কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ কি কি চাকরি করা যায়!

কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ কি কি চাকরি করা যায়!

কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ কি কি চাকরি করা যায়! তা নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে কিছু ব্যাপারে সবার জানা থাকা উচিৎ।

কম্পিউটার সায়েন্সের চাকরির বাজারে কি অবস্থা? এবং ভবিষ্যতে ইন্ডাস্ট্রির চাহিদা কোন দিকে যাবে?

এ ব্যাপারে আমরা অনেকেই কন্সার্নড থাকার চেষ্টা করি। বিশেষ করে যারা কম্পিউটার সায়েন্সে ভর্তি হতে চায় তাদের মধ্য সবাই।

এই মুহূর্তে যারা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছেন তাদের অনেকেই আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং চাকরির অবস্থা কেমন? 

আর অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে গ্রাজুয়েশন শেষ করার পরে তারা চাকরি পাবে কিনা বা ইন্ডাস্ট্রি আসলে কোন দিকে যেতে পারে।

কেউ কেউ আমাকে জানিয়েছেন যে তারা বিভিন্ন সোর্স থেকে শুনে থাকেন যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এই মুহূর্তে চাকরি নেই বললেই চলে।

আর ভবিষ্যতেও চাকরির অবস্থা আরো ভয়াবহ খারাপ হবে।

কম্পিউটার সায়েন্স স্টুডেন্টদের যা যা করা উচিৎ!

কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে আজকের ব্লগে কি জানবোঃ

আজকের ব্লগে আমরা ভেরিফাই করে দেখব যে কম্পিউটার সাইন্স এই মুহূর্তে চাকরির বাজারে কি অবস্থা? আর ভবিষ্যতে চাকরির অবস্থা কেমন হতে পারে।

একই সাথে যারা বলে থাকেন যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং চাকরির অবস্থা খুবই ভয়াবহ তারা কি আসলে সঠিক কথা বলেন নাকি ভুল কথা বলেন সেটি আমরা এক্সপ্লেইন করব।

কেন তারা এই কথাগুলো প্রচার করছেন সেগুলো আমরা জানার চেষ্টা করব। 

যারা এই মুহূর্তে কম্পিউটার সায়েন্স এ পড়াশোনা করছেন তাদের আসলে কি করা উচিত এসব ব্যাপারে আলোকপাত করার চেষ্টা করব।

যারা কম্পিউটার সায়েন্সে ভর্তি হতে চান অথবা কম্পিউটার সাইন্সে পড়ালেখা করছেন অথবা সিমিলার কোন সাবজেক্টে লেখাপড়া করছেন তাদের জন্য আজকের উপলক্ষে খুবই উপকারী হতে পারে।

কম্পিউটার সায়েন্সের চাকরির বাজারে কি অবস্থা সেটি ভেরিফাই করার জন্য আমরাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।

চলুন এবার আমরা দেখার চেষ্টা করি যে অনলাইন জব পোর্টাল বিডিজবসে কি পরিমান কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর জন্য জব রয়েছে তা দেখার জন্য।

স্টুডেন্ট লাইফেইনকাম করা যায় কিভাবে?

বিডি জবসে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর কেমন জব রয়েছেঃ

এখানে আমরা দেখতে পাচ্ছি ৪০০ টির বেশি রানিং জব রয়েছে এই ওয়েবসাইটে। এর থেকে বেশি রানিং জব রয়েছে এমন আর মাত্র দুইটি ক্যাটাগরি আমি দেখতে পাচ্ছি।

কম্পিউটার সাইন্সে নন-মেজর যে যে কোর্স করা লাগে

একটি হচ্ছে মার্কেটিং এন্ড সেলস আরেকটি হচ্ছে এডুকেশন এন্ড ট্রেনিং।

এখানে আপনাদেরকে বলে রাখা ভালো মার্কেটিং এন্ড সেলস এর মধ্যে কিন্তু অনেকগুলো সাব-ক্যাটাগরি রয়েছে। সবগুলোতে মার্কেটিং এন্ড সেলস রয়েছে সবগুলো মিলিয়ে ৭০০+ জব এখানে রয়েছে ।

অন্যদিকে এডুকেশনাল এন্ড ট্রেনিং ক্যাটাগরিতে ও কিন্তু প্রায় একই অবস্থা। স্কুল,হাই-স্কুল,ইউনিভার্সিটিসহ অনেকগুলো সাব-ক্যাটাগরি মিলিয়ে জব রয়েছে।

অপরদিকে আইটি এন্ড টেক রিলেভেন্ট ক্যাটাগরিতে জব রয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে জব রয়েছে। সেখান থেকে নিলে সবথেকে বেশি জব রয়েছে এই ক্যাটাগরিতে।

এখন আমাদের এই যে অনেকগুলো জব ক্যাটাগরি রয়েছে তারমধ্যে আইটি এবং টেলিকমিউনিকেশন এর চেয়ে আর মাত্র দুইটি ক্যাটাগরি আমরা খুঁজে পেয়েছি যাদের জব টপ লেভেল রানিং রয়েছে। 

আমরা কিন্তু এখান থেকে সহজেই সামারাইজ করতে পারি আইটি এবং টেলিকমিউনিকেশনে বেশ ভালো পরিমাণে জব রয়েছে।

কিভাবে ভালো কম্পিউটার প্রোগ্রামার হওয়া যায়?

কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর চাহিদা ফ্লেক্স জব এ কেমনঃ

এবারে আমি আপনাদেরকে আরেকটি জব সাইট দেখাচ্ছি সেটি হচ্ছে ফ্লেক্স জব।

এটি একটি ইন্টার্নেশনাল জব ওয়েবসাইট,মোষ্টলি যারা রিমোট জব খুজছেন তাদের জন্য প্রযোজ্য। এখানে ওয়ার্ক ফ্রম অনিওয়্যার ইন দা ওয়ার্ল্ড এখান থেকে যদি আপনাদের দেখাই।

ক্যাটাগরি অনুযায়ী যদি আমরা দেখি তাহলে দেখবেন সফটওয়্যার ডেভেলপমেন্টে অনেক বেশি পরিমাণে জব রয়েছে।

এর পাশাপাশি কম্পিউটার এবং আইটি তে জব রয়েছে। নিচের দিকে যদি আমরা একটু যাওয়ার চেষ্টা করে দেখবেন ওনেক ক্যাটাগরির জব রয়েছে।

কম্পিউটার সাইন্সে পড়েফেসবুক হ্যাক শেখা যায়?

এখানকার ম্যাক্সিমামই কিন্তু আইটি এবং টেলিকমিউনিকেশন রিলেটেড জব। এবং এর বাইরে যে জব ক্যাটাগরিগুলো রয়েছে সেলস রয়েছে,এইচ আর রয়েছে এখানে কিন্তু নাম্বারে সংখ্যা অনেক কম।

যেটি আপনি এখানকার ফিগার দেখে সহজেই বুঝতে পারছেন। 

তো এই জব ওয়েবসাইটেও কিন্তু আমরা দেখতে পেলাম যে কম্পিউটার সায়েন্স রিলেটেড যে জব গুলো রয়েছে সেগুলো অনেক বেশি।

ওই ওয়ার্ক রিমোটলি সাইটেও কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর চাহিদা হয়েছেঃ

এবারে আমরা আরেকটি ওয়েবসাইট দেখার চেষ্টা করছি সেটি হচ্ছে সেটি হচ্ছে ওই ওয়ার্ক রিমোটলি।

সাধারণত যারা রিমোট জব খুঁজে থাকেন তাদের জন্য প্রযোজ্য এবং এই জব ওয়েবসাইট টি অনেক বেশি পপুলার একটি সাইট। 

প্রোগ্রামিং ইন্টারভিউফেইলর হওয়ার কারন কি?

এই সাইটের ক্যাটাগরির গুলোর দিকে যদি আপনি  দেখেন প্রোগ্রামিং ডিজাইন ম্যাক্সিমাম কিন্তু আপনার  কম্পিউটার এবং আইটি রিলেভেন্ট জব গুলো রয়েছে।

দেশে বসেই বিদেশি রিমোট জব করবেন যেভাবে!

এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটে গড়ে উঠেছে কম্পিউটার সায়েন্স রিলেটেড যে জব গুলো রয়েছে তার উপর ডিপেন্ড করে। 

তারমানে কম্পিউটার সাইন্সে জব কিন্তু অনেক বেশি পরিমাণে রয়েছে।

কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে গুগল ট্রেন্ড কি বলেঃ

আচ্ছা আমরা এবারে জব ওয়েবসাইট থেকে মুভ করে গুগল সার্চ অথবা গুগোল ট্রেন্ডিং এর দিকে চেষ্টা করি। এখানে আমি একটু আগে সার্চ করেছিলাম মোস্ট পপুলার জবস ইন ২০২৩ ।

ক্যাম্পাস এম্বাসেডর বা অর্গানাইজেশন এর কাজ কি?

আপনারা অনেকেই জানেন যে গুগোল অনেক সময় প্রেডিকশন দিয়ে থাকে যেহেতু আমরা অলরেডি ২০২২ শেষ করে ফেলেছি ২০২৩ শুরু হয়ে যাবে তাই আমি ২০২৩ দিয়ে সার্চ করেছি।

কম্পিউটার সায়েন্স এ ভর্তিরপর যা যা ভুলেও করবেন না!

এখন এখানে আমি একটা আর্টিকেল বের করেছি দেখেন,এখানে তারা বলছে যে মোষ্ট ডিমান্ডেবল চাকরির মধ্যে

  • এক নম্বরে রয়েছে ডেট সায়েন্টিস্টঃ
  • দুই নম্বরে রয়েছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারঃ
  • তিন নাম্বারে রয়েছে নার্সিংঃ
  • চার নম্বরে রয়েছে মারকেটিং এনালিস্টঃ
  • পাঁচ নাম্বার আমরা পাচ্ছি নেটওয়ার্ক সিকিউরিটিঃ
  • ছয় নাম্বারে পাচ্ছি প্রজেক্ট ম্যানেজারঃ
  • সাত নম্বরে বাঁচি হিউম্যান রিসোর্সঃ
  • আট নম্বরে পাচ্ছি ব্লকচেইন ইঞ্জিনিয়ারঃ
  • নয় নম্বর এ পাচ্ছি ডিজিটাল মার্কেটিংঃ
  • এবং সর্বশেষ ১০ নম্বর পাচ্ছি ফিন্যান্সিয়াল ম্যানেজারঃ

এখন এই যে আমরা দশটি ট্রেন্ডিং ক্যাটাগরি পাচ্ছি ইন ডিমান্ড ক্যাটাগরির মধ্যে প্রায় পাঁচটি কিন্তু কম্পিউটার সায়েন্স রিলেটেড জব ক্যাটাগরি রয়েছে।

যারা আমেরিকায় যেতে পারবে না!

কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর জব এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছেঃ

আমরা আপনাদেরকে আরেকটি রিসোর্ট থেকে দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে সারা পৃথিবীতে সব থেকে বেশি সেলারি পাওয়া চাকরি কোনটি? 

এখানেও যদি আপনি ফিল্টার করার চেষ্টা করেন তাহলে দেখবেন যে মেজরিটি জব ক্যাটাগরি পাবেন কম্পিউটার সায়েন্স রিলেটেড ক্যাটাগরি।

ইন সামারি যদি আমি আপনাদেরকে বলার চেষ্টা করি যে কম্পিউটার সাইন্সে এই মুহূর্তে অনেক জব রয়েছে এবং আমরা আশা করছি যে সামনের বছর গুলোতে অনেক বেশি জব থাকবে। 

এখন এই জায়গায় আপনাদেরকে বিভিন্ন সাইট এনালাইসিস করে দেখালাম এগুলো যদি আমি বায়াস্ট ভাবে দেখানোর চেষ্টা কর তাহলে কিন্তু আপনি নিজেও গুগল সার্চ করে সত্যতা যাচাই করতে পারবেন

এই সত্যতা যাচাই করার অপশন কিন্তু আপনার হাতেই রয়েছে।

ডেটা সায়েন্স,মেশিন লার্নিং এর ফিউচার কি?

সুতরাং আপনি নিজেই  ইচ্ছা করলে সত্যতা যাচাই করে দেখতে পারেন যে উপরে আমি আপনাদেরকে দিয়ে ইনফরমেশন গুলো দিলাম সেগুলো সঠিক নাকি ভুল। 

আমার ব্যাক্তিগত কিছু কথা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়েঃ

আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন যে কম্পিউটার সাইন্স এই মুহূর্তে চাকরির বাজার যথেষ্ট ভালো রয়েছে,চাকরি নিয়ে চিন্তিত হবার তেমন কোন কারণ নেই।

যদি আপনি কোয়ালিফাইড পার্সন হয়ে থাকেন,যদি আপনার কম্পিউটার সায়েন্স রিলেটেড কোন স্কিলস থেকে থাকে তাহলে চাকরি নিয়ে বিশেষ করে প্রাইভেট ইন্ডাস্ট্রি চাকরি নিয়ে আপনার কন্সার্ন হওয়ার তেমন কোন কারণ নেই।

বাংলাদেশে ওয়েব ডেভেলপার দের বেতন কত

ভবিষ্যতে ইন্ডাস্ট্রি কোন দিকে যাবে সেটি কিন্তু এখন বলা সম্ভব নয় তবে প্রেডিকশন করা সম্ভব।

দেখুন যতটা সময় যাচ্ছে,যতটা দিন গড়াচ্ছে ততোই কিন্তু টেকনোলজি চাহিদা বাড়ছে।

আপনার ডেইলি লাইফ এখন থেকে পাঁচ বছর আগে যতটুকু টেকনোলজি আপনি ব্যবহার করতেন,এখন কিন্তু তার থেকে অনেক বেশি টেকনোলজি ব্যবহার হচ্ছে।

এখন এটি এক্সপেক্টেড এখন থেকে পাঁচ বছর পরে যখন আপনি গ্রাজুয়েশন শেষ করবেন তখন কিন্তু টেকনোলজি মানুষের লাইফে আরো অনেক বেশি ব্যবহার হবে।

টেকনোলজি  ব্যবহার ব্যবহৃত বৃদ্ধি পাবে ততো ইন্ডাস্ট্রিতে লোকজনের  চাহিদা বেড়ে যাবে,চাকরির বাজার বড় হতে থাকবে। 

চাকরি পাই নাসমস্যা কোথায়?

একটা  বিষয় কিন্তু এর মধ্যে অনেক অনেক অনেক বেশি লোকজনের দরকার রয়েছে। টেকনোলজি ইন্ডাস্ট্রির জন্য পাশাপাশি আমাদের দেশে  কিন্তু এখন বৃদ্ধি পাচ্ছে।

আমারা প্রেডিক্ট করছি যে এই বাজাযর আরো বৃদ্ধি পাবে।

কাজেই আপনি যদি  এই মুহূর্তে যদি আপনি কম্পিউটার সায়েন্সে ভর্তি হতে চান অথবা কম্পিউটার সাইন্সে লেখাপড়া করেন সেটি আপনার জন্য বেস্ট ডিসিশন হতে পারে। 

আপনি শুধুমাত্র এটি মেনশন করবেন যে আপনি এই মুহূর্ত থেকে লেখাপড়া করছেন আপনি স্কিলস অর্জন করছেন।

তাহলে আশাকরি বের হওয়ার পরে চাকরি নিয়ে আপনার তেমন কোনো সমস্যা হবে না।

More From Author

কম্পিউটার সায়েন্স স্টুডেন্টদের যা যা করা উচিৎ!

কম্পিউটার সায়েন্স স্টুডেন্টদের যা যা করা উচিৎ!

ওয়ার্ডপ্রেস কোম্পানিতে কি কি চাকরি করা যায়?

ওয়ার্ডপ্রেস কোম্পানিতে কি কি চাকরি করা যায়?

গালিব নোটস বিজ্ঞাপনঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Our Facebook Page

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Our Latest Twit

Subscribe For Last Update



ব্লগ সংক্রান্ত নোটিশঃ

বিজ্ঞাপন দিতে চাইলে, ডিজাইন রেডি করে যোগাযোগ করতে পারেন। আমরা বিজ্ঞাপন চেক করে সাইট এর সাথে ফিট হলে প্রাইস নিয়ে আলোচনা করব। তবে, আমাদের সাইট এর ভিজিটর এবং কনভার্সন রেট বেশী হওয়ায় বিজ্ঞাপনের চার্জ কিছুটা বেশী। বিজ্ঞাপন সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে পারেন এখানে

ব্লগে লিখতে চাইলে, লেখা রেডি করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। লেখা ইউনিক এবং কপি মুক্ত হতে হবে। লেন্থ ১ হাজার ওয়ার্ড এর বেশী হওয়া লাগবে। ব্যাকলিংক পেতে পারেন শর্ত মেনে। লেখা সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখতে পারেন এখানে।

গালিব নোটস বিজ্ঞাপনঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ

Tech-Alert-Bangla-Ads-2

আমাদের অন্যান্য উদ্যোগঃ

টেক এলার্ট বাংলা টেকনোলজি ব্লগ। মোস্টলি ফ্রিল্যান্সিং-আউটসোর্সিং, অনলাইন এ আয়, বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে ব্লগ প্রকার করা হয় নিয়মিত। টেক এলার্ট এর ইউটিউব চ্যানেল দেখতে পারেন এখানে।

সিলিকভি  বাংলাদেশি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কোম্পানি। ওয়ার্ডপ্রেস সংক্রান্ত সব ধরনের সার্ভিস যেমন থিম-প্লাগিন ডেভেলপমেন্ট, কোম্পানি সাইট, পার্সনাল সাইট, কাস্টমাইজেশন, ইকমার্স সলুশন ইত্যাদিয়ে দিয়ে থাকে। এর বাইরে সিলিকভি এর সাস প্রডাক্ট রয়েছে।

গ্রিন সফট হচ্ছে টেক ব্লগ যেখানে ইকমার্স এবং উকমার্স নিয়ে বিস্তারিত ব্লগ পাবেন। অনলাইনে ব্যাবসা এর জন্য যা যা জানা দরকার সব পাবেন গ্রিনসফট ব্লগ এ।

ক্যারিয়ার পোর্টাল হচ্ছে বাংলাদেশি প্রথম, সর্বাধুনিক মেশিন লার্নিং প্রযুক্তি নির্ভর জব প্লাটফর্ম । সাইট এর বেটা ভার্শন রিলিজ করা হয়েছে এবং নিয়মিত আপডেট করা হয়ে থাকে।

গালিব নোটস এর ইউটিউব ভিডিওঃ

গালিব নোটস বিজ্ঞাপনঃ