Notice: Uninitialized string offset: 0 in /home/ekeneeco/galibnotes.com/wp-includes/meta.php on line 1

Notice: Uninitialized string offset: 0 in /home/ekeneeco/galibnotes.com/wp-includes/meta.php on line 1

Notice: Uninitialized string offset: 0 in /home/ekeneeco/galibnotes.com/wp-includes/class-wp-theme-json.php on line 1

Notice: Uninitialized string offset: 0 in /home/ekeneeco/galibnotes.com/wp-includes/class-wp-theme-json.php on line 1

Notice: Uninitialized string offset: 0 in /home/ekeneeco/galibnotes.com/wp-includes/class-wp-comment-query.php on line 1

Notice: Uninitialized string offset: 0 in /home/ekeneeco/galibnotes.com/wp-includes/class-wp-comment-query.php on line 1

Notice: Uninitialized string offset: 0 in /home/ekeneeco/galibnotes.com/wp-includes/class-wp-http-curl.php on line 1

Notice: Uninitialized string offset: 0 in /home/ekeneeco/galibnotes.com/wp-includes/class-wp-http-curl.php on line 1
কম্পিউটার সাইন্সে পড়ে ফেসবুক হ্যাক শেখা যায়? | Galib Notes

কম্পিউটার সাইন্সে পড়ে ফেসবুক হ্যাক শেখা যায়? এমন কৌতূহল আমাদের মাথায় অনেকের ই আসে।

কম্পিউটার সাইন্সে লেখাপড়া করেন কিন্তু ফেসবুক আইডি হ্যাক করে দেওয়ার অফার পাইয়নি এরকম স্টুডেন্ট মনে হয় একজন খুঁজে পাওয়া যাবে না।

মজার ব্যাপার হচ্ছে আগে আমাকে অনেকে ইনবক্স করে বলে ফেসবুক একাউন্ট হ্যাক করে দেয়ার জন্য।

আর এখন অনেকে আমাকে জিজ্ঞাসা ফেসবুকের মত আরো একটি ওয়েব এপ্লিকেশন বানাতে কি পরিমান খরচ হবে।

কেউ আবার আমাকে অফার করে যে এক লাখ অথবা দের লাখস দিবো। অনেকে আবার অফার করে থাকেন আপনাকে আমি টাকা দিচ্ছি আমার গার্লফ্রেন্ডকে ফেসবুকের মতো এপ্লিকেশন তৈরি করে দেন।

প্রোগ্রামিং ইন্টারভিউ ফেইলর হওয়ার কারন কি?

প্রথম দিকের ব্যাপারটা আমার কাছে খুবই পেইনফুল লাগতো কেননা অনেক সময় এমন হতো কম্পিউটার সাইন্সের অনেক শিক্ষার্থী আমাকে জিজ্ঞাসা করেছে ফেসবুক একাউন্ট হ্যাক করা সম্ভব কিনা।

অথবা ফেসবুক একাউন্ট হ্যাক করে দেয়ার জন্য সরাসরি অফার করেছেন। এ ব্যাপারটি নিয়ে আমি অনেকদিন চিন্তা করছি কি করা যায় অথবা একচুয়াল ব্যাপার কি?

দেশে বসেই বিদেশি রিমোট জব করবেন যেভাবে!

ফেসবুক অ্যাকাউন্ট আসলেই হ্যাক করা যায় কিনাঃ

আমি যখন ফেসবুক অ্যাকাউন্টে  রিসার্চ করা শুরু করলাম প্রথমত আমি যেটা বের করলাম সেটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট সরাসরি হ্যাক করা যাবে না যদি না আপনি তাদেরকে বোকামি করে কোন এক্সেস না দেন।

ফেসবুক একাউন্ট সিকিউরিটি দেওয়ার জন্য কিন্তু মার্ক জুকারবাগ ফেসবুক কোম্পানির বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করে বড় বড় বিশ্বের ইঞ্জিনিয়ারদের হায়ার করে চাকরি দিয়েছেন। 

যদি আপনি ফেসবুক একাউন্টের এক্সেস ওদেরকে না দিয়ে দেন তাহলে কিন্তু অন্য কেউ আপনার অ্যাকাউন্টে এক্সেস করতে পারছে না। এটি হচ্ছে এক নম্বর কথা।

ক্যাম্পাস এম্বাসেডর বা অর্গানাইজেশন এর কাজ কি?

দুই নাম্বার কথা হচ্ছে অন্যরা যে অ্যাকাউন্ট হ্যাক করে এটি কিভাবে সম্ভব হয়?

মূলত আপনার বোকামির জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় বা অন্যদের এক্সেস এ চলে যায় বা অন্যদের দখলে চলে যায়। 

আরেকটি ব্যাপার না বললে না যদি আপনার একাউন্ট এ কোন সমস্যা হয় তখন আপনি কি করেন কোন সিভিল ইঞ্জিনিয়ার এর কাছে চলে যান?অথবা কোন সিভিল ইঞ্জিনিয়ার কে ফোন দেন।

কম্পিউটার সায়েন্স এ ভর্তিরপর যা যা ভুলেও করবেন না!

অথবা যদি আপনার ইলেকট্রিসিটির লাইনে সমস্যা হয় তাহলে কি আপনি কোন ইলেকট্রিক মিস্ত্রির কাছে চলে যান ডেফিনেটলি যান না।

যদি আপনার ইলেকট্রিসিটির লাইনের সমস্যা ইলেকট্রিশিয়ান দের নক দেন। ইলেকট্রিশিয়ান এর সাথে কন্টাক্ট করেন।

যদি আপনার বিল্ডিংয়ের সমস্যা হয় তাহলে প্রাথমিকভাবে কোন রাজমিস্ত্রি সঙ্গে যোগাযোগ করেন।

তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে সমস্যা হলে কেন একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার কে নক দেন।

যারা আমেরিকায় যেতে পারবে না!

কম্পিউটার সায়েন্স এর শিক্ষার্থীরা কি বেকুবঃ

ওয়েল যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে,যারা অন্য অন্য ডিপার্টমেন্টের পড়াশোনা কর, মেডিকেলে পড়াশোনা করে তারা আমাকে নক দিতে পারেন,

ফেসবুক একাউন্ট হ্যাক করে দেয়ার জন্য। ফেসবুক একাউন্ট রিকভার করে দেওয়ার এটি খুব স্বাভাবিক ব্যাপার এবং সবসময় একসেপ্ট করো ।

কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যারা কম্পিউটার সায়েন্স এ পড়াশোনা কর তারা কিভাবে আমাকে নক দিয়ে বলে ফেসবুক একাউন্ট হ্যাক করে দিতে। 

ডেটা সায়েন্স,মেশিন লার্নিং এর ফিউচার কি?

ওয়েল কম্পিউটার সাইন্সে যারা  বিশেষ করে কম্পিউটার সায়েন্স এ পড়াশোনা করেন আমি কিন্তু কাউকে ক্রিটিসাইজ করছি না।

তবে সত্যি বলছি আসলে আমরা নিজেরাও জানিনা যে আমরা কি পড়াশোনা করছি।

এর জন্য কম্পিউটার সায়েন্সের ডিপার্টমেন্টের পড়াশোনা করেও অনেকে আমাকে ফেসবুক একাউন্ট হ্যাক করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছেন।

যেটি খুবই একটি পেইনফুল ব্যাপার আমাদের জন্য। আমার বন্ধু কিছু আছে আমাকে বলে দিয়ে এ ব্যাপারটি লজ্জাজনক এবং এমব্রেসিং একটি ব্যাপার। 

বাংলাদেশে ওয়েব ডেভেলপার দের বেতন কত

ব্যাক্তিগত কিছু কথাঃ

আমি আশা করছি এই ব্লগের পড়ে যারা কম্পিউটার সাইন্সে পড়াশোনা করেছি তারা একটু মনোযোগী হবেন পড়াশোনার দিকে।

পড়াশোনাটা ভালোমতো না করলে অন্তত বেসিক ব্যাপারগুলো জানার চেষ্টা করুন। আপনি বুঝতে পারেন অন্তত ফেসবুক অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো সমস্যায়,

আপনাদেরকে অন্য কারো কম্পিউটার সাইন্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট দের কে নক না করেন।

ফেসবুক একটি সোশ্যাল মিডিয়ায় মিডিয়া সম্পর্কে আপনার জ্ঞান যতটুকু কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট দের জ্ঞ্যান কিন্তু প্রায় ততটুকু।

চাকরি পাই নাসমস্যা কোথায়?

কম্পিউটার সাইন্সে শিক্ষার্থীদের কি নিয়ে জিজ্ঞাসা করবেনঃ

আপনি একজন কম্পিউটার সাইন্স স্টুডেন্টদেরকে অথবা আমাকে ম্যাশিন লার্নিং নিয়ে জিজ্ঞাসা করেন,আপনি আমাকে ডিপ লার্নিং এ জিজ্ঞাসা করেন,আমি আপনাকে এক্সপার্ট মতামত দিব।

আপনি আমাকে ডেটা সাইন্স নিয়ে জিজ্ঞাসা করেন আমি আপনাকে বুঝিয়ে বলব।

রিমোট জব কি ভালো নাকি খারাপ?

কিন্তু আপনি যদি ফেসবুক একাউন্ট হ্যাক করে দেওয়ার জন্য আমাকে বলেন তাহলে কিন্তু আমি আপনাকে বলতে পারব না।

তবে আমার ইউটিউব চ্যানেলে আমি একটা ভিডিও বানিয়েছি ফেসবুক সিকিউরিটি নিয়ে সিটি ইন জেনারেল পিপল দেয়নি যারা অন্য ডিপার্টমেন্টে পড়াশোনা কর  তাদের জন্য।

এরপরেও যদি আপনাদের কোন কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। 

0Shares
প্রোগ্রামিং ইন্টারভিউ ফেইলর হওয়ার কারন কি? Previous post প্রোগ্রামিং ইন্টারভিউ ফেইলর হওয়ার কারন কি?
কিভাবে ভালো কম্পিউটার প্রোগ্রামার হওয়া যায়? Next post কিভাবে ভালো কম্পিউটার প্রোগ্রামার হওয়া যায়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close

গালিব নোটস এর ইউটিউব ভিডিওঃ