতে পারবেন সেখানে কি পরিমান পিএইচপি এর জব অ্যাভেলেবল রয়েছে।
বড়লোক হতে চাইলে যা যা করা লাগবে!
এছাড়া আমরা কিন্তু ইন্টার্নশিপ এন্ড জবস ইন বাংলাদেশ ফেসবুক গ্রুপ নিয়মিত লারাভেল সম্পর্কিত ইন্টার্নেশনাল জব পোস্ট করে থাকি।
লারাভেল এর বিদেশি জবগুলোতে সাধারণত এক হাজার ডলার থেকে সেলারি শুরু হয়ে থাকে যেটি বাংলাদেশি টাকায় এক লক্ষ টাকার উপরে হবে।
আরেকটি ব্যাপার হচ্ছে লারাভেল কিন্তু অনেক জব রয়েছে যেগুলোতে স্পন্সর করা হয়ে থাকে। যার অর্থ হচ্ছে আপনি পিএইচপি জব এর মাধ্যমেই বাইরের দেশের মুভ হতে পারবেন।
হায়েস্ট ওপেনিং সালারি স্ট্রাকচার লারাভেল জব এঃ
লারাভেল শেখার তিন নাম্বার লজিক হচ্ছে হায়েস্ট ওপেনিং সালারি স্ট্রাকচার।
যদি আপনি পিএইচপি এর জব গুলো দিকে তাকান তাহলে দেখবেন এখানে কিন্তু অন্যান্য ডেভেলপমেন্ট সেক্টর এর চেয়ে কিছুটা স্যালারি বেশি হয়ে থাকে।
আরেকটি ব্যাপার হচ্ছে যদি আপনি লারাভেল জব শুরু করেন তাহলে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আপনার সেলারি বৃদ্ধি পেতে থাকবে।
নরমালে আমাদের দেশের লারাভেল জবগুলোতে এন্ট্রি লেভেল সেলারি হয়ে থাকে ১৮ হাজার থেকে ২৫ হাজার টাকা।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জব খেয়ে দিবে?
এছাড়া অনেক কোম্পানি রয়েছে যারা লারাভেল ডেভলপারদের কে ৪০ থেকে ৫০ হাজার টাকা দিয়ে হায়ার করে থাকে।
আর যদি আপনার কয়েক বছরের এক্সপেরিয়েন্স থাকে তাহলে আপনার সেলারি কয়েক লক্ষ টাকা পর্যন্ত হয়ে যেতে পারে।
এখানে একটা কথা বলে রাখা ভালো যে লারাভেল ডেভেলপমেন্ট এর জন্য অনেক নতুন কোম্পানির রয়েছে যারা অনেক সময় অনেক কম টাকা স্যালারি অফার করে থাকে।
এটি শুধু পিএইচপি ডিপার্টমেন্টে নয় তারা কিন্তু অন্য অন্য ডিপার্টমেন্টের অনেক কম সেলারি অফার করে থাকে।
তবে যদি আপনি ভালই স্কিলস পারসন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনি অনেক ভালো সেলারি তে চাকরি শুরু করতে পারবেন।
ডেটা সায়েন্স,মেশিন লার্নিং এর ফিউচার কি?
লারাভেল জবে হিউজ পরিমান রিমোট জবের সুযোগ থাকেঃ
লারাভেল ডেভেলপমেন্ট শেখার জন্য চার নম্বর লজিক হয়েছে হিউজ পরিমান রিমোট যাবে সুযোগ।
যদি আপনি পিএইচপি ডেভলপমেন্ট শেখেন এবং খুব ভালো করেই স্কিলস অর্জন করতে পারেন তাহলে আপনি চাইলে আপনি আপনার নিজের রুমে বসেই রিমোট জব করতে পারবেন।
যে টিকে আমরা রিমোট জব হিসেবে বলে থাকি। আর যদি আপনি লারাভেল সংক্রান্ত রিমোট জব এর খবরা খবর আপনি নিতে চান তাহলে অবশ্যই ইন্টার্নশিপের জবস ইন বাংলাদেশ ফেসবুক গ্রুপে জয়েন করবেন।
বাংলাদেশে ওয়েব ডেভেলপার দের বেতন কত
ফ্রিল্যান্সিং এর সুযোগ রয়েছে লারাভেল ডেভোলপমেন্ট এঃ
লারাভেল ডেভলপমেন্ট শিখার জন্য পাঁচ নম্বর কারণ হচ্ছে ফ্রিল্যান্সিং এর সুযোগ। লারাভেল ডেভেলপার হিসেবে আপনি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারবেন।
ছোটখাটো ওয়েব এপ্লিকেশন ডেভেলপমেন্ট,বাগ ফিক্সিং সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার সুযোগ রয়েছে।
এছাড়া লারাভেল এর অনেক বড় প্রজেক্টর ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার সুযোগ রয়েছে যেটা অনেকটা রিমোট জব এর মত।
আমি অনেক ডেভলপারকে চিনি যারা ছাত্র অবস্থায় লারাভেল ডেভেলপমেন্ট শিখে ভালোমতো ফ্রিল্যান্সিং করছে এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে যথেষ্ট স্বচ্ছলতা অর্জন করেছে
তাই আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনি যদি থার্ড ইয়ার অথবা ফোর্থ ইয়ারের স্টুডেন্ট হন সে ক্ষেত্রে কিন্তু আমি পিএইচপি শিখে ফ্রিল্যান্সিং শেখার চেষ্টা করতে পারেন।
চাকরি পাই না সমস্যা কোথায়?
স্টার্টআপ ইনস্টিটিউশন দিতে পারবেনঃ
লারাভেল শিখার ছয় নাম্বার কারণ হচ্ছে স্টার্টআপ ইনস্টিটিউশন। যদি আপনি পিএইচপি ডেভলপমেন্ট শেখেন তাহলে কিন্তু আপনাদের থেকে উদ্যোক্তা হওয়া সম্ভব।
যদিও ব্যাপারটা এত সহজ নয়,তারপরেও কিন্তু ইম্পসিবল কিছু নয়।
আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে ক্লায়েন্ট জোগাড় করে সেখান থেকে আপনি লারাভেল ডেভেলপমেন্ট কোম্পানি শুরু করতে পারেন।
এক্ষেত্রে আপনি হয়তো শুরুতে টিম নিয়ে কাজ করলেন পরে আস্তে আস্তে আপনার টিমকে বড় করলেন।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভালো নাকি বিএসই?
আর এভাবে টিম নিয়ে শুরু করে বড় কোম্পানি হয়ে ওঠার উদাহরণ কিন্তু অনেক রয়েছে আমাদের দেশে।
শুরুতেই আপনাদের কাছে একটা কথা বলে আসছি সেটা হচ্ছে লারাভেল ডেভলপারদের চাহিদা। যেহেতু প্রজেক্ট অনেক বেশি তাই ডেভলপারের চাহিদাও অনেক বেশি এবং ক্লায়েন্টরা অনেক বেশি।
এইযে ক্লায়েন্টের চাহিদা অনেক বেশি এই সুযোগটা সদ্ব্যবহার করে কিন্তু আপনি আপনার কোম্পানি দাঁড় করাতে পারেন।
চাইলে আপনি আপনার নিজের কোম্পানীর শুরু করতে পারেন তবে শুরুতে সেক্ষেত্রে আপনার অবশ্যই কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হবে।
রিমোট জব কি ভালো নাকি খারাপ?
লারাভেল কমিউনিটি অনেক বড় থাকেঃ
আরেকটি ব্যাপার হচ্ছে স্টার্টাপের এর ক্ষেত্রে যদি এডভান্টেজ হিসেবে কাজ করে সেটি হচ্ছে লারাভেল এর কমিউনিটি কিন্তু অনেক বড়।
আপনার যদি ডেভলপার দরকার হয় তাহলে কিন্তু আপনি সহজেই ডেভলপার খুঁজে পাবেন। যদি আপনার সাপোর্টের দরকার হয় তাহলে অবশ্যই ডেভলপারদের থেকে সাপোর্ট নিয়ে দিতে পারবেন।
সে ক্ষেত্রে আপনি যদি নতুন একটি কোম্পানির শুরু করেন তাহলে শুরুতে আপনার একটু পরিশ্রম করতে হলে কয়েক বছরের মধ্যে আশা করা যায় স্ট্যাবল হতে পারবেন।
ইঞ্জিনিয়ারিং এ সবচেয়ে সহজ সাবজেক্ট কোনটি?
ক্রিয়েটিভ ওয়ার্কিং অপারচুনিটি পাবেন লারাভেল জবেঃ
লারাভেল ডেভেলপমেন্ট শেখার সাত নম্বর কারণ হচ্ছে ক্রিয়েটিভ ওয়ার্কিং অপারচুনিটি।
যদি আপনার ক্রিয়েটিভ কাজ করতে ভালো লাগে,যদি আপনি বক্সের বাইরে চিন্তা করতে পারেন তাহলে পিএইচপি ডেভোলপার হতে পারে আপনার জন্য বেস্ট অপশন।
এখন আপনাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন এখানে আবার ক্রিয়েটিভিটি কি? তাদের জন্য বলে রাখি,
দ্য আর্ট অব কোড’ ইজ লারাভেল
রেফারেন্স ছাড়াই নন ট্র্যাডিশনালি চাকরি পাবেন যেভাবে
চ্যালেঞ্জিং কাজকর্মের সুযোগ পাবেনঃ
লারাভেল শেখার জন্য আট নম্বর কারণ হচ্ছে চ্যালেঞ্জিং কাজকর্ম।
যদি আপনি চ্যালেঞ্জিং কাজকর্ম করতে পছন্দ করেন,যদি আপনি অ্যাডভেঞ্চারাস পছন্দ করেন,যদি আপনার প্রবলেম সলভ করতে ভালো লাগে।
সেই ক্ষেত্রে লারাভেল ডেভলপমেন্ট শিখার এটা আপনার জন্য যুগোপযোগী সিদ্ধান্ত। যদি আপনি পিএইচপি ডেভেলপার হিসেবে কাজ করেন তাহলে আপনাকে নিয়মিত চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে।
লারাভেল ডেভেলপমেন্ট শেখার জন্য এই আটটি কারণে আমি মনে করি যথেষ্ট।
আমাদের এত বেকার কেন? জাভাস্ক্রিপ্ট চাকরি!
ইন্টার্নশিপ এন্ড জবস ইন বাংলাদেশ ফেসবুক গ্রুপ কি রিসোর্সঃ
এখন এই ব্লগের বিস্তারিত লেখার সময় আমি বারবার ইন্টার্নশিপ এন্ড জবস ইন বাংলাদেশ ফেসবুক গ্রুপ কে রিলেটেড রিসার্চ হিসেবে দেখানো হয়েছে।
এই ব্লগ দেখার পর অনেকেই মনে করতে পারেন যে ইন্টার্নশিপ এন্ড জবস ইন বাংলাদেশ ফেসবুক গ্রুপ স্পন্সর করা হয়েছে।
মুল ব্যাপার হচ্ছে এই ব্লগের স্ক্রিপ্ট তৈরির জন্য সহায়তা করেছেন এই গ্রুপের সব গুলা এডমিন।
আপনাদের মধ্যে যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বা এখনো দ্বিধায় আছেন যে পিএইচপি শিখবেন কিনা। তাদের জন্য আমার ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে একটা ভিডিও রয়েছে।
ডিপ্লোমা পাশ করে গুগলে চাকরি?
যে পাঁচটি সিম্পল স্টেপস এর মাধ্যমে আপনি চাইলে লারাভেল ডেভেলপমেন্ট শিখতে পারেনঃ
এবং সেই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলের রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন।
ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সেই ভিডিওটি বানিয়েছে তৌহিদুল ইসলাম ফয়সাল ভাই যিনি লারাভেল ডেভলপমেন্ট কোম্পানির সিইও হিসেবে অনেকদিন যাবত কাজ করে আসছে।
তিনি কিন্তু লারাভেল ডেভলপমেন্টে যথেষ্ট এক্সপেরিয়েন্সের একজন মানুষ।
সেই ভিডিওটি দেখার মাধ্যমে কিন্তু আপনি আপনার পিএইচপি ডেভেলপমেন্ট শেখার যাত্রাটি শুরু করতে পারেন।
এরপরেও যদি আপনাদের লারাভেল ডেভেলপমেন্ট নিয়ে কোন কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না।